ট্রাভেল পোস্ট- "ডেন্টাল পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে কিছুটা সময় " II written by @maksudakawsarII

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন এটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো ভ্রমণ। আসলে ভ্রমণ গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে ভ্রমণের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভ্রমণের পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার ভ্রমণের পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

Blue Dark Professional Geometric Business Project Presentation .png

মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে কিন্তু মন্দ হয় না । কারন কোথাও ঘুরতে গেলে মনের সাথে সাথে দেহেও ফিরে আমে প্রাণ চঞ্চলতা আর সতেজতা। তাই তো মাঝে মাঝে ঘুরতে যেতে চেষ্টা করি। আর এই কারনেই মাঝে মাঝে চেষ্টা করি একটু ঘুরে বেড়াতে। কিন্তু কাজের ব্যস্ততায় আজকাল আর কোথাও যাওয়া হয় না। কিন্তু আবার চলে এলো পরীক্ষা। আর এবার হলো ডেন্টাল পরীকক্ষা। তাই এবারও আমরা গিয়েছিলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে। আজ আমি সেই অভিজ্ঞাতাই আপনাদের মাঝেশেয়ার করবো।

ডেন্টাল পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে কিছুটা সময়

image.png

image.png

মেডিকেল এডমিশন টেস্ট এর পর পরই আরও একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর সেটা হলো ডেন্টাল এডমিশন টেস্ট। আর এবার আগামী ২৮ শে ফেব্রুয়ারী হবে সেই পরীক্ষা। আর এই পরীক্ষা কে ঘিরে বেশ ব্যস্ততায় পার করতে হচেছ সময়। হাজারও কাজের মধ্যে একটি কাজ হলো পরীক্ষা কেন্দ্র পরিদর্শন। প্রতিবারই স্যার ম্যাডামদের সাথে আমাদের কে যেতে হয়। কারন পুরো ভবন ঘুরে দেখতে হয় কোথায় কি আছে। তাই তো আমরা সকাল সকাল চলে গেলাম সেই কেন্দ্র পরিদর্শনে।

image.png

image.png

মোট দুটো ভবনে ৪১ টি হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে। যেখান মোট ৪১ জন হল সুপার এবং ৫২ জন ইনভেজিলেটর দায়িত্ব পালন করবেন। আর সেই ব্যবস্থা করার জন্যই আমাদের এত তোর জোড়। এত এত কষ্ট আর সহ্য হয় না। আমরা যখন সেখানে যেয়ে পৌঁছলাম তখনও কেউ যেয়ে পৌঁছায়নি। তাই আমরা কজন সেই রাস্তায় দাঁড়িয়ে চারদিকের দৃশ্য দেখতে লাগলাম। কিছু সময় অপেক্ষা করার পর দেখলাম সবাই চলে এসেছে। আর আমরা সবাই এক সাথে ভিতরে প্রবেশ করলাম।

image.png

image.png

যেহেতু এটি বালিকা মহাবিদ্যালয় তাই ঢুকতেই চোখে পড়লো মেয়েদের মাঠ আর খেলাধুলার দৃশ্য। তবে আমরা কিন্তু চলে গিয়েছিলাম পুরো ভবন পরিদর্শন করতে। এক তলা দোতালা করতে করতে প্রায় ছয় তলা অবদি আমরা পরিদর্শন করলাম। তবে আমাদের সাথে ছিল সেই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। বেশ ভালোই লাগছিল। একে একে সব রুম দেখে যখন আমাদের কাজ শেষ হলো তখন স্যার আর ম্যাডামরা চলে আসলো অধ্যক্ষ্যের কক্ষে। আর আমি সেই ফাকেঁ একটু প্রকৃতির ভালোবাসা পেতে চলে গেলাম সেই মাঠে।

image.png

বেশ উপভোগ করছিলাম চারদিকের পরিবেশ। সেই সাথে মেয়েদের খেলাধুলা আর পিটি। আর আমার ভালো লাগার জন্য করছিলাম চারদিকের কিছু ফটোগ্রাফিও। কেন যেন সেই জায়গা থেকে ফিরে আসতে মনে চায়নি। কিন্তু কি করার মিনিট ২০ পড়ে আমার ডাক পড়লো চলে আসার জন্য। আমি তো আর চাই লেও থেকে যেতে পারবো না। তাই তাদের সাথে চলে আসলাম।

জানিনা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের পোস্টটি। আগামীতে আবারও আসবো নতুন কোন ভ্রমন পোস্ট নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন।আল্লাহ হাফেজ।

লোকেশন

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনঢাকা, বাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 5 days ago 
 5 days ago 

1000015544.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96428.85
ETH 2753.27
SBD 0.65