কারো পরাধীনতাই কারো স্বাধীনতা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে কিছু কিছু ব্যাপার মাথার মধ্যে যেনো জট পেকে যায়। কিছুতেই যেনো সেই জট খুলতে চায় না। অনেক চিন্তা ভাবনা অনেক বিশ্লেষণ করার পরেও কোনো একটা সিদ্ধান্তে কিংবা কোনো একটা বক্তব্যে যেনো কোনোভাবেই আসতে পারি না। এই ব্যাপারটিও ঠিক তেমনটাই। অর্থাৎ মাঝেমধ্যে আমরা স্বাধীনতা ব্যাপারটিকে অনেক ভাবেই মিসলিড করি কিংবা আসলে মিসান্ডারস্ট্যান্ড করি।
কারণ এটা ব্যাপার খেয়াল করে দেখেন যে, আমরা আসলে যে স্বাধীনতাটি অর্জন করি। সেটা কি সত্যি কোনো স্বাধীনতা? নাকি সেটা অন্য কারো স্বাধীনতা এবং আমাদের জন্য পরাধীনতার? কারণ একটা ব্যাপার ভেবে দেখুন, আসলে আমাদের সরকার কিন্তু নিজেকে স্বাধীন হিসেবে দাবি করে এবং আমরাও নিজেদেরকে স্বাধীন হিসেবে দাবি করি। কিন্তু সত্যি কথা হলো, আমাদের পরাধীনতাই হলো উনার স্বাধীনতা।
অর্থাৎ আমরা পরাধীন বলেই আমরা উনার তত্ত্বাবধানে। পরাধীন বলেই কিন্তু তিনি স্বাধীনতা ঘোষণা করতে পারছেন। আমি কিন্তু কথাটি একেবারেই আক্ষরিকতা ব্যবহার করছি না। তার কারণ হলো আক্ষরিক অর্থে আমরা সকলেই স্বাধীন, যেহেতু আমাদের দেশ স্বাধীন। কিন্তু সত্যিই কি আমরা স্বাধীন? সত্যিই কি আপনি নিজেও স্বাধীন? মোটেও কিন্তু তা নয়। অর্থাৎ আমি আপনি কেউই স্বাধীন নয়। অর্থাৎ আমাদের পরাধীনতাই হলো তাদের স্বাধীনতা।তাই আসলে নিজেকে স্বাধীন দাবি করলেই আমরা স্বাধীন হয়ে যাবো না। কারণ সত্যিই আমরা স্বাধীন নই। আর যদি সত্যিকারের স্বাধীনতার স্বাদ নিতে চাই। তাহলে আসলে আমাদের ওই সরকার ব্যবস্থাটিকেই বদলাতে হবে। যারা আমাদেরকে পরাধীন করে রেখেছে।এই শিকল ভেঙ্গে
কখনো বের হতে পারবো কিনা জানিনা।কারণ এ যেনো এক অফুরন্ত পথ,এ যেনো এক আজীবন এর বন্ধী।তাই মুক্তির স্বাদ পেতে ডানা ঝাপটাই আমরা।