অল্পস্বল্প ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ4 days ago

যেহেতু জয়পুরহাটে দুদিন ছিলাম তবে আত্মীয়র বাড়ি ছাড়া তেমন কোন জায়গায় ঘুরতে পারিনি, তাই মোটামুটি পরিবারের লোকজন কিছুটা রেগেই ছিল আমার উপর। আমি বিষয়টা বুঝতে পারছিলাম, তবে আমার জায়গা থেকে নিরুপায় ছিলাম। কেননা কর্মব্যস্ততা অনেকটাই বেড়ে গিয়েছিল।

তবে তাদেরকে কথা দিয়েছিলাম, বাড়ি ফেরার দিনে অবশ্যই কোন না কোন জায়গায় ঘুরতে নিয়ে যাব। অবশেষে যেমন কথা তেমন কাজ, বাড়ি ফেরার দিনে আমরা গিয়েছিলাম সদ্য নির্মিত the friends island পার্কে।

20250402_164204-01.jpeg

20250402_165427-01.jpeg

20250402_165700-01.jpeg

20250402_165730-01.jpeg

20250402_170021-01.jpeg

20250402_170236-01.jpeg

20250402_170247-01.jpeg

20250402_170757.jpg

20250402_170837.jpg

20250402_172301.jpg

20250402_172301.jpg

20250402_170837.jpg

20250402_170757.jpg

20250402_165540.jpg

20250402_165537.jpg

20250402_165304.jpg

20250402_165242.jpg

20250402_164944.jpg

20250402_164729.jpg

ভিডিও লিংক

মূলত এই পার্কটি শিশুদের বিনোদনের জন্য নির্মিত হয়েছে । আধুনিক সব সুযোগ-সুবিধার সমন্বয়ে তৈরি পার্কটির ভিতরের পরিবেশ বেশ সাজানো গোছানো ও পরিপাটি। তাছাড়া পার্কের টিকিট মূল্য হাতের নাগালে। তবে ভিতরে যে রাইড গুলো আছে, সেগুলোর জন্য বাড়তি পয়সা লাগে।

যেহেতু পুরো পরিবার নিয়ে গিয়েছি, তাই আমরা বেশ ভালোই ঘোরাঘুরি করার চেষ্টা করেছি, বিশেষ করে আমার পরিবারের প্রতিটি সদস্যের মুখে যেন আনন্দের হাসি লেগেই ছিল। ওরা চেষ্টা করছিল নিজেদের মত করে, সময় কাটানোর জন্য।

শিশুদের বিনোদনের জন্য যা যা দরকার, তার সব রকম ব্যবস্থা আছে এই পার্কে। সুইমিং পুলের অংশে গিয়ে, বাবু একদম ভীষণ জেদ শুরু করে দিয়েছিল গোসল করার জন্য। তবে যেহেতু, পড়ন্ত বেলায় গিয়েছিলাম, তাই সেই রকম প্রস্তুতি ছিল না। তারপরেও পুলের ঠান্ডা পানিতে বাবু পা ভিজিয়ে ছিল।

যেহেতু সাজানো-গোছানো জায়গা, তাই অনায়াসেই ভিডিও ও ছবি তুলেছি। হয়তো সেটা নিজের ইচ্ছাতেই, কেননা পরিবারের এই সুখ স্মৃতি রেখে দিতে চাই স্মৃতির পাতায়। যদিও স্বল্প সময়ের জন্য এই ঘোরাফেরা ছিল, তারপরেও আমি মনে করি এই আনন্দ আমার কাছে অনেক বেশি।

সব মিলিয়ে সময়টা বেশ ভালো কেটেছে এবং পরিবারের কর্তা হিসেবে, আমার কর্ম ব্যস্ততার মাঝেও পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছে , এটাই ঈদ উপলক্ষে বিশেষ প্রাপ্তি আমার কাছে ।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

ঈদের সময় ঘুরাঘুরি করলে খুবই ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে যেখানে সেখানে ঘোরাঘুরি করা সম্ভব হয় না। তবুও বাড়ি ফেরার পথে বাবু আর ভাবিকে নিয়ে বেশ ভালো ঘুরাঘুরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আসলে পার্কে গেলে বাচ্চাদের অনেক বেশি আনন্দ লাগে। কারণ তাদের জন্যই মূলত পার্কটা খুব সুন্দর করে সাজানো থাকে।

 4 days ago 

এটা একদম সত্য বলেছেন আপু, পরিবার নিয়ে সেদিন অল্প সময়ের জন্য হলেও বেশ ভালো সময় কাটিয়েছি।

 4 days ago 

পরিবার নিয়ে ঘুরাঘুরি করতে আসলেই খুব ভালো লাগে। আর ঈদের সময় তো আরও বেশি ভালো লাগে। যাইহোক পার্কটি তো দেখছি খুব সুন্দর। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। সবমিলিয়ে আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন সেখানে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর সাবলীল মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.030
BTC 79817.76
ETH 1589.93
USDT 1.00
SBD 0.67