শিক্ষকতা হল একটি সম্মানিত পেশা

FB_IMG_1630946608687.jpg
শিক্ষাই জাতির মেরুদন্ড। মেরুদন্ড ছাড়া যেমন একজন মানুষ চলতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া একটি জাতি উঠে দাঁড়াতে পারে না। আর জাতির মেরুদন্ড সচল রাখতে যে পেশার লোকজন সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেন, তারা হলেন আমাদের প্রাণপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষকগণ।

শিক্ষকতা পেশার যে ব্যাপক সম্মান এবং শ্রদ্ধার, তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আমার টিউশন জীবনে। আমি আমার আগের একটি কনটেন্ট এ আমার টিউশন জীবন নিয়ে আলোচনা করেছিলাম। টিউশন জীবনের যাত্রা শুরু হয়েছিল সপ্তম শ্রেণি থেকে। তখন থেকেই আমি ছাত্রদের কাছ থেকে ব্যাপক সম্মান এবং মর্যাদা পেয়েছি। আমাদের এলাকায় তৃতীয় শ্রেণি থেকে শুরু করে পরবর্তীতে গিয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত যে সকল ছাত্রদের পরিয়েছি, তাদের কাছ থেকে ব্যাপক সম্মান পেয়েছি এবং এখনও দেখা হলেই তারা সালাম দেয়, কথাবার্তাও বলে। আমার বয়সী বন্ধুবান্ধবরা আমার মত এত সম্মান পায় না। আসলে জীবনে টাকার চেয়ে সম্মানই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। টাকা পয়সাই জীবনের সবকিছু নয়। সবার জীবনে সম্মানকেই প্রাধান্য দেওয়া উচিত। পারিবারিকভাবে আমি তেমন একটা সচ্ছল পরিবারের না হলেও, যে সকল পরিবারের সন্তানরা টাকার অভাবে পড়াশোনা করতে পারে নি তাদেরকে আমি ফ্রি পরিয়েছি। দিনশেষে সম্মান এবং আত্মতৃপ্তিই বড় বিষয়। যা টাকার বিনিময়ে কখনোই পাওয়া সম্ভব না।

শিক্ষকতা পেশা একটি মহৎ পেশা এবং ব্যাপক সম্মানের। সুতরাং এই সম্মানিত পেশায় নিয়োজিত মহৎ লোকজনদের যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করা উচিত। বলা হয়ে থাকে, বিদ্যা দানে বাড়ে এবং অন্নদানে কমে। সুতরাং এই মহান পেশায় কার্পণ্য না করে ছাত্রদের মন প্রাণ উজাড় করে দিয়ে সর্বোচ্চ শিক্ষা দেওয়া উচিত।

FB_IMG_1630946596764.jpg

FB_IMG_1630946568151.jpg

Sort:  
 3 years ago 

খুবই শিক্ষনীয় একটি পোস্ট। অনেক তর্থ ভিঠিক একটা কন্টেন্ট। অনেক কিছু নতুন করে জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

একজন শিশুকে সুদক্ষ নাগরিক এবং মানুষের মত মানুষ করে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা সবথেকে বেশি। সুতরাং শিক্ষকদের ভূমিকা অবশ্যই অনেক উপরে

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

একজন শিক্ষার্থীকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনাদের মত শিক্ষকরা গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।আমি শিক্ষকদের ভূমিকা এবং ছাত্রদের প্রতি শিক্ষকের যে ত্যাগ সেটা কোন কিছু দিয়েই পরিমাপ করা যাবে না।ভালোবাসা নিবেন স্যার।

আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন শিক্ষকতা একটি সম্মানিত পেশা। শিক্ষকরা সর্বস্তরে এবং সর্বত্র সম্মানিত। আমি শিক্ষকদের খুবই সম্মান করি। কারণ শিক্ষকদের শিক্ষা পেয়েই আমরা জীবন গঠন করেছি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত শিক্ষকদের সম্মান করা।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

কথা গুলো অসাধারণ ছিলো... ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট করার জন্য

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক। আমার ভালো লেগেছে যে আপনি অনেক ছোট থেকেই শিক্ষকতা পেশার সাথে নিয়োজিত ছিলেন। অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।যা আপনার জীবনে অনেক কিছু শিখিয়েছে।আপনি সম্মানের কাজ করেছেন বলেই সম্মান পেয়েছেন। দোয়া রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার টিউশন জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67