মনপুরাতে ঘুরতে যাওয়ার অনুভূতি ||ছোট্ট পরিসরে ভ্রমণ।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

IMG-20230404-WA0027.jpg

Location

প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ছোট্ট একটা ভ্রমণ কাহিনী। যেটা অনেকদিন আগে অর্থাৎ যখন শীত প্রায় শেষের দিকে তখন গিয়েছিলাম। খুব বেশি দূরে তো আর যাওয়া হয় না বাবুর জন্য। কারণ শীতের সময় আমি তেমন একটা বের হই না বাবু অসুস্থ হয়ে যাবে সেজন্য। হয়তোবা যেখানে না গেলেই নয় সেখানেই গিয়েছি তারপর আবার দিনে দিনেই চলে এসেছি।
IMG-20230404-WA0072.jpg

IMG-20230404-WA0075.jpg

যাইহোক মূলত যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটি হল আমাদের এরিয়াতে খুব সুন্দর একটি কাবাব হাউজ রয়েছে যেটার নাম হচ্ছে মনপুরা। যদিও আপনাদের সাথে এ বিষয়ে অনেক আগেই শেয়ার করেছিলাম। তবুও ভাবলাম আজকের এই ছোট্ট পরিসরে মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করি। কারণ প্রতিনিয়তইতো অন্যরকম কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তবে আজকের এই মূহর্ততা অনেক বেশি স্পেশাল। কারণ আমার ছোট্ট ছেলেটা সেখানে গিয়ে খুব বেশি এনজয় করেছিল এবং মুহূর্তটা আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছিলাম।

IMG-20230404-WA0020.jpg

IMG-20230404-WA0013.jpg

IMG-20230404-WA0027.jpg

IMG-20230404-WA0033.jpg

মূলত আমার ছোট বোন এখানে এসেছিল। আর ওকে নিয়ে তেমন কোথাও যাওয়া হয়নি। ছোট ভাই টাকেও কখনো ঘুরতে নিয়ে যায়নি। তাই ভাবলাম সেদিন একটু ঘুরে আসি। এতে করে নিভৃত কিছুটা আনন্দিত হবে তার পাশাপাশি আমাদের সময়টাও ভালো কাটবে। তাই তো বিকেলের দিকে আমরা রেডি হয়ে চলে গেলে মনপুরাতে। আমি, আমার হাজব্যান্ড, আমার বোন আর নিভৃত একসাথে গিয়েছিলাম। আমার ভাই আমাদের বাড়ি থেকে সেখানে একাই এসেছিল। সেখানে যাওয়ার পর আমরা বাইরে কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম। আসলে সেই জায়গাটা প্রতিনিয়তই আপডেট হচ্ছে। প্রথমদিকে সামনের সেই জমিটি ছিল একদম নিচু জমি। কিন্তু পরবর্তীতে জমিটিকে ভরাট করার পর অনেক সুন্দর করে শিশু পার্কের মতো এরিয়া করা হয়েছে।

IMG-20230404-WA0012.jpg

IMG-20230404-WA0031.jpg

IMG-20230404-WA0032.jpg

বাচ্চাদের জন্য বিশেষ আয়োজন রয়েছে। এখানে মিউজিক নৌকা, জাম্পিং, স্লিপার, বিভিন্ন টয় ট্রেন চালু করা আছে। যেটা বাচ্চারা চাইলেই চড়তে পারবে। আমরা যখন গিয়েছিলাম তখন দুটো বাচ্চা সেখানে স্লিপারে উঠে বেশ মজা করছিল। আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তাই আমি কিছু ছবি তুলে নিয়েছি। নিভৃত সেদিকে তাকিয়ে খুব খুশি হয়েছে এবং নিজে নিজেই চিৎকার দিচ্ছিল। তার কাছে বাইরের পরিবেশ খুবই ভালো লাগে। আর যেহেতু নতুন পরিবেশ, বাচ্চাদের হইচই দেখছে সেই হিসেবে সে আরো বেশি আনন্দিত হয়েছে।

IMG-20230404-WA0065.jpg

IMG-20230404-WA0060.jpg

IMG-20230404-WA0042.jpg

IMG-20230404-WA0046.jpg

আমরা সেই জায়গাটায় অনেক ঘুরাঘুরি করলাম। তারপর দেখলাম একটা চলন্ত খেলনা যেটা বাচ্চারা কয়েকজন উঠলেই রাউন্ড দেয়া হয়।তবে আমার ছেলে যেহেতু একদমই ছোট সেহেতু তাকে তো আর একা একা চড়াতে পারবে না। তাই আমি ওকে নিয়ে বসিয়ে নিজেরাই রাউন্ড দিলাম।সে ব্যাপক খুশি হয়েছিল।তারপর আমরা একটা নির্দিষ্ট কোন জায়গায় গিয়ে বসে পড়লাম। আমরা আসার পরপরই খাবার অর্ডার দিয়েছিলাম তারপর ঘুরাঘুরি করলাম। তখন সেখানে খাবার চলে এসেছে এবং আমরা গিয়ে খাওয়া শুরু করলাম। সেখানে পরোটা, কাবাব, কোক এসব কিছুই অর্ডার করা হয়েছিল। নিভৃতকে নিয়ে বসে খেতে ঝামেলা হয়ে যায়। সেজন্য একজন খাওয়ার পর অন্যজনের কাছে রাখা হলে তারপর আমি খেয়েছি। এরকম করেই আমরা সেই মুহূর্ত টা কাটিয়েছি। যাইহোক খাওয়া-দাওয়া শেষ করার পর আমরা সেখান থেকে বিদায় নিলাম। আসার পথে বাইরে অংশে কিছু ছবি তুলে নিলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

যাক বাচ্চার সুযোগে নিজেও একটু রাইডে ঘুরে নিলেন এই আরকি। আপু পরিবার নিয়ে কোথাও ঘুরত যাওয়ার মজা আর আনন্দ কখনও বলে বুঝানো যায় না। আপনি মনপুরা হোটেলে খেতে যেয়ে সেই সাথে আশে পাশে ঘুরাপরি করে বেশ সুন্দর কিছু মূহূর্ত পরিবারের সাথে ভাগাভগি করে নিয়েছেন। ধন্যবাদ আপু আপনার সুন্দর মূহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক আপু পরিবার নিয়ে কোথাও ঘুরত যাওয়ার মজা আর আনন্দ কখনও বলে বুঝানো যায় না।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ধন্যবাদ সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য।।

 2 years ago 

আপু আপনার ছোট্ট পরিসরে ভ্রমণ কাহিনি পড়ে খুব ভালো লাগলো। আমিও শীত প্রায় শেষের দিকে আমাদের গ্রামে গিয়ে এমন একটা রেস্টুরেন্টে ঘুরতে গিয়েছিলাম। অবশ্য সেখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা ছিল না কিন্তু প্রাকৃতিক কিছু দৃশ্য দেখে আমার ছেলে অনেক খুশি হয়েছিল। আপু আপনার মতো আমার অবস্থা রেস্টুরেন্টে গেলে বাবুকে নিয়ে আমিও খেতে পারিনা। আপনার ছেলেকে নিয়ে খেলনায় উঠেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো দেখছি মিলে গেলো আপু👇

আপনার মতো আমার অবস্থা রেস্টুরেন্টে গেলে বাবুকে নিয়ে আমিও খেতে পারিনা

 2 years ago 

আপু আপনার ভ্রমনের পোস্ট পড়ে বেশ ভাল লাগলো। তবে ফটোগ্রাফিগুলো দেখতে পেলে আরো ভাল লাগতো।আসলে বাচ্চা ছোট হলে তাকে একা রাইডে উঠানো যায়না।এই সুযোগে আপনিও উঠতে পারলেন।খুব ভাল লাগলো জেনে।বাচ্চা ছোট তাই একসাথে বসে খাওয়াও যায় না।তারপরেও সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন আশাকরি। ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু আসলে বাচ্চা ছোট হলে তাকে একা রাইডে উঠানো যায়না।

 2 years ago 

সত্যি বলতে কিছু কিছু ছবি স্মৃতির পাতায় রয়ে যায়৷ আর মনে পড়ে যায় সেই সময়ের কাটানো প্রতিটি মুহূর্ত৷ পার্ক টির নামে কাজে অনেক মিল আছে ৷ এ তো সত্যি মনপুরা জায়গা ৷ নেভলু ভাই আপনি সাথে ছোট্ট কিউট বাবু টা দারুন সময় অতিবাহিত করেছেন৷ যা ছবি গুলো দেখে যাচ্ছে ৷
ভালো লাগলো পুরনো একটা কাহিনী শুনে ৷

 2 years ago 

ঠিক ভাইয়া কিছু কিছু ছবি স্মৃতির পাতায় রয়ে যায়৷ আর মনে পড়ে যায় সেই সময়ের কাটানো প্রতিটি মুহূর্ত।

 2 years ago 

মনপুরাতে ঘুরতে যাওয়ার অনুভূতি জানতে পেরে খুবি ভালো লেগেছে। অসলে সবাই মিলে এভাবে ভ্রমণ করতে খুবি ভালো লাগে।বাবু অনেক বড় হয়ে গেছে দেখছি,দোয়া রইলো আপনাদের জন্য।

 2 years ago 

জি ভাইয়া অসলে সবাই মিলে এভাবে ভ্রমণ করতে খুবই ভালো লাগে।

 2 years ago 

আসলে ঘোরাঘুরি করার মাঝে অন্যরকম এক ভালো লাগা আছে সবার ৷ আমারও ঘোরাঘুরি করতে প্রচুর ভালো লাগে ৷ আপনারা সবাই মনপুরা কাবাব হাউজে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ সেখানের পরিবেশটা আসলেই অনেক সুন্দর এবং আর্কষনীয় ৷ যাই হোক , অনেক ভালো লাগলো আপু আপনাদের কাটানো সুন্দর মুহূর্তে অনুভুতি জেনে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

জি ভাইয়া আসলে ঘোরাঘুরি করার মাঝে অন্যরকম এক ভালো লাগা আছে সবার ৷

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মনপুরাতে ঘুরতে যাওয়ার অনুভূতি। আপনার পোস্টটি পড়ে বেশ কিছু ইনফরমেশন জানতে পারলাম। আপনাদের এরিয়াতে খুব সুন্দর একটি কাবাব হাউজ রয়েছে যেটার নাম হচ্ছে মনপুরা। আপনারা সেখানে খাবার অর্ডার দিয়ে ঘোরাঘুরি করেছেন তারপরে যখন খাবার চলে এসেছিল। জেনে খুবই ভাল লাগলে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

জি আমরা সেখানে খাবার অর্ডার দিয়ে ঘোরাঘুরি করেছি।

 2 years ago 

মনপুরায় ঘুরতে গিয়ে বেশ আনন্দ করেছেন আপু।সবাই মিলে এভাবে ঘুরতে গেলে অনেক ভালো লাগে।শীতের প্রায় শেষ দিকের ভ্রমণ কাহিনী এতো দিন পর শেয়ার করলেন আপু।মনপুরা তে বাচ্চাদের জন্য ও বিশেষ খেলাধুলার ব্যবস্থা ছিল।সবাই মিলে খাওয়া দাওয়া করে,ছবি তুলে,ঘুরাঘুরি করে বাসায় ফিরলেন শেষে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু আমারও সবাই মিলে এভাবে ঘুরতে গেলে অনেক ভালো লাগে।

 2 years ago 

মনপুরাতে সবাই একসাথে ঘুরতে গিয়েছেন দেখে খুব ভালো লাগলো আপু। সবাই একসাথে কোথাও ঘুরতে গেলে বেশ আনন্দ লাগে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে আপনার ভাই বোনকে দেখতে পেলাম আপু। নিভৃত বেশ খুশি হয়েছে। এই ধরনের জায়গায় ঘুরতে গেলে বাচ্চারা খুব আনন্দ পায়। যাইহোক সবাই একসাথে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন এবং মজার মজার খাবার খেয়েছেন। সবমিলিয়ে পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক ভাইয়া এই ধরনের জায়গায় ঘুরতে গেলে বাচ্চারা খুব আনন্দ পায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69