টার্গেট ডিসেম্বর সিজন - ৫ উপলক্ষে ১০স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগ3 days ago
আসসালামু আলাইকুম/ আদাব

🌿আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং:।

বাংলায় ১২ ফাল্গুন ১৪৩১বঙ্গাব্দ ।

আরবি ২৫ সাবান ১৪৪৬ হি:।

20250225_124641.jpg

Source

হ্যালো বন্ধুরা........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।বেশ অনেকদিন পর আমি আপনাদের মাঝে একটি পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম।পাওয়ার আপ পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে।পাওয়ার আপ পোস্ট করলে মন হয় নিজের একাউন্টের সক্ষমতা একটু হলেও বৃদ্ধি পেলো। পাওয়ার আপ করতে হলে স্টিম প্রয়োজন। দীর্ঘ সময় কাজ করার পর আলহামদুলিল্লাহ আমি আবারও সেই সক্ষমতা অর্জন করেছি। আর এইটা শুধু সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগ এবং প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সার্বক্ষণিক ও সর্বদিক থেকে সাহায্য করার জন্য। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে কাজ করার সিন্ধান্ত নিয়েছি সেহেতু আমি পাওয়ার আপের মাধ্যমে আমার নিজের সক্ষমতা অর্জন করবো।

পাওয়ার আপ করার পূর্বে আমার স্টিম পাওয়ারে স্টিমের পরিমাণ।

IMG_20250225_111402.jpg

পাওয়ার আপ করার পূর্বে আমার একাউন্টে ২০৯০.৬২৯স্টিম ছিলো।
পাওয়ার আপ করার মুহূর্ত

IMG_20250225_111421.jpg

IMG_20250225_111444.jpg

IMG_20250225_111505.jpg

IMG_20250225_111524.jpg

পাওয়ার আপ করার পর আমার বর্তমান স্টিম পাওয়ারে স্টিমের পরিমান

IMG_20250225_111739.jpg

আলহামদুলিল্লাহ স্টিম পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারে মাএ ২১০০.৬২৯ স্টিম জমা হলো। সবাই দোয়া করবেন নতুন সিজেনে আমি যেন ধারাবাহিক ভাবে এই পাওয়ার আপ কার্যক্রম চালিয়ে যেতে পারি। এবং আমি যেনো এই ধারাবাহিকতা অনেক দিন ধরে রাখতে পারি। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnXqv8yMxzHNR6nUXKQkvfrP3ovLM9EsUu4UCgXa59s7GHNpnrVMyhKUUPdzi...KSUYpV4x15hWpVmBuiCqQUnihjHZtSQQLu1MKTdmTHAGm2LQqPmYRYZuTohyoRAcBCHeZgTdUfBZP2d4mXF2C6HgKH5SnFeZiAxVzDG9eJJQL7M6CsRCp85E7.webp

Sort:  
 3 days ago 

1740459381857.png

 3 days ago 

কমিউনিটিতে নিজের অবস্থানকে শক্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য পাওয়ার আপ করার বিকল্প কোনো ওয়ে নেই। তাইতো নিজের আইডির সক্ষমতা বাড়াতে প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজকে দশ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনার পাওয়ার আপ পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।

 3 days ago 

আমার পাওয়ার আপ পোস্ট পড়ে ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 days ago 

আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে বেশ ভালো লাগলো আপু। আপনি টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে ১০ স্টিম পাওয়ার আপ করলেন। আসলে আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 2 days ago 

আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 days ago 

নিজের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করে যাচ্ছেন। এই পাওয়ার আপ এর মাধ্যমে আপনিও ক্ষমতাবান হবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 days ago 

সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাই।

 3 days ago 

আজকের পাওয়ার আপের মাধ্যমে আপনি সামনের দিকে আরো একধাপ এগিয়ে গেলেন দেখে ভালো লাগলো। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ অনেক গুরুত্বপূর্ণ। আপনার করা পাওয়ার আপ দেখলে অন্যরাও উৎসাহিত হবে পাওয়ার আপের প্রতি। ধারাবাহিকতা বজায় রেখে এভাবেই এগিয়ে যান।

 2 days ago 

আপনার গঠন মূলক মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 days ago 

আপনি এই সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ২,১০০+ এসপি তে পৌঁছে গেলেন আপু। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 2 days ago 

জ্বি ভাই চেষ্টা করছি অল্প অল্প পাওয়ার আপের মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছানোর। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আপনি দশ টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো। দীর্ঘমেয়াদি কাজ করার জন্য এই সক্ষমতা বৃদ্ধি আপনাকে অনেকখানি এগিয়ে দেবে। আপনাকে আগামী লক্ষ্য পূরণের জন্য শুভকামনা জানাই।

 2 days ago 

আপনার মূল্যবান অভিমত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 20 hours ago 

দীর্ঘমেয়াদি কাজ করার জন্য আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে পাওয়ার আপ নিজে করা এবং অন্যকে উৎসাহিত করা। তবে ছোট ছোট পাওয়ার আপ গুলো বছর শেষে আমাদের জন্য অনেক বড় একটি এমাউন্ট হবে। আশাকরি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করে সামনের দিকে এগিয়ে যাবেন এবং নিজের স্বপ্ন পূরণ করবেন।

 18 hours ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.22
JST 0.031
BTC 80256.83
ETH 2139.65
USDT 1.00
SBD 0.65