ভ্রমণ-:পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরাঘুরি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
গত বছর যখন ডিসি পার্ক শুরু হয়েছিল তখন আমরা ডিসি পার্কে ঘুরতে গিয়েছিলাম। তবে তার আগেই চলে গিয়েছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। আসলে ছোটবেলায় আমি যখন চট্টগ্রাম প্রায় সময় বেড়াতে যেতাম তখন পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে ঘুরে আসতাম মামাদের সাথে। তারপর আর যাওয়া হয়নি। গত বছর ফেব্রুয়ারিতে কক্সবাজার থেকে আসার কিছুদিন পরেই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। যদিও সেই মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তার পরবর্তীতে বছরের শেষের দিকে কক্সবাজার গিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আর এজন্য ভাবলাম সেই মুহূর্তগুলো আবারও স্মৃতিচারণ করে আপনাদের মাঝে শেয়ার করা যাক।
আমরা যেহেতু আমাদের বাড়িতে ছিলাম তাই প্রথমেই সকাল-সকাল গাড়ি চলে গিয়েছিল আমাদের ওখানে। সেখান থেকে আমি, আমার হাজব্যান্ড, নিভৃত এবং আমার আম্মু গাড়িতে উঠেছিলাম। এরপর চলে এলো আমার শ্বশুর বাড়িতে। সেখান থেকে আমার শাশুড়ি উঠেছিল। তারপর আমাদের আরো কিছু লোকজন ছিল সবাই উঠে গিয়েছিল। তারপর থেকে আমাদের জার্নি শুরু। আর যেতে যেতে অনেকটা সময় লেগে গিয়েছিল। আমরা প্রথমেই গিয়েছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে।
সেখানে গিয়ে নামতেই দেখি রৌদ্র উজ্জ্বল দিন। বেশ ভালো এনজয় করছিলাম সবাই মিলে। যেহেতু পানি তীরে ছিল তাই নিচে নামার সুযোগ হয়েছিল। এর আগে একবার গিয়েছিলাম বিকেল বেলা কিন্তু তখন দেখেছিলাম পানি অনেক উপরে উঠে গিয়েছিল জোয়ারের কারণে। আর আমরা সেদিন যখন গিয়েছিলাম তখন ভাটার সময় ছিল। আর এজন্যই পানি অনেক নিচে ছিল। ধীরে ধীরে সেখানে নামতে থাকলাম। সবাই এদিক সেদিক এলোমেলোভাবে ছড়িয়ে গিয়েছিল। সবাই সবার মত করে ঘুরাঘুরি করছিল।
আসলে সেদিন যখন গিয়েছিলাম তখন যেহেতু সকাল বেলা তাই লোকজন বেশি ছিল না। আর বিকেল বেলায় এটা খুব জমজমাট হয়। কিন্তু সকালবেলা তেমন একটা জমজমাট থাকে না। তাই আমরা এদিক-সেদিক ঘুরাঘুরি করে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। এদিকে আমাদের নিভৃত বেশ খুশি। আর যেহেতু সে আগে কক্সবাজারে সমুদ্র সৈকতে নেমেছিল আর এখানেও সে বারবার পানির দিকে নেমে যেতে চাচ্ছিল। জোর করেই তাকে আটকানো হয়েছিল। সে ভেবেছে এখানেও সবাই পানিতে নামবে গোসল করবে, হাহাহা।
![]() | ![]() |
---|
সবাই যে যার মত ঘুরাঘুরি করছে আর ফটোগ্রাফি করছে। আমরা অনেকক্ষণ নিচে ঘোরাঘুরি করলাম। তারপর উপরের জায়গাগুলোতে ঘুরাঘুরি করতে থাকলাম। আমার আম্মু এবং আমার শাশুড়ি দুজনে মিলে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে জিনিসপত্রগুলো দেখছিল। যদিও কেনার মত কিছুই ছিল না তবুও ঘুরে ঘুরে দেখতে যেন ভালো লাগছিল। এদিকে আমরা প্রয়োজন মত ফটোগ্রাফিগুলো করে নিয়েছিলাম। আবহাওয়াটা বেশ সুন্দর ছিল হালকা। ঠান্ডা এবং রোদ দুটো মিলিয়ে বেশ ভালো লেগেছিল সেই মুহূর্তগুলো।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য আপনার পোস্টে দেখে সত্যিই মুগ্ধ হলাম ।সেখানে ঘোরাঘুরি করার সাথে সাথে আপনি যেভাবে পরিবেশের রূপ তুলে ধরেছেন, তা দারুণ। সেখানে যাওয়ার সৌন্দর্য এবং অনুভূতি আপনার পোস্টে অসাধারণভাবে ফুটে উঠেছে। এই ধরনের জায়গায় পরিবার নিয়ে সময় কাটানোর পরিপূর্ণ আনন্দটা যেমন। এমন সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
সেখানে গিয়ে বেশ ভালো এনজয় করেছিলাম ভাইয়া। পরিবারের সবাই মিলে যেহেতু গিয়েছি তাই আনন্দটা একটু বেশি হয়েছিল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘোরাঘুরির পাশাপাশি সেখানকার সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো আপনার এই চমৎকার পোস্ট। অনেক কিছু দেখার সুযোগ পেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতের। মাঝেমধ্যে পরিবার নিয়ে এভাবে বাইরে কোথাও ঘুরতে গেলে অনেক ভালোলাগা খুঁজে পাওয়া যায়।
ঠিক বলেছেন ভাইয়া। আমি চেষ্টা করি মাঝে মাঝে পরিবারের সবাইকে নিয়ে বাইরে ঘুরাঘুরি করার জন্য। ধন্যবাদ আপনাকে।
পতেঙ্গা সমুদ্র সৈকতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপনারা সকলে দেখে খুব ভালো লাগলো। সমুদ্র সৈকতের প্রাকৃতির সৌন্দর্য সত্যি খুব দারুণ। সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে। সমুদ্রের পাড়ে কাটানো দারুন কিছু অনুভূতি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া,পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরাঘুরি করার মুহূর্তগুলো বেশ আনন্দের ছিল।
।