টিকটিকি
জীবনে চলার পথে কিছু মানুষের সঙ্গে অদ্ভুত ভাবে আপনার পরিচয় হয়ে যাবে, এ মানুষগুলো কখন যে আপনার জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে যাবে, তা আপনি বুঝে উঠতেও পারবেন না। কিংবা যদি হঠাৎই বুঝতেও পারেন, তাও অনেক সময় কিছুই করার থাকে না।
ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায়, না পারবেন এদেরকে এড়িয়ে যাওয়ার জন্য কিংবা না পারবেন এদেরকে সরাসরি মুখের উপর কিছু কথা বলতে। এদের দ্বারা যে আপনি খুবই উপকৃত হবেন বা এরা যে আপনার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে, ব্যাপারটা কিন্তু তেমন না, এদের একটাই কাজ তা হচ্ছে আপনার জীবনের সঙ্গে অহেতুক এরা শুধু ঝুলে থাকবে।
অনেকটা টিকটিকির মতো। মোটকথা, আপনার স্বাভাবিক জীবনকে অগোছালো করে তোলার জন্য এরা সদা প্রস্তুত। কার্যতঃ অর্থে এই কাজেই এরা পটু। কথাগুলো শুনতে খারাপ লাগলেও, কিচ্ছু করার নেই। যা বলছি সব বাস্তবতার আলোকে বলছি।
অনেক ভাবনা চিন্তার পরে একটা সিদ্ধান্ত মনস্থির করেছি, যেহেতু এই টিকটিকি সাদৃশ্য মানুষগুলোকে জীবন থেকে সরানো কিছুটা মুশকিলের ব্যাপার , তাই এই সকল মানুষগুলোকে যদি সঠিক পথ দেখানো যায় অর্থাৎ তাদেরকে যদি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বুঝিয়ে দেওয়া যায়, তুমি তোমার নিজের যোগ্যতায় এগিয়ে চলো কিংবা আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা তৈরি করো,তাহলে তা হয়তো সর্বোপরি ভালো হয় ।
পক্ষান্তরে, অনেক রকম বিদ্রুপ সমালোচনার শিকার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তবে যত কিছুই হোক না কেন, তারপরেও এই টিকটিকি সাদৃশ্য মানুষ গুলোকে তাদের জীবনের নিজস্ব গতিপথ দেখানো আশু প্রয়োজন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations @shuvo35, your post was upvoted by @supportive.