সুপারওয়াক এ আমার ৭ দিনের একটিভিটিস।

in আমার বাংলা ব্লগ4 months ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

সুপারওয়াক এ আমার ৭ দিনের একটিভিটিস।

Screenshot_20241231-210225_SuperWalk.jpg

যখন থেকে সুপার ওয়াক এই সফটওয়্যারটি আমাদের কমিউনিটিতে পাবলিশ করা হয়, তখন থেকে এটি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছিলাম।এরপর থেকেই এই অ্যাপের কাজ বোঝার চেষ্টা করেছি এবং প্রতিনিয়ত নিজের হাঁটাহাঁটির একটিভিটি গুলো এখানে রেকর্ড হতে দেখলাম এবং সেগুলো স্ক্রিনশট নিতে শুরু করলাম।

তবে এই অ্যাপটিতে দুটো অপশন রয়েছে একটি হচ্ছে ব্যাসিক মোড, আরেকটা হচ্ছে প্রো মোড়। তবে আমরা বেশিরভাগ বেসিক মোড় ইউজ করেছি। আর ব্যাসিক মোড ইউজ করেই আমি প্রতিদিন এদিক-ওদিক হাঁটাহাঁটি করি, বা কর্ম ব্যস্ততায় যতটুকু চলাফেরা হয় সবটাই এই অ্যাপের মাধ্যমে রেকর্ড হয় এবং সেগুলি স্ক্রিনশট করে রেখে দিতাম প্রতি সপ্তাহে ৭ দিনের একটিভিটি নিয়ে একটি পোস্ট করবো বলে।

আসলে এই ধরনের অ্যাপের সাথে আমি আরো আগে পরিচিত। কারণ এই অ্যাপের অবর্তমানে আরেকটি অ্যাপ ছিল সেটা হচ্ছে একটিফিট।এই একটিফিট অনেক আগে ইউজ করতাম তবে এটি এখনোও সচল রয়েছে তবে সম্ভবত সেটি হাইব প্ল্যাটফর্ম এর সাথে সংযুক্ত। অনেক বছর এই একটিফিট ইউজ করেছিলাম, তবে এখন সেটা বাদ দিয়ে সুপার ওয়াক ব্যবহার করছি। আমার কাছে দুটো সফটওয়্যারই বেশ ভালো লেগেছে।

তবে সুপার ওয়াক বেশি ভালো লেগেছে কারণ এখানে দুটো অপশন রয়েছে প্রো এবং বেসিক। বলতে গেলে এটা একটিফিট থেকে অনেক বেশি আপডেট।যাইহোক আমি প্রতি সাতদিনের একটিভিটি আপনাদের মাঝে তুলে ধরলাম যেখানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কতটুকু একটিভিটি হয় সবই দুটি স্ক্রিনশটের মাধ্যমে তুলে ধরলাম। আশা করছি আপনারা আমার এই ব্লগ দেখে অবগত হবেন। চলুন তাহলে এইবার স্ক্রিনশট গুলো দেখে নেয়া যাক।

20250107_083307.jpg

20250107_083426.jpg

20250107_083443.jpg

20250107_083500.jpg

20250107_083629.jpg

20250107_083724.jpg

Screenshot_20250107-083135_SuperWalk.jpg

কষ্ট করে ব্লগটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। যাইহোক কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণসুপার ওয়াক।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
লোকেশন- বাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 4 months ago 

প্রতিনিয়ত এই অ্যাপসটা ব্যবহার করে হাঁটাচলা করছেন এটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। হাঁটাচলা করা স্বাস্থ্যের জন্য আসলেই অনেক ভালো বিষয়। আপনারা হাঁটাচলা করার পরিমাণটা তো অনেক ভালই রয়েছে তাই স্ক্রিনশট গুলো দেখেই বুঝতে পারলাম।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইজান সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য,।

 4 months ago 

আপনি সুপারওয়াক এর আগেও আরও একটি সফটওয়্যারের সাথে যুক্ত ছিলেন শুনে ভালো লাগলো, তবে হ্যাঁ ঠিকই বলেছেন সুপার ওয়াক অন্য সফটওয়্যার গুলোর থেকে একটু আলাদা এখানে দুটো অপশন রয়েছে। গত সপ্তাহের সুপার ওয়াকে আপনার একটিভিটিস দেখতেছি চমৎকার ছিল। তবে মনে হচ্ছে এখানে দুই সপ্তাহের একটিভিটিসের স্ক্রিনশট দিয়ে ফেলেছেন ভাইয়া। যাই হোক সুপার ওয়াকের অ্যাক্টিভিটিস আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

জি ভাই আর সেটা ছিলো এক্টিফিট।

 4 months ago 

Screenshot_20250107-095617_Chrome.jpg

Screenshot_20250107-095502_Chrome.jpg

Screenshot_20250107-083135_SuperWalk.jpg

 4 months ago 

অনেক তো হাটলেন ভাইয়া। আসলে এমন করে হাটলে কিন্তু দুই দিক দিয়েই সুবিধা। যেমন ইনকামও আসে, আবার শরীর দেহ আর মন সবই থাকে প্রাণোবন্ত। আপনার হাটা দেখে বুঝাই যাচ্ছে যে আপনি একজন একটিভ মানুষ। যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ পোস্টিটি শেয়ার করার জন্য।

 3 months ago 

জি আপু অনেক হাটলাম।

 4 months ago 

দীর্ঘ এক সপ্তাহ ব্যাপী আপনি সুপারওয়াক অ্যাপ্লিকেশন এর মধ্যে বেশ ভালোই পয়েন্ট অর্জন করেছেন। আসলে হাঁটাহাঁটি করে উপার্জন করা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাইহোক, আশা করছি আপনার এই কাজের ধারাবাহিকতা সব সময় অব্যাহত থাকবে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 months ago 

রিয়াদ ভাই আপনার জন্যও শুভকামনা রইল।

 4 months ago 

সুপারওয়াক এ আপনার ৭ দিনের একটিভিটিস দেখতে পেলাম।সত্যি ই এটা ভীষণ উপকারী একটি অ্যাপস।এই অ্যাপসের মাধ্যমে নিজের প্রতিদিনের হাঁটাহাঁটি গুলো কাউন্ট করা যায়। তাতে আমরা বুঝতে পারি কতটুকু হেঁটেছি। আপনার এক সপ্তাহের একটিভিটিস দেখে ভীষণ ভালো লাগলো। প্রতিনিয়ত এভাবে এগিয়ে যাবেন এমনটাই আশাকরি।

 3 months ago 

অনেক ধন্যবাদ আপু আসলেই এই অ্যাপসের মাধ্যমে নিজের প্রতিদিনের হাঁটাহাঁটি গুলো কাউন্ট করা যায়।

 3 months ago 

Nominated 💧

অবশ্যই করণীয়: এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( $6-$7) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।

আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।

টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd

 3 months ago 

@rex-sumon অনেক চেষ্টা করে কাইয়া টোকেন ব্যাক করে আজকে কিনেছি ভাই।ধন্যবাদ আপনাকে।
Screenshot_20250108-110814_SuperWalk.jpg

 3 months ago 

আপনার SuperWalk পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি ভালোই হাঁটাহাঁটি করেছেন। আসলে হাঁটাহাঁটি করলে আমাদের শরীরের জন্য ভালো হয়। সেই সাথে ভালো কিছু করাও যায়। আর আপনার এই পোস্ট দেখে অনেক উৎসাহিত হবে। তারা চেষ্টা করবে SuperWalk অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য।

 3 months ago 

♥️♥️ধন্যবাদ ভাই।

 3 months ago 

SuperWalk অ্যাপস বর্তমান অনেক জনপ্রিয় একটি অ্যাপস।আমি চেষ্টা করি প্রতি টা দিন হাঁটাহাটি করার।যত হাঁটবো ততই বেশি কয়েন আর্ন করা যাবে এবং শরীরের জন্য অনেক উপকারী। যাইহোক আপনার ৭ দিনের এক্টিভিটি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ ভাই যথাযথ মন্তব্য করে সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93132.78
ETH 1779.26
USDT 1.00
SBD 0.86