টাই ডাই পদ্ধতিতে নিজেই করি নিজের কাপড়ের ডিজাইন by @selina75.
আমার বাংলা ব্লগের সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা।আশা করি সাবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের একটি কাজ।আর সেটা হল বাটিক।
বাটিক বলতে বুঝায় সাদা কাপড় রং করাকে।
আমি আজ শেয়ার করবো সাদা কাপড়কে কিভাবে বিভিন্ন ভাবে বেধে ডাই করবেন। আপনারা জানেন টাই মানে বাধা আর ডাই মানে রং করা।
আর কাপড় বেধে রং করার এই পদ্বতিকে বলে টাইডাই।
আজ আমি করে দেখবো ভ্যাট রং দিয়ে কিভাবে কাপড় রংকরতে হয়।
আজকাল ফ্যাশন সচেতন ব্যাক্তিদের টাইডাই করা কাপড় ব্যবহার করতে দেখা যাচ্ছে।
টাইডাই করার পর ।
উপকরণঃ
১/ সাদা সুতি কাপড়- ১/২ গজ।
২/সবুজ ভ্যাট রং-১ চা চামচ
৩/কস্টিক-১ চা চামচ
৪/হাইড্রোজ-১ চা চামচ
সাদা সুতি কাপড়
কস্টিক,হাইড্রোজ,ভ্যাট রং
পদ্ধতিঃ
প্রথমে সুতি কাপড়টি সাবান পানি দিয়ে মাড় মুক্ত করে নিতে হবে।এরপর কাপড়টিকে ছবির মতো করে চার ভাজ করে নিতে হবে।কাপড়টিতে দাগ একে নিতে হবে।আমি লম্বালম্বি দাগ একে নিয়েছে কেউ চাইলে আড়াআড়ি দাগ একে নিতে পারেন ।দাগের উপর বড় বড় ফোড় দিয়ে সেলাই করে নিতে হবে।এরপর কাপড়টি ভিজিয়ে নিয়ে সুতা টেনে কাপড়টিকে কুচি করে নিতে হবে।সেলাই করা জায়গাটিতে মোটা সুতা দিয়ে কয়েকটি প্যাচ দিয়ে বেধে নিতে হবে ছবির মতো করে।
দুই ভাজ করা কাপড়
।
চার ভাজ করা কাপড়।
কাপরটিতে দাগ আকা হচ্ছে।
দাগ আকা সম্পূর্ণ কাপড়।
সেলাই করা কাপড়।
বাধা কাপড়।
এরপর একটি পাত্রে কাপড়টি ডুবে মতো গরম পানি নিতে হবে।
গরম পানিতে কাপড়টি ভেজানো হচ্ছে।
গরম পানিতে প্রথমে হাইড্রোজ ও কস্টিক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপকরণ পানিতে মিশানোর সময় কাঠের চামচ ব্যবহার করা ভালো। উপকরণ মিশ্রিত পানি থেকে সামান্য পানি একটা ছোট পাত্রে নিয়ে তাতে রংটি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কেমিক্যাল মিশ্রিত পানিতে দিয়ে ভালোভাবে রংটি পানির সাথে মিশিয়ে নিতে হবে।
এরপর কামিক্যাল ও রং মিশ্রিত পানিতে ভেজা বাধা কাপড়টি দিয়ে দিতে হবে রং হওয়ার জন্য।প্রায় ১৫ থেকে ২০ মিনিট কাপড়টি ভিজিয়ে রাখতে হবে।মাঝে মাঝে কাপড়টি উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে ,যেন সব দিকে ভালোভাবে রং হয়।
কেমিক্যাল ও রং মিশ্রিত পানি।
কাপড় রং করা হচ্ছে।
কাপড়টি রং করা হয়ে গেলে পরিস্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষন পর্যন্ত পরিস্কার পানি বের না হয়।এরপর কাপড়ের বাধন খুলে ছায়ায় শুকিয়ে নিলেই হয়ে গেল টাই ডাই করা কাপড় ।
আমরা এভাবেই আমাদের কাপড় সহজেই রং করে নিতে পারবো।
আজকাল বাটিকের বেডশীট থেকে পর্দা প্রায় সব বাসায় দেখতে পাওয়া যায়।
টাই ডাই করা কাপড়।
উল্লেখ্য যে কাপড়ের বাধা অংশটি সাদা থাকবে আর বাকি অংশ রঙ্গিন হবে।
সতর্কতাঃকেমিক্যাল ব্যবহার করার সময় হাত ব্যবহার করা যাবে না। চামচ ব্যবহার করতে হবে। প্রতি গজ কাপড়ের জন্য ১ তোলা রং ও রং এর সম পরিমাণ কেমিক্যাল এর প্রয়োজন হয়।
ধন্যবাদ আপনাদের সবাইকে ।
মোবাইল ফটোগ্রাফিঃস্যামসাং এ-১০
আপনি খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। সাদা কাপড়ের উপর খুবই সুন্দর ভাবে রং করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দরভাবে পদ্ধতি এবং সতর্কতা আমাদের মাঝে তুলে ধরেছেন। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার পছন্দের কাজটি শেয়ার করেছি।ধন্যবাদ কমেন্ট করার জন্য।
সাদা কাপড়ের উপর আপনার ইচ্ছামত খুব সুন্দর ভাবে বিভিন্ন রং ফুটিয়ে তুলেছেন আপু।যা দেখতে আমার খুবই ভালো লাগছে।সাদা কাপড়ে রং দেওয়ার এত সুন্দর একটি পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।আপনাকে অনেক ধন্যবাদ।
সাদা কাপড়ের ওপর টাই ডাই পদ্ধতিতে রং করার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার এই ধরনের ডিজাইন শেখার অনেক ইচ্ছা রয়েছে। আপনার এই পোস্টটি থেকে অসাধারণ এবং আমার পছন্দের টাই ডাই ডিজাইন শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য ।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আপনি ট্রাই করতে পারেন ।
বাহ আপু আপনার হাতের কাজ তো অনেক সুন্দর। টাই ডাই পদ্ধতিতে আপনি অনেক সুন্দর সাদা কাগজের উপর রং করেছেন আপু। বাটিকের কাজ গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে । এই কাজ গুলো আমারও অনেক করতে ইচ্ছে করে কিন্তু আমি করতে পারি না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কাজ আমাদের উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ আপু।আমি সাদা কাপড়ে টাই ডাই করেছি।আপনার ভালো লেগেছে ,ভাল লাগলো।ট্রাই করতে পারেন প্রথমে অল্প রং ও কেমিক্যাল কিনে।
বাহ মাত্র ১৫-২০ মিনিট ওই রংয়ের ভিতর ভিজিয়ে রাখলেই এত সুন্দর কালার চলে আসবে? চমৎকার তো। নতুন একটা জিনিস শিখতে পারলাম। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট করার জন্য।
জি ভাই ভ্যাট রং এ ১৫-২০মিঃ- এ রং হয় কিন্তু অন্য রং এ সময় আরো বেশি লাগে।ধন্যবাদ আপনাকে আমার কাজটি আপনার ভালো লেগেছে বলে।