✴আজকের ফটোগ্রাফি✴|| ২২ জানুয়ারি ২০২২ ||10% beneficiaries for @shy-fox
❤সবাইকে স্বাগতম❤
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করছি ভালোই আছেন৷
আমিও ভালো আছি ৷
আজ আমি আপনাদের মাঝে আমার এলাকার বা গ্রামের আশে-পাশের কিছু ফুলের ছবি শেয়ার করবো৷ আশা করছি ভালো-ই লাগবে৷
আজকের ফটোগ্রাফি
ছবি০১
এই ফুলটি দেখতে হলুদ রঙের৷
গ্রামে এই ফুলটাকে বাবুরি ফুল বলে কারন বাবুরি এক ধরনের শাখ অথাৎ তরকারি খাওয়া যায় ৷
বিজ তোলার জন্য যখন গাছটি রাখা হয় ৷তখন সেখানে থেকে ফুল ফুটে ৷ তাই গ্রামের মানুষ বাবুরি ফুল বলে ৷
ছবি০২
এই ফুলটি সরিষার ফুল রং হলুদ রঙের ৷
আজ সকালে শীত ও কুয়াশার সময় তুলেছি ৷
আসলে ফুলটি অনেক সুন্দর ৷
ছবি০৩
এই ফুলটির নাম জানি না
এই ফুলটিও ধুনিয়ার গাছের ফুল৷ আমার যে তরকারি তে খাই খুব সুন্দর ঘ্রাণ করে৷
বিজ করার জন্য রাখলে তখন ফুল ফুটে ৷
তবে যাই বলেন দেখতে অনেক সুন্দর৷
তাই তুলেছি
ছবি০৪
এই ফুলটির নাম জানি না
ফুলটি রঙ নীল ও অনেক টা সাদা রঙ আছে৷
আমাদের গ্রামের প্রায় বাড়িতে এই ফুল দেখা যায়
ফুলটি আমার কাছে ভালোই লেগেছে.
তাই তুলেছি
ছবি০৫
এই ফুলটির নাম দুলফির ফুল রঙ সাদা
গ্রামের রাস্তার ধারে ধারে এই ফুলটি দেখা যায়
আজ তুলেছি ৷ আশা করছি ভালোই লাগবে
ছবি০৬
এটি লাউয়ের ফুল দেখতে সাদা রঙ
দেখতে অনেক সুন্দর
ছবি০৭
গোলাপ ফুল৷ ফুলটি রঙ সাদা ও কিছুটা লালের মতো৷এই ফুলটি আমার বাড়ির গাছের ফুল
গোলাপ ফুল অনেক রঙের হয়
আমার কাছে ভালো লেগেছে তাই তুলেছি ৷
আজ আমি আপনাদের মাঝে আমার এলাকার আশে পাশের ফুল গুলো শেয়ার করলাম ৷ আমার কোনো ক্যামরা নাই আমার মোবাইল দিয়েই তুলেছি ৷
ছবি গুলো কে সৌন্দর্য করার জন্য এডিট করেছি৷ আশা করছি ভালো লাগবে ৷ ছবি গুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন ৷
মোবাইল | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Realme 12 |
ক্যামরা | 8 megapixel |
লোকেশন | bangladesh |
তারিখ | ২২জানুয়ারি ২০২২ |
ছবি ক্লিক | @gopiray28 |
@gopiray
লোকেশন টি ঠিক মতো শেয়ার করা হয়নি। ক্লাসের মাধ্যমে আজ শিখে নিন এবং পোস্ট টি এডিট করে নিন।
ঠিক আছে আপু আসলে বুঝতে একটু সমস্যা হচ্ছে.
আচ্ছা ঠিক আছে আমি ক্লাশে শিখে নিব ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই সুন্দর লাগছে ফুলগুলো দেখতে আসলেই অনেক সুন্দর। বিশেষ করে যে গোলাপ ফুলটি ছিল সেটি দেখতে বেশি সুন্দর ছিল। আর প্রথম যে ফুলটি ছিল সেটি তো অনেক সুন্দর লাগছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফুলের সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য