সময় গেলে সাধন হবে না!

in আমার বাংলা ব্লগ23 days ago

16-03-2025

০২ চৈত্র , ১৪৩১ বঙ্গাব্দ
১৬ রমজান, ১৪৪৬ হিজরি


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


pocket-watch-2031021_1280.jpg

copyright free image from pixabay

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকাটাই হলো মূল বিষয়। তো জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সময়! কারণ সময়ই আপনাকে বলে দিবে আপনার কর্মের ফল। অর্থাৎ আপনি কি কাজ করলেন তার ফল সময়ের ব্যবধানে আজ হোক বা কাল পাবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা সময়ের সঠিক ব্যবহারটাই করতে পারি না। আমরা আজ করবো কোনো একটি কাজ সেটা কাল করবো বলে ফেলে রেখে দেয়। পরে দেখা যায় সে কাজটাই করা হয় না। দিনশেষে কাজের ফল শূন্য!

আমাদের হায় হুতাশ বাড়ে কখন জানেন? যখন দেখবেন আপনার বর্তমানের ফল ভবিষ্যৎ এ পাচ্ছেন। আপনি বর্তমান সময়টাকে সঠিক উপায়ে ব্যবহার করেননি। বরং হেলায় হেলায় দিন পার করেছেন। একটা সময় এসে যখন দেখতে পান আপনার আশেপাশে সবাই সাকসেস। আপনি কেন এখনও বেকার! কারণ আপনি সময়ের সঠিক ব্যবহারটা করেননি। অর্থাৎ যে সময়ে কাজটা আপনার করার কথা ছিল আপনি তখন সেটা করেননি। যার ফলটাও ভালো হবে না।

এডমিশনের সময়ের কথা! এডমিশন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময়ের যথাযথ ব্যবহার না করলে এডমিশন বৃথা! কারণ সময়ই আপনাকে বলে দিবে আপনি ভালো কোনো ভার্সিটিতে চান্স পাবেন কি না। সবারই স্বপ্ন থাকে ভালো একটা পাবলিক ভার্সিটিতে পড়ার। তো এডমিশনের সময়ে আমার রুমমেট ছিল ফরহাদ নামের একজন। আমরা দুজনই এডমিশনে ছিলাম। এডমিশনের সময়টা আমি প্রচুর পরিশ্রম করেছিলাম। আমি তখন ফরহাদকে বলতাম আপনি ভালো করে পড়েন। আপনাকে নিয়ে ডুয়েটে যাবো। আমরা বন্ধু হলেও সম্বোধনটা সবসময় আপনি দিয়েই হয়।

ফরহাদকে যখন বলতাম ফরহাদ তখন শুধু ঘুমাতো বেশি। আমি যখন পড়াতে বসতাম আমিও চাইতাম আমার রুমমেট পড়তে বসুক। কিন্তু ফরহাদ শুধু বিছানায় শুয়ে ঘুমায় যেত। আপনি একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন। আপনার রুমমেট যদি বেশি ঘুমায় আপনারও ইচ্ছা হবে ঘুমানোর। মনে হবে সে তো পড়ে না তাহলে আমিও একটু ঘুমিয়ে নেই। কিন্তু আমি শুরু থেকেই নাছোড়বান্দা ছিলাম। এডমিশনের দু মাস আগের কথা তখন। নোটিশ দিয়ে দিল পরীক্ষার। নভেম্বরে পরীক্ষা হবে।

তারপর পর থেকে দেখতাম ফরহাদ পড়াশোনা করতো। কিন্তু আমি তখন রিলেক্সে থাকার চেষ্টা করতাম। কারণ আমার সিলেবাস তখন সম্পূর্ন হয়ে গেছে। এতো প্যারা নিয়ে পড়ি নাই তখন। আমি রাত দশটার মধ্যেই ঘুমিয়ে যেতাম। কিন্তু ফরহাদ রাত অবধি পড়তো। বলতে গেলে ১৬ ঘন্টায় পড়াশোনা করতো। কিন্তু এটা অনেক দেরি বলা যায়। কারণ এডমিশনের সিলেবাস তার পক্ষে শেষ করা সম্ভব হচ্ছিল না। শেষ অবধি সে আসলে ডুয়েটে চান্স পায়নি। তো ঘটনাটা এ কারণেই বললাম, সময় থাকতে সময়ের মূল্য দেয়া জরুরি।

আর সেটা না করণে আপনার ফল আপনি ভোগ করবেনই। সময়ের সঠিক ব্যবহার করা উচিত। জীবনের প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ! সময়ের সঠিক ব্যবহার যারা করেছে।তারা আজ বা কাল ঠিকই জীবনে সাফল্যের দেখা পেয়েছে। এজন্য আমাদের উচিত সময়ের কাজ সময়ে করা।



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 22 days ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই। সঠিক সময়ে যদি সঠিক কাজটি করে নেওয়া যায় তাহলে পরবর্তী সময়ে তার চাপ পড়ে না। আপনার বন্ধু সঠিক সময়ে কাজটি করেনি বলেই পরবর্তী সময়ে তার পড়াশোনায় খুব চাপ এসে গেছিল। সময়ের মূল্য জীবনে অনেক। আর সেই মূল্য যে বুঝতে পারবে না তার জীবনে অনেক দুর্গতি আছে।

 22 days ago 

একদম ঠিক বলেছেন দাদা। সময়ের মূল্য যে দিতে জানবে না তার জীবনে দূর্ঘতি আছে।

 22 days ago 

সময় গেলে সাধন হয় না, কথাটি চিরন্তন সত্য। জীবনে সফল হতে হলে ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও পরিশ্রম করতে হয়। আপনার বন্ধুর উদাহরণটি বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সময়ের মূল্য যারা বোঝে, তারাই এগিয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 78215.33
ETH 1547.29
USDT 1.00
SBD 0.64