Superwalk থেকে NFT Buy করার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১২ ই জানুয়ারি, রবিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000161128.png



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন হলো গ্রামের বাড়িতে এসেছি এখানে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় এডমিন rex-sumon ভাই দারুন একটি অ্যাপসের সন্ধান দিয়েছে। আর এই অ্যাপস এর সাথে আমার বাংলা ব্লগের কোলাবরেশন রয়েছে। এই অ্যাপসের মাধ্যমে হাঁটাহাঁটি করে ক্রিপ্টো কয়েন আর্নিং করা যাবে। তাই আমাদের কমিউনিটি সবার উচিত SuperWalk অ্যাপ সম্পর্কে জানা এবং এই অ্যাপস এর সাত দিনের এক্টিভিটিস নিয়ে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে একটি করে পোস্ট করা। অবশ্য বর্তমানে এই নিয়মটা আমার বাংলা ব্লগের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। এটা যে শুধুমাত্র একটা নিয়ম তা নয় এটা আমাদের জন্য একটা সুযোগ বলা যেতে পারে। আমরা যত বেশি SuperWalk এ এক্টিভিটিস বজায় রাখতে পারব আমাদের আর্নিং করার পথ তত বেশি সুগম হবে। আমি Superwalk থেকে $GRND টোকেন দিয়ে NFT বাই করার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করবো।



Screenshot_20250110_180949_SuperWalk.jpg

বর্তমানে হাঁটাহাঁটি করে আয় করার সবথেকে জনপ্রিয় মাধ্যম হলো Superwalk অ্যাপস । আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে এই অ্যাপস এর কোলাবারেশন থাকার কারণে এখানকার প্রত্যেকটি সদস্যই এই অ্যাপস ব্যবহার করে কিটো টোকেন আর্নিং করে। Superwalk অ্যাপস দুইভাবে ব্যবহার করা যায় একটা হচ্ছে বেসিক মুডে অন্যটা প্রো মুডে।

Screenshot_20250110_181018_SuperWalk.jpg

Superwalk অ্যাপস Pro মুডে ব্যবহার করতে হলে এখানে ডলার ইনভেস্ট করতে হয় এবং এনএফটি বাই করতে হয়। আমি প্রথম অবস্থায় বেসিক মোড ইউজ করতাম তারপর কয়েকদিন আগে ভাবলাম যে আমিও এখানে ডলার ইনভেস্ট করে এনএফটি বাই করবো। কারণ এখান থেকে NFT BUY করে হাটাহাটি কিংবা দৌড়াদৌড়ি করলে বেশি পরিমাণে ক্রিপ্টো টোকেন আর্নিং করা যায়।

Screenshot_20250110_182114_SuperWalk.jpg

আমি প্রথমে get.io apps থেকে $GRND টোকেন ডলার দিয়ে কিনে Superwalk এ ডিপোজিট করতে চেয়েছিলাম। কিন্তু google অথেন্টিকেশন কোডের সমস্যার কারণে সেখান থেকে করতে ব্যর্থ হই। যেহেতু Superwalk থেকে এন এফ টি বাই করার অনেক ইচ্ছা ছিল তাই বিকল্প পথ খুঁজতে থাকি নিজে নিজেই।

Screenshot_20250110_182129_SuperWalk.jpg

তারপর আমাদের কমিউনিটির সদস্য থেকে জানতে পারলাম যে, বাইনান্স থেকে আলাদা একটি টোকেন কিনে Superwalk এ ডিপোজিট এর মাধ্যমে সেখান থেকে সোয়াপ করে $GRND টোকেন বানিয়ে এনএফটি বাই করা সম্ভব।

Screenshot_20250110_182459_SuperWalk.jpg

এটা জানার পরে আমার বাইনানস অ্যাপসে গিয়ে সেখান থেকে ১০ ডলার দিয়ে $KAIA টোকেন বাই করি। তারপর SuperWalk এর ডিপোজিট এড্রেসে বাইলেন্স থেকে $GRND টোকেন ডিপোজিট করি। এবার আমাদের এডমিন সুমন ভাইয়ের পোস্ট থেকে NFT বাই করার প্রসেস দেখে নিই।

Screenshot_20250110_182509_SuperWalk.jpg

তারপর $KAIA টোকেন সোয়াপ করে $GRND এ রূপান্তরিত করি। তারপর স্পেন্ডিং সহ বেশ কয়েকটা ধাপ পার করে এনএফটি বাই করার জন্য মার্কেটপ্লেসে যায়। এখান থেকে আমি একটা সুন্দর লাল রঙের জুতা 103.9 $GRND টোকেন দিয়ে বাই করি।

Screenshot_20250110_192443_SuperWalk.jpg

SuperWalk অ্যাপ থেকে NFT বাই করার পরে মনের ভিতর ভীষণ ভালো লাগছিল। সত্যি বলতে এটা দারুন একটা অনুভূতি ছিল। NFT বাই করার পরে শুরু হল আমার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি। আমি যেহেতু রানার জুতা কিনেছি তাই এটা দৌড়ানোর জন্য পারফেক্ট। প্রতিদিন কিছুটা পথ হলেও দৌড়ায়ে নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করছি আর পাশাপাশি ক্রিপ্টো টোকেন আর্নিং করার চেষ্টা করছি।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
স্কিনশট: SuperWalk অ্যাপস
লোকেশন: খোকসা, কুষ্টিয়া

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 months ago 
1000161399.jpg1000161402.jpg1000161400.jpg1000161401.jpg
 2 months ago 

মধ্যেই আপনি Nft কিনেছেন এটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আমিও ভাবছি যে এটা কিনব আজকালের মধ্যেই। আপনি যে জুতাটা পছন্দ করেছেন আমিও সেটাই পছন্দ করেছি কেনার জন্য।

 2 months ago 

আমি যে এনএফটি জুতা পছন্দ করে কিনেছি আপনিও সেটা কিনেছেন জেনে খুবই ভালো লাগলো। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনার এনএফটি কেনার অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো। সুপার ওয়াক এপটি আসার পর সবার হাটার গতি বেশ বেড়েছে। আশাকরি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।

 2 months ago 

এটা সত্যি বলেছেন ভাই এই অ্যাপস আসার পরে আমাদের হাটাহাটির গতি অনেক বৃদ্ধি পেয়েছে। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

এন এফ টি শু কিনেছেন দেখে ভালো লাগলো। আমাদের এখানে ওই অ্যাপটাই কাজ করছে না যেটাতে গ্র্যান্ড কিনতে পারবো।। আমি চেষ্টা করেছিলাম একদিন সুমন ভাইয়ের সাহায্য নিয়ে কিন্তু হলো না। ফলত জুতো চেনাই হলো না। আশা করব আপনি আপনার হাটাহাটির একটিভিটি বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।

 2 months ago 

আমি সুমন ভাইয়ের থেকে হেল্প নিয়েছিলাম তারপর একা একাই করেছিলাম এনএফটি বাই করেছিলাম। হ্যাঁ দিদি হাঁটাহাঁটির অ্যাক্টিভিটিস অবশ্যই বজায় রাখার চেষ্টা করবো। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 months ago 

SuperWalk অ্যাপস বর্তমান জনপ্রিয় একটি অ্যাপস। আসলে NFT বাই করে আপনি আর্নিং শুরু করছেন এটা শুনে খুবই ভালো লাগলো। যত বেশি হাঁটাচলা করবেন বা দৌড়াদৌড়ি করবেন ততই বেশি কয়েন আর্ন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যাঁ ভাই বর্তমানে হাঁটাহাঁটির জন্য SuperWalk অ্যাপস বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যত বেশি হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করা যাবে ততই আর্নিং বৃদ্ধি পাবে। আপনার সুন্দর মন্তব্য করে খুবই ভালো লাগলো।

 2 months ago 

আমি ও কিছুদিন ধরে ভাবছি যে একটা এনএফটি কিনবো। আজকে দেখছি আপনি এনএফটি কিনেছেন এবং সেটা শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো।সুপার ওয়াক অ্যাপসটি আসার পর সবার হাটার গতি বেশ বেড়েছে। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

অবশ্যই ভাই SuperWalk অ্যাপ থেকে এনএফটি কিনে হাঁটাহাঁটি করবেন আশা করি কিছু আর্নিং হবে। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

হাঁটাহাঁটি করা শরীরের পক্ষে খুবই ভালো।তার উপরে যদি হাঁটাহাঁটি করে ইনকাম করা যায় তাহলে তো কথাই নেই, নিঃসন্দেহে এটা খুবই কাজের অ্যাপস।যাইহোক আপনি NFT বাই করেছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

হ্যাঁ দিদি হাঁটাহাঁটি করা শরীরের পক্ষে খুবই উপকার। আর হাঁটাহাঁটির সাথে যদি কিছু আয় উপার্জন হয় সেটা তো বেশ ভালই হয়। আপনার সুন্দর মন্তব্য করে খুবই ভালো লাগলো দিদি।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 79022.19
ETH 1861.04
USDT 1.00
SBD 0.87