যন্ত্রণা। shy-fox 10%
হ্যালো
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমি মোটামুটি ভালোই আছি বর্তমানে।বিভিন্ন কারণে মানুষের শরীরে ব্যথা হতে পারে। এ সব ব্যথা-বেদনার মধ্যে দাঁতের ব্যথা মারাত্মক। দাঁতের ব্যথা মানুষের মস্তিষ্কে আঘাত করে। যা সহ্য করা অনেক কঠিন।আজ কয়েকদিন ধরেই এই অসহ্য যন্ত্রণায় ভুগছিলাম,ভেবেছিলাম হয়তো কমে যাবে কিন্তু তা কমার বদলে যতো সময় পার হচ্ছে ততই বেড়ে যাচ্ছিলো তাই ডাক্তারের কাছে না গিয়ে আর কোনো ভাবেই রক্ষা পাওয়া গেলো না।
বেশিরভাগ সময়ই কোনো না কোনো শারীরিক অসুস্থা লেগেই থাকে আমার তাই ছোটোখাটো কোনো কিছুতে ডাক্তারের কাছে যাওয়াটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়।ক'দিন ধরেই দাঁতে যন্ত্রণা করছিলো,অপেক্ষা করে দেখলাম যন্ত্রণার পরিমাণ আরও অনেক গুণ বেড়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে ডাক্তারের শরণাপন্ন হলাম।আমার আগে থেকেই দাঁতের সমস্যা ছিলো তাই দীর্ঘদিন চিকিৎসা করার পর ক্যাপ করে নিয়েছিলাম তাই আগে থেকেই ডাক্তার আমার পরিচিত ছিলো। ডাক্তার সাহেব ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজের প্রফেসর বাড়ি আমাদের এলাকায় তাই সপ্তাহে দু'দিন নিজ এলাকায় বসেন এবং সবাইকে খুবই যত্নসহকারে চিকিৎসা দেন।
আগেরদিন সিরিয়াল দিলাম,তারপর সকাল সকাল মেয়েদের নিয়ে ডাক্তারের চেম্বারে চলে গেলাম গিয়ে দেখি অনেক রোগী আগে থেকেই বসে আছেন তারা সবাই বেশ কয়েকদিন আগে থেকেই সিরিয়াল নিয়ে রেখেছেন,এখানকার মধ্যে সবচেয়ে ভালো দাঁতের ডাক্তার বলে কথা তাই রোগীর চাপ সবসময়ই থাকে আর সপ্তাহে মাত্র দু'দিন রোগী দেখেন সেজন্য আরও বেশি লোকজন হয়ে থাকে। আমি অপেক্ষা করতে লাগলাম কখন আমার ডাক আসবে।
দেখতে দেখতে অপেক্ষার পালা শেষ হলো আমি বেশ কয়েকবার আমা৷ সমস্যার কথা জানিয়েছিলাম তাই আমাকে সুযোগ দেওয়া হয়েছে।আমি ডাক্তারের চেম্বার গেলাম নমস্কার জানিয়ে বসলাম তারপর আমার সমস্যার কথা গুলো জানালাম। সবকিছু শোনার পর আমার দাঁতের পরীক্ষা নিরিক্ষা শুরু হলো।দুই বার এক্স-রে করলেন আগে থেকে ক্যাপ করা দাঁতের কোন সমস্যা হয়েছে কি না দেখার জন্য কিন্তু তেমন কোনো সমস্যা দেখা গেলো না। পরে ডাক্তার সাহেব বললেন দাঁতের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে ব্যথা যে কারনে হচ্ছে সেটা বুঝতে পেরেছি তা হলো আমার যে রিউমাটয়েড আথ্রাইটিস আছে সেই কারনে কান ও চোয়ালের জয়েন্ট আছে ব্যথা টা সেখানে করছে আর সেই ব্যথা দাঁতের মাড়ি পর্যন্ত ছড়িয়ে গেছে।আপাতত এটাই ধারণা করছেন ডাক্তার সাহেব।আর আমাকে বললেন যে
দাঁত স্কেলিং করাতে হবে আমিও সাথে সাথে বললাম স্যার আপনার যা ভালো মনে হয় তাই করেন।আমার কথামতো দাঁত স্কেলিং শুরু করলেন এবং অনেক দক্ষতার সহিত খুবই সুন্দর করে আমার দাঁত স্কেলিং করলেন।তারপর কিছু ওষুধপত্র পরামর্শ দিয়ে আমাকে ছেড়ে দিলেন।
ডাক্তার দেখানো শেষ করে বাসায় আসার পথেই সব ওষুধপত্র কিনে নিয়ে বাসায় চলে আসলাম।যদিওবা ব্যথার সঠিক চিকিৎসা আমরা হয়নি তারপরও কেনো জানি আগের থেকে ব্যথা অনেকটাই কমে গেছে।আমরা ডাক্তারের কাছে গিয়ে যদি ভালো ব্যবহার,আস্থা,ভরসা ও ভালো পরামর্শ পাই তাহলে আমারদের রোগ অনেকাংশেই কমে যায়।
আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।
ধন্যবাদ সবাইকে।
কথায় আছে ডাক্তারের ব্যবহারেই অর্ধেক অসুখ সেরে যায় আর অর্ধেক,যায় ঔষধে। আপনার ও তাই হয়েছে, তবুও ব্যাথাতো কমেছে। তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠেন এ কামনা করি।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
একদম ঠিক কথা বলেছেন আপু। হ্যাঁ আপু অনেকটাই ব্যথা কমেছে। দোয়া করবেন। ধন্যবাদ আপু।
দাঁতের যন্ত্রণা যেটা একটা মারাত্মক সমস্যা ছোটবেলা আমারও অনেকবার হয়েছিল যা ডাক্তার দেখানোর পরে ঠিক হয়ে গিয়েছে। আপনার যে সমস্যা সেটা সত্যিই অনেক মারাত্মক ভালো চিকিৎসা নিলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।
আমারও আগে সমস্যা ছিলো ভালো চিকিৎসা নেওয়ার পর অনেকদিন ভালো ছিলাম,এখন হঠাৎ করেই একটু সমস্যা দেখা দিয়েছে।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করেছেন তার জন্য।
সত্যি আপু আপনার মতো আমারো একই অবস্থা,তেমন কিছু হলে ডাক্তার দেখাতে ইচ্ছে করে না।আর অন্য ব্যাথার চেয়ে দাঁতের ব্যাথা যন্ত্রণা অনেক বেশি। যাইহোক অবশেষে ডাক্তার দেখিয়ে অনেক ভালো করেছেন।আমি ও কিছু দিন আগে দাঁতে ক্যাপ করেছি। ধন্যবাদ আপনাকে।
আপু আমার এতো বেশি সমস্যা যে মাঝে মাঝেই ডাক্তারের কাছে যেতে হয়,তাই এখন আর কিছু হলে ডাক্তারের কাছে যেতেই ইচ্ছে করে না খুবই বিরক্তিকর লাগে।অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনি ঠিক বলেছেন ডাক্তারের কাছে গেলে তাদের কথাবার্তা শুনলে অনেকটা ভালো লাগে। তবে দাঁতের সমস্যার কারণে অনেক লোক কষ্ট করতেছে। আমাদের এদিকে ও সাপ্তাহিক দুই দিন ডাক্তার এসে বসে। আশা করি আপনার দাঁতের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এবং আপনার জন্য অনেক দোয়া রইল।
হ্যাঁ আপু ডাক্তারের ভালো ব্যবহার পরামর্শে মানুষের অর্ধেক রোগ সেড়ে যায়।সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
দাঁতের ব্যথা আসলেই খুব যন্ত্রণাদায়ক। ছোটবেলায় আমার দাঁতে প্রচুর সমস্যা ছিল। শরীরের অন্যান্য অংশের ব্যথার তুলনায় দাঁতের ব্যথা আসলেই খুবই যন্ত্রনাদায়ক। তবে এখন আমার এই ধরনের কোন সমস্যা নেই, কারণ আমি দাঁতের যত্ন অনেক বেশি পরিমাণে নেই। যেহেতু আপনি ডাক্তার দেখিয়েছেন তাহলে আশা করি অতি দ্রুত আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে দিদি।
ঠিক বলেছেন দাদা দাঁতের যন্ত্রণা সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক যার সাথে অন্য কোন যন্ত্রণার তুলনা হয় না। এখন অনেকটাই ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ দাদা।
আসলে সব রকমের ব্যথার থেকে তাদের ব্যথা একটু বেশি মারাত্মক রোগ। আসলে আমার কাছে দাঁতের ব্যথা এতটাই বিরক্তি লাগে যে নাম শুনলেও খারাপ লাগে। যদিও ডাক্তারের কাছে যাওয়ার পর আপনার দাঁতের ব্যথা কিছুটা কমেছে। আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন সেই কামনা করি।যেহেতু এর আগে থেকেও আপনার দাঁতে ব্যথার অসুখটি ছিল তাই ডাক্তার আপনার চেনা হওয়ার কথা।
হ্যাঁ ভাইয়া সবচেয়ে ভয়ংকর ব্যথা হলো দাঁতের ব্যথা। এই নাম শুনলে সকলেই ভয় পেয়ে যায়।আপনাদের দোয়ার এখন অনেকটাই ভালো আছি।ধন্যবাদ ভাইয়া।