অপ্রত্যাশিত অভিমান

in আমার বাংলা ব্লগ4 days ago

brotherhood-2173097_1280.jpg
source

হুট করে অপ্রত্যাশিত অভিমান এসে হাজির, বলা নেই কওয়া নেই অথচ তার উপস্থিতি ঠিকই আছে। এটাই হচ্ছে দিনশেষে মুখ্য কথা, অভিমান যেন বেশ সজাগ ও সচেতন, শুধু উপস্থিতি জানান দেওয়াই তার কাজ।

আজকাল যা ঘটছে সবটাই অপ্রত্যাশিত, হাসি মুখটায় বারবার অভিমান লেগে থাকছে কিংবা আশেপাশে যারা থাকে তাদেরও বেশ অভিমান জমেছে। নিজেই যেখানে নিজেকে গুছিয়ে নিতে পারছি না, সেখানে এতজনের অভিমানের ভারী পাল্লা কিভাবে হালকা করি।

যাদের সঙ্গে সখ্যতার শেষ নেই কিংবা হাসিমুখে অবলীলায় নিজেকে সঁপে দিয়েছি, তাদের কাছে আজকাল বড্ড সস্তা হয়ে যাচ্ছি। তারাও যেন সুযোগ পেলে, তির্যক কথার তিরে বিদ্ধ করতে বিন্দুমাত্র ভাবছে না।

অপ্রত্যাশিত অভিমানে আর যাইহোক ভেঙে পড়ছি না বরং সেখান থেকে কিভাবে উত্তরণ করা যাবে, সেটা নিয়ে যেমনটা ভাবছি তেমনটা সস্তা ব্যক্তিত্বকে পরিমার্জিত করার জন্যই হয়তো নিজেকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছি।

যাদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন কিংবা যাদের জন্য ক্রমাগত যৌক্তিক কাজ করার চেষ্টা করবেন, কখন যে সূক্ষ্মভাবে কষ্ট তাদের পারিবারিক জায়গা থেকে পেয়ে যাবেন, সেটা কখনো বুঝতেই পারবেন না।

মানলাম তুমি শুভ, মুক্তচিন্তা কিংবা উন্মুক্ত ভাবে সবার সঙ্গে মিশতে পছন্দ করো, তবে তোমার পছন্দ যে সবার কাছে মানানসই হবে, এমনটা তো কোন কথা নয়।

সবকিছুতেই ভিন্নতা থাকা দরকার আর ভিন্নতা আছে বলেই, অপ্রত্যাশিত অভিমান কারণে-অকারণে সরল মনে দাগ কেটে যায়।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

অপ্রত্যাশিত অভিমান এটা সম্ভবত সবার জীবনেই কিছু না কিছু রয়েছে। কারন সবার নিজেদের মতামত ভিন্ন, জীবন ধারনা ভিন্ন, চাহিদাও ভিন্ন। তাছাড়া আপনি ভালো মানুষ তো তাই আপনার উপর অনেক অভিমান থাকতে পারে। ধন্যবাদ

 4 days ago 

পারিপার্শ্বিক অবস্থাতে যত ভালো মানুষ আছে সেই তুলনায় আমি মোটেও ভালো নই ভাই, যার কারণে অভিমান প্রতিনিয়ত আঘাত করে।

 4 days ago 

ঠিক বলেছেন ভাইয়া অভিমানগুলো অপ্রত্যাশিতভাবেই হয়ে থাকে। আসলে প্রত্যাশার বাইরে যদি কোন কিছু ঘটে তখন নিজের কাছেই বেশ খারাপ লাগে। আপন মানুষগুলোর মাঝে অভিমানের মাত্রাটা একটু বেশি হয়ে যায়। যাই হোক আপনার অনুভূতিগুলো পড়তে পেরে বেশ ভালো লাগলো। আশা করি এর থেকে উত্তরণ করতে পারবেন।

 4 days ago 

সমাধান হয়েছে আপু, তবে দূরত্ব বেড়েছে কিছুটা।

 4 days ago 

আসলে মানুষের চাওয়া পাওয়ার সমস্ত সমীকরণের পিছনে যে জিনিসটা থাকে তা হল প্রত্যাশা। আমরা কোন সম্পর্ক থেকে যদি কোন প্রত্যাশা করে ফেলি তবে আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আসলে প্রত্যাশা থেকে এই সমস্ত অভিমানের সৃষ্টি হয় বলে আমার মনে হয়। তাই সম্পর্ক থেকে যদি আমরা কোন কিছু আশা নাই করি তবে আঘাত পাওয়ারও আর জায়গা থাকে না।

 4 days ago 

প্রত্যাশা এখন শূন্য আর কিছু নিয়েই প্রত্যাশা করি না।

 4 days ago 

যাদের সঙ্গে সখ্যতার শেষ নেই কিংবা হাসিমুখে অবলীলায় নিজেকে সঁপে দিয়েছি, তাদের কাছে আজকাল বড্ড সস্তা হয়ে যাচ্ছি। তারাও যেন সুযোগ পেলে, তির্যক কথার তিরে বিদ্ধ করতে বিন্দুমাত্র ভাবছে না।

ভাই আপনি তো মিশুক প্রকৃতির মানুষ, তাই মানুষের সাথে মিশতে খুব পছন্দ করেন। কিন্তু মানুষের সাথে এখন মিশতে গেলেও জ্বালা। কারণ মানুষ তখন আমাদেরকে একেবারে সহজলভ্য মনে করে। অর্থাৎ একেবারেই সস্তা ভাবে। তবে এটা ভাবাটা মোটেই উচিত নয়। এই যে আপনি শাফিকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করছেন, এটা নিঃসন্দেহে খুব ভালো একটি কাজ। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 4 days ago 

মানুষের জন্য কাজ করতে গিয়েই, দিন দিন বহু কথা শুনতে হচ্ছে ভাই, বাস্তবতা বড্ড নিষ্ঠুর।

 4 days ago 

আপনার লেখা সত্যিই অনেক গভীর ও চিন্তাশীল। অভিমানের অপ্রত্যাশিত উপস্থিতি এবং তার সঙ্গে আপনার সম্পর্কের জটিলতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি যেভাবে নিজের অনুভূতি এবং পারিপার্শ্বিক পরিবর্তনগুলো বর্ণনা করেছেন, তা সত্যিই অনুভবযোগ্য। নিজের স্নেহ ও ভালোবাসার জায়গা থেকে আসা কষ্টের কথাগুলোও খুব বাস্তব এবং জীবনকে আরও প্রাঞ্জলভাবে উপলব্ধি করার পথ দেখায়। অভিমান, সম্পর্কের জটিলতা, এবং নিজেদের মাঝে ভারসাম্য তৈরির বিষয়গুলো আপনার লেখায় সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে।

 4 days ago 

নিজের স্নেহ ও ভালোবাসার জায়গা থেকে আসা কষ্টের কথাগুলোও খুব বাস্তব এবং জীবনকে আরও প্রাঞ্জলভাবে উপলব্ধি করার পথ দেখায়।

যথার্থ বলেছেন আপু।

 4 days ago 

অভিমান এমন এক অনুভূতি, যা কখনো কখনো অপ্রত্যাশিতভাবে আসে, অথচ তার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। আপনি যে ভঙ্গিতে অভিমানের সাথে মোকাবিলা করছেন এবং আত্মসমালোচনা করে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের অভিজ্ঞতা সম্পর্কের গভীরতা এবং সৃষ্টির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সহায়ক। ধন্যবাদ ভাই, আপনার চিন্তাগুলি শেয়ার করার জন্য।

 4 days ago 

আমার কাছেও তেমনটাই মনে হয়, নিজের অভিমান নিজেকেই আগে ভাঙাতে হবে, তারপর না হয় অন্য কিছু।

 4 days ago 

আসলে নিজের মেন্টালিটি সবার সাথে সবসময় যায় না। আপনি যেভাবে মুক্ত চিন্তা করেন অন্য কেউ হয়তো পারে না। দিনশেষে নিজের উপর অভিমান করেও লাভ নেই। অভিমান সবার জীবনেই আসে তবে সেটা মনে দাগ কেটে যায়। এটা বাস্তব বলেছেন, যাদের আপনি বেশি ভালোবাসবেন, স্নেহ করবেন তারাই আপনাকে বেশি কষ্ট দিবে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 80694.57
ETH 1847.73
USDT 1.00
SBD 0.73