থ্রিডি আর্ট।
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
প্রয়োজনীয় উপকরণ
•পেন্সিল
•স্কেল
ধাপ-১
প্রথমে চিত্র অনুরূপভাবে ধাপে ধাপে এরকম একটি আকৃতির করে নিলাম। এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা দাগই একই মাপের হওয়া চাই। আমি এখানে প্রত্যেকটা দাগ ২ সেমি করে কেটে নিয়েছি। এই আকৃতিটি অনেক মেপে মেপে করতে হয় একটু এদিক সেদিক হলেই পুরো আর্টটাই বিগড়ে যায়। আমি অতটাও ভালো পারিনা তবে যতটুক সম্ভব চেষ্টা করেছি। আকৃতিটা করতেই আমার সবচেয়ে বেশি সময় লেগেছিল তাছাড়া বাকি আর্ট গুলো খুব সহজেই করে নিয়েছিলাম।
ধাপ-২
এরপর ওই দাগ অনুসরণ করে চিত্র অনুরূপভাবে ধাপে ধাপে সবগুলোকে বক্স আকৃতি করে নিলাম।
ধাপ-৩
এরপর চিত্র অনুরূপভাবে একের পর এক দাগ টেনে নেব। তবে এখানেও প্রত্যেকটা দাগ একই মাপের করে নিয়েছি(২ সেমি)।
ধাপ-৪
এরপর আবার চিত্র অনুরূপভাবে একের পর এক ধাপে ধাপে দাগ দিয়ে নিলাম।
ধাপ-৫
ব্যাস এভাবেই ধাপে ধাপে দাগ টানতে টানতে হয়ে গেল আমার থ্রিডি আর্ট কমপ্লিট। তার পর আর্ট এর নিচে একটা সিগনেচার করে দিলাম।
ধন্যবাদান্তে | @johir65 |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | Mobile |
মোবাইল নেমঃ | vivo y11 |
ক্যামেরাঃ | 13mp |
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা এই ছিল আমার আজকের থ্রিডি আর্টের পোস্ট। আশা করি আর্টটি দেখতে আপনাদের ভালই লেগেছে। এই আর্টটি ভালোভাবে মেপে মেপে করতে পারলে অনেক সুন্দর লাগে। মাঝখানে স্টার আকৃতির হয়ে যায় এজন্য আমার কাছে দেখতে আরো বেশি ভালো লাগে। আপনাদের কাছে,আর্টি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যাইহোক আজকের মত এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
ঠিক বলেছেন ভাইয়া থ্রিডি আর্ট গুলো আমার কাছে ভিশন ভালো লাগে।এই আর্ট গুলো করতে আমার একটু ঝামেলা মনে হয়। কারণ মেজারমেন্ট ঠিক না হলে আর্ট করা হবে না। মিলানো সম্ভব না। আপনি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনার আর্টটি সবমিলিয়ে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য পেশ করার জন্য।
আপনার থ্রিডি আর্টটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি থ্রিডি আর্টটি করার জন্য তিনটি জিনিসকে ব্যবহার করেছেন সেগুলো হলো সাদা কাগজ, পেন্সিল, স্কেল। আপনি ঠিকই বলেছেন ভাই এইসব আর্ট গুলোর ক্ষেত্রে পরিমাপ সবসময় একই হতে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।