আত্নহত্যা ১🥲

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বাগ করে নেব আমার পাশের বাড়িতে ঘটে যাওয়া একটি বাস্তব আত্মহত্যার ঘটনা।

তো চলুন দেখা যাক ঘটনাটি কেমন।

আমাদের বাড়ির পাশেই হাজি বাড়ি।আমাদের বাড়ির নাম বকসী বাড়ি, তার পাশের কিছু বাড়ি আছে সেগুলো চাকী বাড়ি।পাশের আর এক গ্রামের নাম চৌধুড়ি বাড়ি।আসলে যায় যা পদবী সে অনুযায়ী সবাই বাড়ির নাম রেখেছে। তো হাজী বাড়ির এক হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন তার নাম অনুযায়ী তাদের বাড়ির নাম কেউ কেউ আবার ডাক্তার বাড়িও বলে ডেকে থাকে।

IMG-20240619-WA0000.jpg
ইমেজ সোর্স

সেই ডাক্তারের চার ছেলে দুই মেয়ে সেগুলো প্রথম ঘরের সন্তান। বউ মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন এবং সে ঘরে চার চারটি কন্যা সন্তান। ছেলে সন্তান নেই।হাজী বাড়ির সেই ডাক্তারের অনেক নাম ডাক থাকলেও তার ছেলেদের কে তেমন সুশিক্ষিত করে তুলতে পারেন নি।এক ছেলে শুধু মাদ্রাসায় মাষ্টারী করে বাকি গুলো ঢাকায় কোম্পানি ও গার্মেন্টসে চাকুরী করেন।জমিজমা রয়েছে বেশ তবে অনেক ছেলে মেয়ে হওয়াতে বানরের পিঠা ভাগের মতো অবস্থা হয়ে গেছে।
যাই হোক বড়ো ঘরের এক লম্পট টাইপের ছেলে রয়েছে। যদিও বা আজ অবদি ওনাকে দেখা হয়নি আমার।ওনি ঢাকায় থাকেন এবং আমি বাড়ি থেকে একদমই বের হইনা বল্লেই চলে তাই দেখা হয়নি ওনাকে।তো ওনাকে লম্পট বলার কারণ ওনি একাধিক বিয়ে করে এবং বউ থাকাকালীন প্রেমের জালে মেয়েদের কে ফাঁসায়।তবে বাবা মায়ের পছন্দের বিয়ে করা বউ থাকে গ্রামে তাদের ঘরে এক ছেলে এক মেয়ে রয়েছে।ভালো ও বংশীয় পরিবারের সেই মেয়ে।
গ্রামে ওই লোকটি মাঝে মাঝে আসে এবং বউকে নানান ভাবে শারীরিক ও মানসিক টর্চার করে।মুখ বুজে সহ্য করে ছেলে মেয়ে দুটোর মুখ পানে চেয়ে। পরিবারের সবাই আবার ঐ বদ লোকটির পক্ষ নিয়ে কথা বলে সব সময়।পরিবারের সবাই বউ কেই দোষারোপ করে।
একদিন হাজিবাড়ির ঐ লম্পট লোকটি ঢাকা থেকে বাড়িতে আসে। ওনার বউ স্বামীর জন্য ভালো মন্দ রান্না করে।খেতে ডেকেছে বরকে কিন্তুু বর বউকে জানায় আবারও বিয়ে করবে।এই নিয়ে স্বামী,স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হতে থাকে।স্বামী কে বলে যে সে আর এ জীবন রাখতে চায় না।স্বামী অকপটে বলে দেয় মরলে মর তোক দেখতে মন চায় না।এসবের মাঝপ লম্পট ঐ লোকটির মা মানে সৎ মা ও ভাবী লোকটির পক্ষ নিয়ে গালিগালাজ করে এবং আত্মহত্যার জন্য উস্কানী মূলক কথা বার্তা বলতে থাকে।যেমন কেমন মেয়ে মানুষ তুমি যে বরকে কন্ট্রোল করতে পারো না তোমার কারণে সে বিয়ে করতে চায় বরকে খুশি রাখতে না পারলে তে বিয়ে করবেই। এসব শুনে বউটি রাগে দুঃখে ঘরের দরজা লাগিয়ে দেয়। তখন আশেপাশের বাড়ির মহিলারা গিয়ে দরজা ধাক্কাধাক্কি করতে থাকে। বাচ্চা দুটো কান্না কাটি করতে থাকে।এসবের মাঝে ওনার শ্বশুড়ি ও জা বলতে থাকে এই তোরা চুপ থাক ঐ মহিলা অভিনয় করে যে মরার সে গোপনে মরবে। সবার সামনে এভাবে নাটক করবে না মরার।
সম্ভবত মহিলাটি মনের দুঃখে দরজা লাগিয়েছিলো কিন্তুু শ্বশুড়িও জায়ের এমন কথায় শাড়ির আচল গলায় দড়িয়ে ফ্যানের সাথে গলায় ফাঁসি দেয়।গ্রামের মহিলারা বাইরের দাড়িয়ে ছিলো বুঝতে পারেননি তিনি সত্যি একবুক অভিমান নিয়ে ছেলে মেয়েদের কথা না ভেবে সত্যি গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করে বসবে।
দরজা লাগানোর দশ মিনিটের মাথায় নাকি পুরা ঘর মেজমেজ করে উঠেছে। টিনের চালার ঘর জন্য শব্দ স্পষ্ট হয়েছে। তখন আর কারো জানার বাকি থাকে নি যে সত্যি ওনি গলায় ফাঁস দিয়েছে।তখন শ্বশুড়ি ও জা চুপ হয়ে গেছে। গ্রামের মানুষ গিয়ে দরজা ভেঙ্গে দেখেন ওনি ঝুলছে। তরিঘরি করে নিচে নামিয়েছে আর তখনি শেষ নিশ্বাস ত্যাগ করেছে ।বউ আত্মহত্যা করেছে জেনে স্বামী তখনি বাড়ি থেকে পালিয়ে গেছে। মায়ের নিথর দেহের পাশে দু ভাই বোনের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
থানায় খবর দিয়েছেন। পুলিশ আসার অপেক্ষায় বসে আছে সবাই। পুলিশ কে জানানো হয়েছে মানসিক রুগি ছিলেন।আত্নহত্যাকারী মহিলার বাবার বাড়ি থেকে ভাই এসে বাচ্চাদের নিয়ে গিয়েছিল এবং থানায় ডায়রি করেছে।অনেক দিন চলেছে সেই কেস তবে পরে কি না কি ভাবে জানি ধামাচাপা পড়ে গেলো কেসটি তা আর জানি না।
যখন মনে পড়ে ঘটনাটি তখন খুব খারাপ লাগে।মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের এইরকম ভাবে আত্মহত্যার প্রতি কিভাবে উস্কে দিতে পারে সেই কথা ভেবে ভেবে আমি কষ্ট পেয়েছি অনেক দিন।
এরকম হাজারো মায়ের মৃত্যু হয় স্বামী ও শ্বশুড় বাড়ির লোকদের কারণে।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারে রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240617_223243.jpg

Sort:  
 8 months ago 

খুবই দুঃখজনক ঘটনা। কোন অবস্থাতেই আত্মহত্যা সঠিক সিদ্ধান্ত নয়৷

 8 months ago 

ঠিক বলেছেন দিদি।

 8 months ago 

বর্তমানে এমন ঘটনা অহরহ ঘটছে যা খুবই দুঃখজনক। এ ধরনের কিছু লম্পট টাইপের ছেলে এ ধরনের উস্কানিমূলক শাশুড়ি এবং জায়ের জন্য কত গুলো জীবন নষ্ট হচ্ছে।সাথে বাচ্চা গুলো মা হারা হয়ে গেল।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 months ago 

ঠিক বলেছেন আপু এরকম ঘটনা অহরহ ঘটছে।ধন্যবাদ সাবলীল মন্তব্য করার জন্য।

 8 months ago 

খুবই খারাপ লাগলো আপু আপনার শেয়ার করা গল্পটি পড়ে। আসলে আত্মহত্যা কখনো সমাধান না। আসলে ঘটনাটি পড়ার পর কি মন্তব্য করব বুঝতে পারছি না। কারণ এটি খুবই হৃদয়বিদারক।

 8 months ago (edited)

একদম ঠিক বলেছেন এই ঘটনা টি হৃদয়বিদারক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64