প্রাণবন্ত ও সতেজ
আজকে যখন বৃষ্টির পরে, আমার কমলা লেবু গাছটার কাছে গিয়েছিলাম তখন এক অদ্ভুত রকম চিন্তা মাথায় হয়েছিল কারণ। সেই সকাল থেকেই একটানা বৃষ্টি হচ্ছে, দুপুরের দিকে কিছুটা সময়ের জন্য বৃষ্টি পড়া বন্ধ ছিল। এখন যখন আমি লিখছি তখন ও বৃষ্টি পড়ছে কিন্তু অভিজ্ঞতা আমার দুপুরবেলার।
দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে যখন দেখলাম বৃষ্টি পড়া বন্ধ হয়েছে তখন একবার আকাশে সূর্যের দেখা গিয়েছিল। যার কারণে ভাবলাম একটু বাড়ির সামনে যাই।যার মূল কারণটা ছিল আসলে আমার কমলা গাছটার খোঁজখবর নেওয়ার জন্য। কারণ অনেকগুলো ফল ধরেছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে সঙ্গে বাতাস হচ্ছিল এ জন্যই মূলত খোঁজখবর নিতে গিয়েছিলাম যে, কোনো সমস্যা হলো কিনা এটা দেখার জন্য।
অবশেষে যখন গাছের কাছে গেলাম তখন গাছের অবস্থা দেখে মোটামুটি ভালই লাগছিল । কারন গাছের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বরং আরো প্রাণবন্ত ও সতেজ লাগছে। আমি চেষ্টা করেছি কিছু ছবি তোলার জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে।







এটা সত্যি যে বৃষ্টির মাঝে প্রকৃতি আরো বেশী সতেজ ও সজীব হয়ে উঠে চারপাশের পরিবেশকে আরো বেশী প্রানবন্ত লাগে। আপনার গাছের ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ভাইয়া।
আপু ছবিগুলি অনেক সুন্দর। আমি তো প্রথমে ভেবে ছিলাম বাতাবি লেবু।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে।
এটা কি লেবু বোন ?