গতরাতের ঘটনা
তখনো বারবার ফোন বেজেই যাচ্ছিল আর এদিকে আমি ব্যস্ত ছিলাম বর্ষবরণের স্পেশাল হ্যাংআউটে। কোনরকমে ফোনটা হাতে নিতেই দেখলাম, ডিবির খোকন ভাই ফোন দিয়েছে ।
যেহেতু স্থানীয় এলাকায় মাদক বিরোধী সংগঠনের সঙ্গে দীর্ঘ অনেকটা দিন ধরে জড়িত আছি, তাই টুকটাক মুঠোফোনে এরকম কল আসে। ফোনটা ধরতেই, ফোনের অপর প্রান্ত থেকে বেশ পরিষ্কার ভাষায় বার্তা আসলো, আমরা আপনাদের এলাকায় যাচ্ছি, আপনারা চেষ্টা করুন আমাদেরকে সহযোগিতা করার জন্য।
মূলত কিছুদিন আগে আমি নিজেই অভিযোগ দিয়েছিলাম, যার নামে অভিযোগ দিয়েছিলাম সে মূলত বিগত সময়ে এই গ্রামীণ এলাকার মেম্বার ছিল। একটাবার ভেবে দেখেছেন কি, যাদেরকে মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি বানায় তারাই কিনা আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে।
এ অপ্রিয় সত্য, মানতে কষ্ট হলে কিছুই করার নেই, বাস্তবতা এটাই। যেহেতু আমাদের সংগঠন থেকে, স্থানীয় মেম্বারকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল, তবে তিনি তারপরেও গোপনে তার মাদক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
অবশেষে গতকাল রাত ছিল, সেই অভিযানের সময়। মাঝরাতে হাতেনাতে তার বাড়িতে তাকে ধরা হয়েছে। এ যাত্রায় অবশ্য, অশেষ ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় এলাকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তদের সদস্যদের। যাদের অক্লান্ত পরিশ্রমে, এত বড় শীর্ষ মাদক ব্যবসায়ীকে আইনের আয়ত্তে নিয়ে আসা গেল।
দিন যত যাচ্ছে, ভালো কাজ করতে গিয়ে, আশেপাশে প্রচুর শত্রু বেড়ে যাচ্ছে। তবে ওই যে, সমাজ থেকে কীটপতঙ্গ দূর করার জন্য আমি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাদক ব্যবসা বিষয়টা অত্যন্ত ঘৃণ্য। যে সমস্ত মানুষরা সমাজসেবার কাজে লিখতে হবেন বলে ভোটে দাঁড়ায় এবং জিতে লোকাল বা বড় মাপের নেতা হয় তারাই দেখবেন সমাজের নানান ধরনের অপরাধের সাথে যুক্ত থাকে। হয়তো আইন তাদের হাতের মুঠোয় তাই তারা এরকম করে থাকে। ভাবে আমার তো কেউ কিছু করতে পারবে না। যাই হোক আপনি যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং সমাজ কল্যাণমূলক কাজ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এভাবেই নিজেরও পাশে থাকুন আর সমাজেরও। আপনার নিশ্চয়ই ভালো হবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে আপনিও সক্ষম হবেন।
সুস্থ সমাজ গড়ে তোলা বড্ড কঠিন, তবে তারপরেও চেষ্টা করছি নিজের জায়গা থেকে ।
মাদক আমাদের দেশের মানুষের জন্য ক্ষতিকর একটা জিনিস। এছাড়াও মাদক আমাদের শরীরের অনেক ক্ষতি করে থাকে। এটা সবাই জানে তার পরেও কেন যে এগুলো পান করে এবং এর ব্যবসা করে দেশের ধ্বংস করে চলেছে বুঝিনা। আমরা সবাই মিলে সচেতন হলে এবং মাদকদ্রব্য দেশ থেকে দূর করতে পারলেই আমাদের যুব সমাজ এবং আমাদের দেশ উন্নতির পথে এগোতে পারবে। আপনি অনেক ভালো একটি কাজ করেছেন।
আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো ভাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনি যে মাদক বিরোধী কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের কিছু নেতা যখন অপরাধে জড়িয়ে পড়ে, তখন তাদের বিরুদ্ধে দাঁড়ানো খুবই সাহসী কাজ। আপনার এই প্রচেষ্টা আমাদের সমাজকে সুস্থ ও নিরাপদ করতে সাহায্য করবে। আপনি যা করছেন, তা শুধু আপনার এলাকার জন্য নয়, বরং পুরো সমাজের জন্য দারুণ একটি উদাহরণ। আশা করি, আপনার উদ্যোগে আরও মানুষ অংশ নেবে।আপনার প্রতি ভালবাসা আরো বেড়ে গেল ভাই। 🫡
নিজ নিজ অবস্থান থেকে সবাই এগিয়ে আসুক সমাজ কে কালো ছায়া থেকে বাঁচাতে এটাই চাওয়া।