সুপারওয়াক এ আমার ৭ দিনের একটিভিটি।

in আমার বাংলা ব্লগ3 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

আসলে এই অ্যাপটি আমার জন্য একদমই নতুন। এ ধরনের কোন বিষয়বস্তুতে আগের কখনো এক্সপেরিয়েন্স ছিল না। তাই অনেক পরে আমার সাতদিনের একটিভিটি শেয়ার করতে যাচ্ছি।তবে নতুন অবস্থায় ধীরেধীরে বোঝার চেষ্টা করছি অ্যাপটির অপশনগুলো। আশা করছি খুব শীঘ্রই ধীরে ধীরে বুঝে যাব।

আমি এখনো কোনো সু বাই করিনি। তবে খুব শীঘ্রই মিনিমাম এমাউন্টের হলেও একটি সু বাই করবো। আর যখন বাই করবো সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করবো।তবে আমার গত সাত দিনের একটিভিটি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম সেগুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম।

IMG-20250108-WA0002.jpg

IMG-20250108-WA0003.jpg

IMG-20250108-WA0004.jpg

IMG-20250108-WA0005.jpg

IMG-20250108-WA0006.jpg

IMG-20250108-WA0008.jpg

IMG-20250108-WA0009.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

সুপারওয়াক এ আপনার ৭ দিনের একটিভিটি দেখে বেশ ভালো লাগলো। আপনি কম বেশি নিয়মিত হাঁটাহাঁটি করেছেন। আসলে নিয়মিত হাঁটাহাঁটি করলে আমাদের শরীর সুস্থ থাকে মন ও ভালো থাকে। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। ভালো লাগলো মন্তব্য দেখে। ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

সুপারওয়াক নিয়ে আপনার এক্টিভিটিস দেখে খুব ভালো লাগলো। আপনি প্রতিদিন মোটামুটি হাঁটাহাঁটির মাধ্যমে এক্টিভিটিস ধরে রেখেছেন দেখে খুব ভালো লাগলো। আমরা এই অ্যাপসের মাধ্যমে একসাথে দু'টো কাজ করতে পারি বলে খুব ভালো লাগে। আপনি অল্প পরিমাণে সু বাই করবেন জেনে খুশি হলাম। এভাবে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

সব সময় তো বেশি হাঁটা হয় না মাঝে মাঝে কিছু হাঁটা হয়।ধন্যবাদ আপু মন্তব্য দেখে ভালো লাগলো।

 3 months ago 

হাঁটাহাঁটি করা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন। হাঁটাহাঁটি করলে আমাদের শরীর ভালো থাকে। আপনি দেখছি নিয়মিত হাঁটাহাঁটি করার মাধ্যমে আপনার অ্যাক্টিভিটি ধরে রেখেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

একদম ঠিক বলেছেন আপু হাটাহাটি করা আমাদের সবার শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

 3 months ago 

আপনার সাত দিনের এক্টিভিটিস দেখে খুবই ভালো লাগলো। আসলে আমরা যদি প্রতিনিয়ত কম বেশি হাঁটাহাঁটি করি তাহলে আমাদের নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তাই এই বিষয়টা মাথায় রেখে আমাদের প্রতিনিয়ত একটিভিটি চালিয়ে যেতে হবে।

 3 months ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। ভালো লাগলো আপনার মন্তব্যটা, ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

20250109_185856.jpg

Screenshot_20250109-190400_SuperWalk.jpg

 3 months ago 

আপু আপনার মতো আমার কাছে ও এই অ্যাপটি নতুন।তাই বুঝতেও সময় লাগছে। আপনি এক সপ্তাহের একটিভিটিস আজ শেয়ার করেছেন। আশাকরি ধীরে ধীরে এগিয়ে যাবেন সবার মতো করে।অভিনন্দন রইলো আপনার জন্য।

 3 months ago 

জ্বী আপু ধীরে ধীরে সব কিছুই বুঝতে পারবেন আমার মত, ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

Nominated 💧

অবশ্যই করণীয়: এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( $6-$7) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।

আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।

টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd

 3 months ago 

জ্বী ভাইয়া অবশ্যই আমি এখনই এটা ক্রয় করে নেব।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.030
BTC 84444.53
ETH 1586.77
USDT 1.00
SBD 0.88