ভালোবাসি প্রিয় || @shy-fox 10% beneficiary
আশাকরি বন্ধুরা সকলে ভালো আছেন। সবার সময় ভালো যাচ্ছে ,এই কামনাই করি। আজকে আমি একটি নতুন কবিতা ও চিন্তারধারা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার যারা পাঠক আছে , তাদের ভালো লাগবে ব্যাপারটি । যাইহোক তাহলে চলুন শুরু করা যাক।
তোমার ভালবাসায়
যেদিন আমি সিক্ত হয়েছি
সেদিন ঐ তোমাকে বুঝতে পেরেছি,
তোমার ভিতরে কি ঘটছে আসলে ।
তোমার মনুষ্যত্বের প্রেমে আমি পড়েছি,
যদিও প্রথম প্রথম বুঝতে পারতাম না
তবে এখন আমি বুঝি
তোমার আচরণের কারণে ।।
যদিও মাঝে মাঝে আমার খারাপ লাগে, তবে দিন শেষে যখন তুমি কিছু মানুষের জন্য কাজ করে যাও ,সেটা ভাবতেই নিজের কাছে আলাদা গর্ববোধ লাগে । যদিও এমনবোধটা আগে হতো না, রাগ হতো ভীষণ তবে সময়ের পরিক্রমায় অনেকটাই ভালোবাসা জন্মে এখন তোমার কার্যকলাপে ।।
এই ঠান্ডায় উষ্ণতার দরকার নেই, তবে তোমার সিক্ত ভালোবাসায় আমি অনেকটাই মুগ্ধ । কারণ , হয়তো ঐ ভোরবেলায় কপালে চুমু দেওয়ার জন্য।।
হয়তো তোমাকে অনেকে রোবট বা অসামাজিকভাবে ,এতে আমার কোন যায় আসে না । আমি তো জানি তুমি দিনশেষে আসলে কি করছো, আর কোন গতিতে আছো, তোমাকে এজন্যই ভালো লাগে যে, তুমি এত কিছুর মাঝেও আমাকে আমার মত করে, সময় দেওয়ার চেষ্টা করছো । আমি এতেই তৃপ্ত, কারণ তোমার ভালোবাসায় আমি সিক্ত ।।
হয়তো ভোর বেলায় ছাদে গিয়ে, ঠান্ডার মাঝে কুয়াশাকে আলিঙ্গন করতে পারি না। হয়তো পারিনা একসঙ্গে প্রতিনিয়ত খাবার টেবিলে বসে খাবার খেতে, হয়তো পারিনা একসঙ্গে বসে পছন্দের কোন একটা মুভি দেখতে, তবে দিনশেষে
ভোর বেলায় যে কপালে চুমু দিয়ে যাও,
এটাই আমার কাছে অনেক বেশি।।
ভালোবাসি প্রিয় ,এভাবেই পাশে থেকো ।।
অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু। আপনার প্রিয় মানুষটিকে লেখা প্রতিটি কথা আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি কথা বলতে আপনার প্রিয় মানুষ আপনার মত একজন জীবনসঙ্গিনী পেয়েছে এটার জন্য সে ধন্য। সত্যিই আপু আপনি কত সুন্দর করে আপনার মনের আবেগ গুলো গুছিয়ে উপস্থাপন করেছেন। ভালবাসার মানুষটির সাথে প্রতিটি মুহূর্ত অনেক সুন্দর ভাবে কাটানো যায় কিন্তু সময়ের কারনে হয়ত সেই মুহূর্তগুলো বারবার ফিরে আসে না। কিন্তু ভালোবাসা গুলো প্রাণবন্তই রয়ে যায়। কারণ ভালবাসা আমাদের অন্তর থেকে তৈরি হয়। আপু আপনার প্রিয় মানুষটিকে নিয়ে আপনার উপলব্ধিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনারা দুজনে অনেক সুন্দর একটি জীবন কাটাবেন এবং অনেক সুখে থাকবেন এই কামনাই করছি।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
ভালোবাস নিয়ে আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে।আপনি আপনার কবিতার মাধ্যমে আমার মনের কথ গুলো আমাদের সাথে শেয়ার করেছেন।সত্যিই অসাধারণ আপু।আপু সত্যিই ভালোবাসার মানুষ পাশে থাকলে সব কিছু একই মনে হয়।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
কবিতাটি খুব খুব ভালো লেগেছে আপু।আপনি বরাবরই খুব সুন্দর কবিতা লেখেন। পড়ে ভালোই লাগে আমার।আর যাইহোক আমি কবিতা দেখলে সেটা পড়েই থাকি।ভাইয়ার জন্য এই কবিতাটি এবং বাকি কথাগুলো ভালোবাসায় ভরপুর। সবসময় খুব ভালো থাকুন এভাবেই,শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আপু প্রিয় মানুষকে ঘিরে সুন্দর কিছু স্বপ্ন এবং অমলিন অনুভূতি গুলো খুব সুন্দরভাবে আপনার আজকের এই কবিতাটিতে ফুটে উঠেছে। আপনার রচিত এই কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। দারুন হয়েছে আপনার লেখায় কবিতাটি। ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার ভালোবাসা অমর হোক।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
সত্যিই ভালবাসার অনুভূতি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন ।কবিতাটি পড়ে মনে ছোঁয়া লেগেছে । অসাধারণ একটি কবিতা হয়েছে । ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
বাহ আপু আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। কবিতাটির মাঝে একে-অপরের ভালোবাসার দিকটি ফুটে উঠেছে। সারাজীবন যেন এই রকম ভালোবাসা অটুট থাকে। সেরকম দোয়া এ করি।
আপনার জন্য শুভ কামনা রইলো আপু,, ❤️❤️
ভালোবাসি প্রিয় ,এভাবেই পাশে থেকো ।
সত্যি আপু অসাধারণ সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আপনি। আপনার কবিতার প্রতিটি লাইনে লাইনে ভালোবাসার এক অকৃত্রিম পরশ বুলিয়ে দিয়েছেন। আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি আপনাদের এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।