হঠাৎ ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা
নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আজ সকালে ঘুম ভাঙার সাথে সাথেই পাওয়া একটু ভয়ের খবর। আচমকা খবরটা পেয়ে একটু ভয় পেয়ে গেলাম।
কিন্তু যখন ৮ টা বাজে তখন আমি পুরোপুরি ঘুম থেকে উঠে যখন বইখাতা খুলে নিয়ে বসলাম তখনই নীচ থেকে কয়েকজনের গলার আওয়াজ পাচ্ছিলাম। একজন আর একজনকে জিজ্ঞেস করছিল " মেয়েটা ভোর বেলায় অত জোরে জোরে কাদঁছিল কেন"? "কিছু কি হয়েছে "? ব্যাপার টা আমারও জানা ছিল না তাই পড়া থামিয়ে আমিও শুনলাম আর ওদের কথা থেকে বুঝলাম " আজ ভোরবেলা বা অনেক রাতে কখন ঠিক জানেনা মেয়েটি ওর ফোন চুরি হয়ে গেছে ঘরের ভিতর থেকে।" শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। চোর!! এই কথাটা শুনলেই কেমন ভয় কাজ করে।
ওরা আরও বলছিল কালকে রাতে বৃষ্টি হওয়ায় আবহাওয়া খুব ঠান্ডা ছিল তাই জানালা খুলে ঘুমিয়েছিল মেয়েটি তাই এই ঘটনা সহজেই ঘটে গেল। নিশ্চয়ই ঘোরা ফেরা করছিল আশেপাশে যে ফোন চুরি করেছে। এটা ভেবেই অনেক ভয় করছে। আবারও হয়তো আসবে তাই এখন থেকে খুবই সাবধানে থাকতে হবে রাতে। আমি এখানে ১ বছর ধরে আছি তার মধ্যে এই প্রথমবার চুরির ঘটনা শুনলাম এখানে। এসব শুনলে সবার মাথাতেই একটা চিন্তা কাজ করে।
আসলে আমি আরও বেশি ভয় পেয়ে আছি কারণ। কালকে বিকালেও আমার সাথে খুবই অদ্ভুত ঘটনা ঘটেছে যার কারণে ভয় পেয়ে আমি তারপর আর ঘর থেকেই বেরোয়নি। এক মহিলা অনেক কথা বলতে শুরু করল অনেক। যেটা আমার একেবারেই ভালো লাগছিল না ।তাই তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম বাড়ি ফেরার জন্য সেও আমার পিছন পিছন এসেছে দেখে খুব ভয়ে ছিলাম । প্রথমে মহিলাকে দেখে কেমন ভূত মনে হচ্ছিলো তারপর ভাবলাম এতো লোকের মধ্যে ভূত হবে না। তবে খুব একটা সুবিধার মনে হচ্ছিলো না।কে জানে কি ছিল? এই বিষয়ে পরবর্তী পোস্টে বিস্তারিত আলোচনা করবো।
আজ এই পর্যন্তই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর খুব সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তীতে।
তাহলে তো ভালোই ভয় পেয়ে গিয়েছেন আসলে মাঝে মাঝে মানুষের কিছু অসময়ের সুবিধা নিয়ে অনেকে চুরি করে ।যে বিষয়টি পাশের বাসার মেয়েটির সাথে ঘটেছে যেটা শুনে আপনি ভয় পেয়ে গিয়েছেন ভয় পাওয়াটাই স্বাভাবিক।
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন আপনি।
আসলেই তো ভয়ের খবর ৷ তবে শহরে এসব ঘটনা প্রায় ঘটে জানালা খুলে রাখলে এসব চুরির ঘটনা অনেক ঘটে ৷ যা হোক আপনি সাবধান অবলম্বন করবেন ৷
হ্যাঁ ভাই অবশ্যই সাবধান অবলম্বন করবো।
আপনি দেখছি বেশ ভালই ভয় পান।
আসলে মনের মধ্যে যত সংশয় আর সন্দেহ থাকে ভয় ততই বাড়তে থাকে।এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে রিলাক্স এ থাকুন দেখবেন কিছুই হবে না।
হ্যাঁ ভাই অবশ্যই চেস্টা করবো।
পোস্ট পড়ে শুরুর দিকে ভেবেছি মেয়েটি কোন বাচ্চা আর কিছু একটা না পেয়ে মাকে বিরক্ত করছে। পরে যখন জানতে পারলাম চোর মোবাইল চুরি করে নিয়েছে তখন খারাপই লেগেছে। তার উপর অজানা অদ্ভুত কেউ যদি হঠাৎ পিছু নেয় সেটাও অনেক ভয়ের বেপার। এতটুকু বলব সাবধানে থাকবেন দিনকাল খুব একটা ভাল না। ধন্যবাদ দিদি।
হ্যাঁ ভাই অবশ্যই সাবধানে থাকবো।
ব্যাপারটা তো আসলেই চিন্তার বিষয়। কারণ জানালা খুলে ঘুমানোর কারণে মেয়েটার ফোন চুরি হয়ে গিয়েছে। আর আপনিও সকাল বেলা জানালা খুলে আবার ঘুমিয়েছেন, এ ব্যাপারটা আসলেই বেশ দুশ্চিন্তার।আর পরবর্তীতে যে বললেন একজন মহিলা আপনার পিছনে পিছনে আসছিল। তাকে আপনার অন্যরকম মনে হয়েছে। আমার কাছে পড়েও কিছুটা ইতস্তত বোধ লাগছে, আসলে ঘটনাটা কি ছিল। তবে পরবর্তী পর্বে যেহেতু আলোচনা করবেন সেই অপেক্ষায় থাকলাম।
হ্যাঁ ভাই একটু চিন্তার বিষয়ই ঘটছে কালকে থেকে।
এটা আপনার মনের ভুল বলব। যাইহোক ঐ মেয়েটার ফোন চুরির কথা শুনে আমারও খারাপ লাগছে। কিছুদিন আগে আমাদের এলাকাতেও এইরকম ঘর থেকে ফোন চুরির ঘটনা ঘটেছে।
হ্যাঁ ভুলই কিন্তু কেমন অদ্ভুত ভাবে ঘটেছিল তাই একটু ভয় পেয়েছি।