মুসাপুরে ঘুরাঘুরি করার পুরনো স্মৃতি।

in আমার বাংলা ব্লগ5 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240424_173658.jpg

বেশ অনেকদিন আগের কথা বলতে গেলে, কয়েক মাস হয়ে গেল আমরা যখন মুসাপুর গিয়েছিলাম। কিন্তু বর্তমানে মুসাপুরের অবস্থা এতটাই ভঙ্গুর হয়ে গিয়েছে যে সেখানে যাওয়াটাই এখন অনিরাপদ। মুসাপুর এখন স্মৃতিতে পরিণত হয়েছে কারণ বন্যার পর থেকে এই জায়গা ধীরে ধীরে ভেঙে নদীতে মিলিয়ে যাচ্ছে। বাঁধ ভাঙ্গার পর থেকে জোয়ার ভাটা সব সময় লেগেই থাকে।আর এজন্য মূলত চারপাশ অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

20240424_173645.jpg

20240424_173640.jpg

যাইহোক বিভিন্ন পোস্ট শেয়ার করতে করতে আপনাদের মাঝে ভ্রমণ পোস্টগুলোও শেয়ার করা হয়। তবে মুসাপুর যাওয়ার পর আমরা মেইন পয়েন্টে যেখানে গিয়েছিলাম সেখানে কিছু মুহূর্ত ছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে সেগুলো শেয়ার করে ফেলি। প্রথমে আমরা একটা নিরিবিলি জায়গায় গিয়েছিলাম সেখান থেকে। মূলত যেখানে ভিড় বেশি হয় সেখানেই গেলাম। সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল ফুচকা এবং চা খাওয়া।

20240424_173619.jpg

20240424_173633.jpg

সেখানে বিভিন্ন ধরনের খাবার ফেরিওয়ালারা বিক্রি করে। আবার কেউ কেউ ছোটখাটো করে দোকান দিয়েছে ফুচকা চা এবং অন্যান্য জিনিসপত্রের। তবে ভালো মানের কোন রেস্টুরেন্ট সেখানে এখনো দেয়া হয়নি। হয়তোবা আর কখনো সেখানে কোন রেস্টুরেন্ট দেওয়া সম্ভব নয়। কারণ সেটা একদমই ভঙ্গুর একটা অবস্থা হয়ে গিয়েছে।যাইহোক সেখানে কিছুক্ষণ ঘুরাঘুরি করে ফুচকা খাওয়ার জন্য একটা দোকানে গেলাম।

20240424_173933.jpg

20240424_173943.jpg

ফুচকা গুলো বেশ মজার ছিল। একদম মচমচে ছিল আর ফ্রেশ ফুচকা খেয়েছি। খুব বেশি ভালো লেগেছে সেগুলি খেতে। ফুচকা তৈরি করার আগ মুহূর্ত পর্যন্ত নিভৃত টেবিলের উপরে বসেই বেশ আনন্দ সহকারে দৃশ্যগুলো উপভোগ করছে। এদিক সেদিক সে তাকাচ্ছে। যেহেতু সেখানে অনেক বেশি বাতাস ছিল আর জায়গাটা অনেক সুন্দর আর গোছানো ছিল। সেজন্যই মূলত খুব বেশি ভালো লেগেছিল। যাইহোক আমাদের ফুচকা গুলো দিয়ে গেল। ফুচকা গুলো দেয়ার সাথে সাথে আমরা খাওয়া শুরু করে দিলাম।

20240424_174820.jpg

ফুচকা খাওয়ার সময়ই চা অর্ডার দিয়েছি। সেখানে মালাই চা ছিল। সর দিয়ে দুধের এই চা টা অসম্ভব মজার ছিল। আমার তো খুব বেশি পছন্দ হয়েছে। যেহেতু দুধ চা খেতে বেশ পছন্দ করি সেই হিসেবে এই চা টা আমার অনেক ফেভারিট হয়ে গিয়েছে। যদিও ওখানে আর যাওয়া হয়নি ভবিষ্যতে যেতে পারবো কিনা সেটাও জানা নেই। তবে সেই চা টা অনেক মিস করি এখনো। ছবি দেখলে সে চায়ের কথা মনে পড়ে যায়।
20240424_173652.jpg

আসার পথে বেশ কিছু ফটোগ্রাফি করেছি। আকাশের সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন পুরো পশ্চিম আকাশ একদম লাল হয়ে গিয়েছে। আর জায়গাটা দেখতে আরো বেশী সুন্দর লাগছিল। যাইহোক মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুব বেশি ভালো লেগেছে। যদিও অনেকদিন পর আপনাদের মাঝে শেয়ার করলাম সেজন্য অনেক বেশি দুঃখিত। কারণ অনেক জায়গায় ভ্রমণ করছি হিসেবে বিভিন্ন জায়গার ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়েছিল।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

মুসাপুর বাঁধ ভাঙ্গার বিষয়টা নিউজে দেখেছিলাম। আপনাদের সবার পোস্টে কম বেশি এই জায়গাটার বিভিন্ন ফটোগ্রাফি দেখা হয়েছে। বেশ সুন্দর একটা জায়গা। আজকে সেখানকার একটা স্মৃতি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

জায়গাটা অনেক সুন্দর ছিল,আর কখনো যাওয়া হবে কিনা জানা নেই।

 5 months ago 

আপু, মুসাপুর ঘুরাঘুরি নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টের ছবি গুলো দেখে মনে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর। তবে বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে জেনে খারাপ লাগলো। নিভৃতের ছবিসহ প্রতিটি ছবি বেশ সুন্দর হয়েছে। মুসাপুরে ঘুরাঘুরি নিয়ে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 months ago 

জায়গাটা অসাধারণ ছিল আপু,কিন্তু এখন আর নেই।

 5 months ago 

দেশের খুব সুন্দর একটি স্থান ঘোরাঘুরি করেছেন এবং সেই স্থানটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এর আগে শুনেছিলাম এই জায়গায় নাকি শুটিং করা হয়ে থাকে বিভিন্ন সিনেমার। তবে যাই হোক আপনাদের উপস্থিতি দারুন একটি ভ্রমণ পোস্ট দেখে ভালো লাগলো আমার।

 4 months ago 

না তো,এখানে কখনো সিনেমার শুটিং হয়নি। যাইহোক ধন্যবাদ আপনাকে আপু।

 5 months ago 

মুসাপুরের জায়গাটা খুবই সুন্দর। সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য চমৎকারভাবে উপভোগ করা যায়। মুসাপুরে ঘুরাঘুরি অনুভূতি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। বেশ চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার পোস্টটি খুব ভালো লাগলো। ঘোরাঘুরি করতে আমরা কে না পছন্দ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট ভিজিট করার জন্য।

 5 months ago 

ঘোরাঘুরি করতে আমি অনেক বেশি পছন্দ করি তবে আপনার ঘুরাঘুরি করার মুহূর্তের ফুচকা খাওয়ার মুহূর্তটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাই হোক ধন্যবাদ আপনাকে আপু আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 4 months ago 

ফুসকা গুলো খুব মজা ছিল ভাইয়া।ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 83064.44
ETH 1882.37
USDT 1.00
SBD 0.79