দুজনে মিলে মনপুরাতে কাটানো কিছু সময়।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি একদিনের সুখের কিছু মুহূর্ত। অনেক আগে একদিন মনপুরাতে ঘুরতে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে। যদিও এই রকম অনেক বারই গিয়েছি। তবে আমার মনে হয় প্রতিবার যাওয়াতে এক একবার এক রকম সুখ অনুভূত হয়।তাই আজকে একটি দিনের কিছু অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরবো।
একদিন আমার হাজব্যান্ড কে বললাম কোথাও থেকে ঘুরে আসবো। তখন সে বলল সে ব্যস্ত যেতে পারবে না।পরে আমি যখন রাগ করি, তখন আমাকে বলে ঠিক আছে চলো। তখন আমাকে নিয়ে চলে যায় বাজারে। সেখানে যাওয়ার পরে একটা রেস্টুরেন্ট ছিল গ্র্যান্ড সুইটস নামে, সেখানে যায় এবং সেখানে যাওয়ার পরে বলে কি খাবা। তখন আমি বায়না ধরি এখানে না আমি মনপুরাতে যাব।
Location
তখন সে বলে আচ্ছা ঠিক আছে মনপুরাতেও নিব, এখানে কি খাবা সেটা বলো।তখন আমি তাকে বলি আমি বার্গার খাব। তখন সে একটা চিকেন বার্গার অর্ডার দিল এবং সে নিজের জন্য একটি কফি অর্ডার দিল। কিছুক্ষণ কথা বলতে বলতে চিকেন বার্গার নিয়ে আসলো।তারপর আমি সেটা খেলাম।খাওয়ার পরে বলে চলো এবার মনপুরাতে যাব। তখন আমি বললাম না আমি এখন আর যাব না। পরে এসে বলল না যেতে হবে এ কথা বলে আমাকে নিয়ে গেল আবার মনপুরাতে।
Location
মনপুরাতে যাওয়ার পরে সেখানে এদিক-ওদিক কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর আমরা একটা জায়গাতে বসি। তখন আমার হাজবেন্ড আমাকে বলে কি খাবা।তখন আমি বললাম না কিছু খাবো না। পরবর্তীতে সে বলে ঠিক আছে চিকেন তান্দুরি খাও। তখন আমি বললাম না সেটা খাব না। পরে বলে মাছ খাবা, আমি বলি মাছ হলে খাওয়া যেতে পারে।আমার হাজব্যান্ড বলে এখানে মাছের ভালো কাবাব হয়।
Location
তখন তিনি ৬০০টাকা দামের একটি মাছের কাবাব অর্ডার দিল। পরে আমরা দুজন এই মাছ খাওয়া সম্ভব হবেনা বিধায় আরো একজনকে ফোন করে ডাকা হয়েছিল। পরে তিন জনে মিলে সেই মাছটি খেলাম এবং অনেকক্ষণ ঘুরাঘুরি করলাম। অবশেষে আবার বাড়িতে ফিরে এলাম।
Location
এখানে বিষয় হচ্ছে যেখানে আমার হাজব্যান্ড আমাকে নেবে না। সে জায়গাতে ব্যস্ততার মধ্যেও নিয়ে গেল। তারপর সেখান থেকে আবার মনপুরাতে নিয়ে গেল। এটা আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে। নিজের চাহিদার বাইরে সে আমাকে ট্রিট করেছে ঐদিন।যাই হোক ছোটখাটো পরিবেশে আপনাদের মাঝে ছোট্ট একটি অনুভূতি শেয়ার করলাম। কেমন লেগেছে সেটা মন্তব্যের মধ্যে জানাবেন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
ভাইয়া আর আপনি মিলে দেখছি মনপুরাতে গিয়ে খুবই ভালো সময় কাটিয়েছেন। নিবৃত্তকে নিয়ে যাননি। বেশ ভালো ভালো খাওয়া দাওয়াও করেছেন দেখছি। আপনি রাগ করেছেন দেখে না হলে তো ভাইয়া নিয়েই যেত না। এমনিতে আপনার ঘুরাঘুরির পোস্ট কিন্তু পড়ে খুবই ভালো লেগেছে। নিজেদের এবং খাবারের বেশ ভালো ভালো ফটোগ্রাফিও করেছেন। উনিভরিতকে না দেখে মনটা খারাপ হয়ে গেল এই আর কি। যাইহোক এমনিতে কিন্তু খুবই ভালো লিখেছেন।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।নিভৃত তখন ঘুমাচ্ছিল তাই নিয়ে যাই নি🤭
আপু বাবু কই,কি সুন্দর বাবুকে রেখে দুইজনে মনপুরার যেয়ে মাছের কাবাব খায়😜😜।মাঝে মাঝে বাসার বাহিরে যেয়ে খেতে ভালোই লাগে।ভালো লাগলো।ধন্যবাদ
আরে আপু ওকে নিয়ে গেছি তো। আপনারা হয়তো দেখেন তো লুকোচুরি খেলতেছিল ধন্যবাদ আপু।
বাহ!দুইজনে মিলে বেশ সুন্দর সময় কাটিয়েছেন মনপুরাতে।আপনারা তো অনেক সুন্দর করে ঘোরাঘুরি করলেন এবং শেষে মাছের কাবাব খেলেন।মাছের কাবাব দেখে তো আমার জিভে জল এসে গেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মুহূর্তটি শেয়ার করার জন্য।
জি আপু, সেদিন ২জায়গায় গিয়েই বেশ আনন্দ করেছি।ঘুরাঘুরি করেছি।জায়গাটা বেশ সুন্দর।
আরে বাহ!!!!
দুজনে মিলে মনপুরাতে বেশ জমিয়ে ঘোরাঘুরি ৷ তবে মনপুরাতে যাওয়ার আগে যে রেস্টুরেন্টে আপনি চিকেন বার্গার খেয়েছেন ৷ আর ভাই যে খেযেছিল সেটা কফি হবে ৷
যা হোক দুজনে মিলে বেশ ভালোই সময় অতিবাহিত করেছেন ৷ আর ভাই তো আপনার কথা বেশ রাখে ৷ আর তাই তো আপনি বলাতে নিয়ে গেল মনপুরাতে ৷
ধন্যবাদ ভাইয়া সুগঠিত মন্তব্য করার জন্য।অনেক জায়গায় ঘুরেছি মনের মত করে।
পরিবেশটা দারুণ ভাইয়া,অনেক বড় পরিসরে জায়গা।সবাই মিলে গেলে বেশ আনন্দ করা যাবে।আর সেখানে খাওয়ার গুলোও অসাধারণ খেতে।
সত্যি আপু দুজনে মিলে অনেক ভালো সময় কাটিয়েছেন । চিকেন বার্গার ও কফি খেয়েছেন দুজনমিলে।তারপর আবার মনপুরাতে গিয়ে মাছের কাবাব খেয়েছেন, নিজেরা না পেরে আরেক জনকে নিয়েছেন।তবে আপু ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া ভালোই হলো, বাবু গেল কই?ধন্যবাদ আপু সুন্দর মূহুর্ত শেয়ার করার জন্য।
বাবুকেও নিয়ে গেছি আপু,আপনি হয়তো দেখেন নি🤭।যাইহোক অনেক আগে গিয়েছিলাম তো।আর দুজনে মিলে বেশ আনন্দ করেছি।
আপনারা দুজনে মনপুরাতে দারুণ কিছু সময় অতিবাহিত করেছেন দেখছি আপু। আগে কোনদিন মাছের খাবার সৌভাগ্য হয়নি।৬০০ দাম ও তো খুব একটা বেশি না ,আমাদের এদিকে যদি তৈরি হতো তাহলে খেতে শুরু করে দিতাম।
মাছের কাবাব অনেক জায়গায় খেয়েছি।আর মনপুরাতে যাওয়ার পর স্পেশাল ভাবে তৈরি করতে বলেছে,কারণ আপনার ভাইয়া পরিচিত ঐটা।
দুইজনে মিলে তো দেখছি মনপুরাতে ভালোই খাওয়া দাওয়া করেছেন ঘুরতে গিয়ে। নিভৃত কে নিয়ে যাননি কেন ও কান্না করেনি। ওকে দেখতে পেলাম না। যাই হোক আপনার ঘোরাঘুরির গল্পটি পড়ে খুবই ভালো লেগেছে খুবই ভালো মুহূর্ত কাটিয়েছেন। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছে খাবারের এবং নিজেদের। সাধারণ একটি পোস্ট আমাদের সকলের মাঝে এত সুন্দর ভাবে সাজিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।
আমি বললাম তো অনেক আগে গিয়েছি,সবাই দেখি নিভৃতকে খুঁজে🤔।যাইহোক, অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপু আপনারা দুইজন মনপুরাতে খুব সুন্দর মূহুর্ত কাটিয়েছেন। মাছের কাবাব খেতে আমারও খুবই ভালো লাগে। ৬০০ টাকার মাছটি তো বেশ ভালোই বড় মনে হচ্ছে। মাছের ফটোগ্রাফিটি খুব লোভনীয় লাগছে দেখতে। যাইহোক সবমিলিয়ে আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
স্পেশালি তৈরি করে নিয়েছে ভাইয়া,ভালো তো হবেই।আর খেতেও অনেক মজা হয়েছিল।
আপু ভাইয়াকে নিয়ে মনপুরাতে সুন্দর সময় কাটিয়েছেন মনে হয়। আপু আপনাদের বাবুকে দেখতেছি না । মনপুরাতে গেলে আমারও অনেক ভালো লাগে। তবে খাবার এবং আপনাদের ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে অনেক মজা করে খাবারগুলো খেয়েছেন। এবং অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করলেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গিয়েছিলাম অনেক আগে, বাবুকে আর কিভাবেই দেখবেন ভাইয়া।মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।