মনে হচ্ছে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছি 😭

in আমার বাংলা ব্লগ2 months ago

1000025674.jpg

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

গত তিন দিন থেকে খুবই অসুস্থ। অসুস্থ হলে বোঝা যায় সুস্থ থাকাটা সৃষ্টিকর্তার কত বড় নেয়ামত। এতই অসুস্থতা বোধ করছি যে মনে হচ্ছে জীবনের শেষ মুহূর্তগুলো দিনগুলো কাটাচ্ছি। গত ১৫ দিন থেকে আমার পরিবারের উপর দিয়ে যে কি যাচ্ছে বুঝে উঠতে পারছি না।প্রথমে আমার মা অসুস্থ হলেন এরপর আপনাদের ভাইয়া এরপর বাবু তো টানা এক সপ্তাহ থেকে অসুস্থ। গত তিনদিন থেকে আমি আবার অসুস্থ হয়ে পড়েছি।

হয়তো এটা আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই জন্যই। তবে এমন কষ্ট আমি কখনোই পাইনি অসুস্থ হলে এবার যতটা পাচ্ছি। আমার তো মনে হচ্ছে এই বুঝি আমার জীবনে শেষ মুহূর্ত চলে এসেছে। প্রচুর জ্বর সর্দি কাশি এবং মাথা ব্যাথা সেই সাথে শরীর ব্যথা। গতকাল থেকে একদম বিছানা থেকে উঠতে পারিনি।কোন কাজও করতে পারিনি কমিউনিটির।মোবাইল ফোনের দিকে তাকাতেই পারছি না।

আজ সকাল থেকে আরো বেশি শরীরটা খারাপ লাগছে। গোসল করব তারও উপায় নেই। তাই বাধ্য হয়ে ছোট বোনকে বললাম মাথায় অনেকক্ষণ পানি দিয়ে চুলে একটু শ্যাম্পু করে দিতে। ছোট বোন বা বড় বোন থাকার এই একটা সুবিধা। ও একটা গামলায় করে পানি এনে আমার মাথায় অনেকক্ষণ পানি দিয়ে এরপর চুলের শ্যাম্পু করে দিল। খুব শান্তি লাগছিল। এরপর পুরো শরীর মুছে নিলাম।

এখন যখন লিখছি তখন খুবই কষ্ট হচ্ছে আমি যে একটু মোবাইল ফোনের দিকে তাকিয়ে ঠিকমত লিখব এটাও ভালোভাবে লিখতে পারছি না। চোখ দুটো লেগে লেগে আসছে। আবার ঘুমাতেও পারছিনা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সারতে হয়তো কিছুটা সময় লাগবে ঠিকমত ঔষধ খাচ্ছি।দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ঠিকমতো কাজে ফিরতে পারি।

ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000118.png

1000000119.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আপু যেন দ্রুত সুস্থতা লাভ করেন। আসলে বর্তমান সময়ের জ্বর গুলো ভীষণ অবস্থা খারাপ করে দেয়। ওষুধ খেতে থাকেন আপু। দোয়া রইলো অবশ্যই।

 2 months ago 

এতটা অসুস্থ এর আগে কখনো হইনি আপু। দোয়া রাখবেন যেনো তাড়াতাড়ি ভালো হয়ে উঠি।

 2 months ago 

আপনার অসুস্থতার কথা শুনে মন খারাপ হলো। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে দ্রুত সুস্থতা দান করুন। বিশ্রাম নিন, নিয়মিত ওষুধ খান, আর দুশ্চিন্তা করবেন না। ইনশাআল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। দোয়া ও ভালোবাসা রইলো।

 2 months ago 

বেশ কিছুদিন থেকে এত পরিমানে কষ্ট ভুগছি যা বলে শেষ করা যাবে না। হয়তো সেরে উঠতে অনেকটা সময় লাগবে।

 2 months ago 

ভাবি আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। পরিবারের বাকি সকলে অসুস্থ হলে যত্ন সমস্যা হয় বাড়ির বউ বা মা অসুস্থ হয়ে গেলে পরিবারটাই যেন অচল হয়ে যায়। আপনার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগছে। সিজিন চেঞ্জের সময় বলেই হয়তো এটা হচ্ছে। আশাকরি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়িই।

 2 months ago 

হ্যাঁ আপু আবহাওয়া পরিবর্তনের জন্যই এমনটা হচ্ছে। ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য।

 2 months ago 

আপনাদের পরিবারের একে একে সবাই অসুস্থ হয়েছে তাহলে। এখন আবার আপনিও অসুস্থ। আবহাওয়া পরিবর্তনের কারণেই হয়তো এমনটা হচ্ছে। আপনার সুস্থতা কামনা করছি আপু। আশা করছি শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে এবং অসুস্থতা কাটিয়ে উঠবেন।

 2 months ago 

হ্যাঁ আপু বাড়ির প্রত্যেকটা সদস্য অসুস্থ হয়ে পড়েছি। দোয়া রাখবেন আপু যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

 2 months ago 

পরিবারের সকলের সুস্থতা কামনা করছি।আপনি দেখছি বেশ অসুস্থ। আসলে বোন থাকলে এরকম সেবা যত্নপাওয়া যায়। অসুস্থ হলে মাথা বেশি ভার হয় আর আপনি শ্যাম্পু করে নিয়েছেন জন্য অনেক আরাম বোধ করেছেন। আবারও আপনাদের সকলের সুস্থতা কামনায় আমি।ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 months ago 

হ্যাঁ আপু শ্যাম্পু করার পর অনেকটাই ভালো লাগছিল বিশেষ করে মাথা ব্যথাটা অনেকটাই কমে গিয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

এখন আসলে ঘরের কেউ অসুস্থ হলে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তাপমাত্রা যেভাবে উঠানামা করছে, এতে করে সুস্থ থাকার উপায় নেই। যাইহোক আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। এটা ঠিক অসুস্থ হলেই বুঝা যায় সুস্থতা আল্লাহ তায়ালার কতো বড় নেয়ামত। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 78321.78
ETH 1549.85
USDT 1.00
SBD 0.63