শীর্ষ ধনীদের বইয়ে ঝোঁক

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি গত কয়েকদিন আগে একটি পেপার পড়ছিলাম। কারণ মাঝেমধ্যে পেপার পড়তে ভালো লাগে। যদিও এখন মোবাইল ইন্টারনেট ইত্যাদির যুগে পেপার পড়া হয় না বললেই চলে। কারণ পেপার আজকাল মানুষ খুব একটা নেয়ও না। অর্থাৎ বলা চলে যে পেপার পড়ার চেয়ে মোবাইলে দ্রুত পেপার পড়ে নেওয়া অনেক সোজা। যাই হোক, তাও আমাদের বাসাতে এটা প্রচলন রয়েছে। অর্থাৎ পেপার নেওয়ার।

তবে সত্য কথা বলতে খুব একটা যে পড়ার সময় পাই না।কিন্তু সেদিন আসলে কিছুটা সময় ছিলো, তাই ভাবলাম যে একটু পড়ে নেই। তো যথারীতি যে বলা সে কাজ। অর্থাৎ একটু ফ্রি টাইম পাওয়াতেই বসে বসে পেপার পড়ছিলাম একটা জায়গায় আমি একটা ব্যাপার খেয়াল করলাম এবং অনেক জায়গায় দেখেছি তো। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে ব্যাপারটি শেয়ার করি।

সেটা হলো, পৃথিবীতে যতো শীর্ষ ধনী কিংবা শীর্ষ ব্যক্তিত্বতার মানুষ রয়েছে। তারা সকলেই বই পড়ার প্রতি প্রচন্ড আগ্রহী এবং তাদের জীবনী পড়ে। যেটা বুঝলাম সেটা হলো তারা জীবনের কিংবা অর্থাৎ দিনের একটি সময় নির্ধারিত করে রাখে বই পড়ার জন্য। পরবর্তীতে তাদের আরো বিভিন্ন কিছু ঘাটাঘাটি করার পরে। অর্থাৎ পড়ার পরে এটাই বুঝলাম যে, উনারা উনাদের জীবনের সফলতার জন্য একমাত্র অবলম্বন কিংবা একমাত্র যাকে ধার্য করেন সেটা হলো বই।

ব্যাপারটি কিন্তু অনেক ক্ষেত্রেই সত্যি। অর্থাৎ বই পড়া অনেক বেশি ভালো একটি ব্যাপার। কারণ বই পড়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং একজন ধনী হওয়ার পিছনে মূল লক্ষ্য হয়। অর্থাৎ আমি সৎ ধনীর কথা বললে সেখানে কিন্তু একটা মূল লক্ষ্যই হয়, তা হলো সৎ ভাবে থাকার এবং ভালো মাধ্যমে বা ভালোভাবে টাকা ইনকাম করা।আর যার জন্য প্রয়োজন অনেক বেশি মেধা এবং যা আমরা পেয়ে থাকি বই থাকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67