ক্ষনিকের প্রশান্তি (লাজুক শিয়ালের জন্য ১০ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে)

in আমার বাংলা ব্লগ3 years ago

received_871015070468392.jpeg

received_169747355320450.jpeg

সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে সারাটা দিন একঘেয়েমিতার মধ্য দিয়ে সময় কাটে। প্রতিদিনের রুটিন একই রকম। সেই সকাল নয় টায় ঘুম থেকে উঠে পড়াশোনা, খাওয়া-দাওয়া, অনলাইনে কিছুটা সময় কাটানো এবং রাতে এসে লেখালেখি করা। প্রয়োজনে বাবা-মার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করা। এভাবেই প্রতিটা দিন কেটে যায়।

অথচ করোনা ভাইরাস আসার আগের বছরটা কতই না সুন্দর কেটেছে। ক্যাম্পাসে বন্ধু-বান্ধবদের সঙ্গে প্রতিদিন দেখা সাক্ষাৎ, আড্ডা এবং ঘুরতে যাওয়া সবই চলতো নিত্যদিনকার রুটিন এ।কতই না সুন্দর দিনগুলো কাটিয়েছি সেই সময়টাতে।আর এখন নিজেকে একঘরের ভিতরে বন্দি করে রাখতে হচ্ছে। বন্ধু-বান্ধবদের সঙ্গে দু একটা ভার্চুয়াল কথাবাত্রা ছাড়া তেমন একটা আলাপ হয় না। অথচ আগে প্রতিদিন এদের সঙ্গে না আড্ডা দিলে পেটের ভাত হজম হতো না। "চোখের আড়াল হলে,মনের আড়াল হয়"-এই উক্তির যথার্থতা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। আসলে জীবনের সব কিছু ক্ষণস্থায়ী, নিজের ব্যক্তিসত্তাই কেবল আমাদের বেঁচে থাকা পর্যন্ত চিরস্থায়ী।

তবে নিজের এলাকাতে পরিচিত কিছু ছোট ভাই এবং বন্ধুবান্ধব রয়েছে। যাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। আজকের বিকেলবেলায় তাদের সঙ্গে সময় কাটালাম। যদিও বা সব সময় তাদের সঙ্গে সময় দিতে পারিনা নিজের পড়াশোনা এবং অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারনে। আজ সারাটা দিন একাকিত্বের মধ্যে ভুগছিলাম। এইজন্য ভাবলাম পরিচিত মানুষদের সঙ্গে বাইরে কোথাও সময় কাটাই। আমার পরিচিতদের মধ্যে খুব কাছের কয়েকজন ছোট ভাই এবং বন্ধু বান্ধবদের দেখা করতে বললাম। আর আমি তাদেরকে কোথাও যেতে বললে কিংবা কোনো প্রয়োজনে ডাকলে তারা কখনো ফেলতে পারেনি। বিকেলবেলা তাদের ভালো একটা সময় কাটালাম। অনেক গল্পগুজব করলাম, সকল বিষয়ে খোঁজ খবর নিলাম এবং সব শেষে চা খেলাম। আজকের বিকেলবেলা সময়টা খুব দ্রুত কেটে গেল। আনন্দঘন মুহূর্তগুলো বুঝি খুব দ্রুত চোখের পলকে চলে যায়। অনেকদিন পর ক্ষনিকের এই আড্ডা মনের প্রশান্তি বাড়িয়ে দিল।

received_1228602570971451.jpeg

received_320625019831322.jpeg

ছবিগুলোর লোকেশন

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ খুবই সুন্দর একটি বিকেল কাঁটিয়েছেন তো তাহলে। কোভিট-১৯ আমাদের কাছ থেকে সব কিছু কেরে নিয়েছে। যদিও এখন তার প্রভাব অনেকটাই কম তার পরেও সেই আগের মতো করে দিন গুলো পাচ্ছি না।

চোখের আড়াল হলে,মনের আড়াল হয়"-এই উক্তির যথার্থতা

এই লাইটা কি সত্যি যথার্থ...?গভির ভাবে চিন্তা ভাবনা করে দেখলাম। কিছু কিছু ক্ষেত্রে মনে আড়াল হয় আবার কিছু কিছু ক্ষেত্রে মনের আড়াল হয় না। তবে মনের আড়াল খুব কম হয়।

সুন্দর উপস্থাপন করেছেন,বেশ ভালো লাগলো😍😍

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার ভাগ করা আজকের পোস্টটি।ধন্যবাদ ও শুভকামণা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

করোনা আসার পর থেকে আমার সময়টা অনেকটা ঘরবন্দি থেকে কাটে। কোনো প্রয়োজন ছাড়া শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য আর বাইরে বের হওয়াই হয় না। কিন্তু আগে কী সুন্দর সময় কাটাতাম। সময়গুলোর সাথে করোনার ভয়াবহতাও মনে করিয়ে দিলেন।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

করোনা ভাইরাস আসার আগের বছরটা কতই না সুন্দর কেটেছে। ক্যাম্পাসে বন্ধু-বান্ধবদের সঙ্গে প্রতিদিন দেখা সাক্ষাৎ, আড্ডা এবং ঘুরতে যাওয়া সবই চলতো নিত্যদিনকার রুটিন

আসলে অনেকটা বাস্তবধর্মী কথা তুলে ধরেছেন। একটা সময় স্কুল-কলেজে যে অনেক আড্ডা ভালোবাসা অনেক ভালো লাগতো। কিন্তু এখন করোনা ভাইরাসের কারণে বাড়িতে বসে থাকতে হয় অলটাইম। একদম একাকীত্ব হয়ে যাচ্ছি দিন দিন আমরা। আসলেই অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন সবগুলো কথা।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.032
BTC 82845.36
ETH 1798.02
USDT 1.00
SBD 0.67