হঠাৎ বৈশাখী ঝড় [বিরুপ আবহাওয়া]

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ২১শে, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20230504175858_01.jpg


বৈশাখ মাসে বৈশাখী ঝড় যেটা মূলত প্রতি বছরই এমনকি সবাই জানিও বটে ।তবে এবার আবহাওয়া ছিল একটু ভিন্ন এবারকার বৈশাখ মাস টা ছিল অনেক গরম রোদ আর তাপদাহে ভরা ।যদিও ঈদের পর মাঝেমধ্যেই বৃষ্টির ঝলকানি ।।তবে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ঝড় হয় নি।

বৈশাখ মাসের সেই আকাশে কালো আচ্ছাদনের ছায়া সেইসাথে বেগে আসা বাতাস যা ঘরবাড়ি গাছপালা সবকিছু কি উপড়ে ফেলে দেয় । ক্ষতি হয় ফসল ও সাধারণ কৃষকের বেঁচে থাকার শেষ সম্বলটুকু। বৈশাখ মাস এলেই সাধারণ মানুষের মনে প্রতিনিয়তই চিন্তার ছাপ পড়ে থাকে।

আবার একদিক দিয়ে সেই শৈশবের সোনালী দিন গুলো মনে পড়লে অনেক আনন্দ লাগে ।সেই বৈশাখী ঝড়ে আম কুড়ানোর উন্মাদনা সব স্মৃতি বড়ই স্মৃতি মধুর ।যেগুলো মনের খাতায় কিংবা অগোচরে এখনো রয়ে আছে।

তবে আজকেই সেই বৈশাখী ঝড়ের প্রভাব পড়লো। প্রথমবারের মতো আজকে এমন ঝড়ো হওয়া বইতে শুরু করছে বর্তমানেও চলছে। তাই তো আপনাদের মাঝে আজকে আমি উপস্থাপন করবো ।হঠাৎ করে এই বৈশাখী ঝড় নিয়ে ও স্মৃতির পাতায় মনে পড়া কিছু অনুভূতি সেই সাথে আজকের এই বৈশাখী ঝড়ের সাথে অনুভব অনুভূতি গুলো ।

IMG20230504175906_01.jpg

IMG20230504175816.jpg

IMG20230504175402.jpg
লোকেশন

সারাদিন আকাশটা বেশ ভালোই ছিল। তবে দুপুরের পর থেকে হঠাৎ করে যেন চারদিকে মেঘ এসে সুন্দর নীল আকাশটাকে কালো রং দিয়ে ঢেকে দিল। সেই সাথে বিকেল হওয়ার পর পরে শুরু করলো হালকা হিমেল বাতাস এদিকে ফোনেও চার্জ নেই বিদ্যুৎ বিহীন চলছে সেই দুপুরের পর থেকেই জানি না আজকে হয়তো বা বিদ্যুৎ আসবে কিনা। তবে যে পরিমাণ ঝড় বা আবহাওয়ার পূর্বভাস তাতে আসলে মনে হয় না যে আজকে বিদ্যুৎ আসবে ।আসলে এক দিক দিয়ে এই গ্রীষ্মকাল সময়টা অনেক খারাপ লাগে ।কারণ এই সময় বিদ্যু বিহীন থাকে না।

যাহোক বিকেলের পর থেকেই হঠাৎ করেই যেন ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। আর ঠিক সেই মুহূর্তেই মোবাইল ফোনটি দিয়ে বের হলাম বাইরে । যদিও প্রচন্ড বাতাস তারপরও আজকের ব্লগে আপনাদের মাঝে এসব কিছু অনুভব-অনুভূতি উপস্থাপন করার জন্যই মূলত ঝড়ো হাওয়ার মাঝেও কিছুক্ষণের জন্য বাইরে বের হলাম।। সত্যি বলতে প্রচন্ড বাতাস এদিক সেদিক দিয়ে যেন অনেক কিছু উড়িয়ে আসছে। তো সেই মুহূর্তেই ছোট্ট একটি ভিডিও ক্যাপচার করেছি ।আশা করি আপনাদের ঝড়ো হওয়ার প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য টাকে অনেক ভালো লাগবে।

বৈশাখী ঝড় কতটা ক্ষুব্ধ বা কতটা ভয়ানক হতে পারে ।তা প্রতিবছরই দেখে থাকি তাই এমনটাই আশা প্রত্যাশা করি যে এমন কোন ক্ষতি না হোক যেটা সাধারণ জন মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ।কারণ প্রতি বছরই বৈশাখী ঝরে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে।

IMG20230504180157_01.jpg

আজকের হঠাৎ ঝড়ের আবহাওয়া সংকেত নিয়ে কিছু অনুভূতি। যদিও অন্য কিছু নিয়ে ব্লগ লেখার চিন্তা ধারণা ছিল। তবে বিকেল বেলা হঠাৎ করেই এমন বিরূপ আবহাওয়া দেখে ইচ্ছে করলো আজকের এই বৈশাখে ঝড় উপলক্ষে কিছু আপনাদের মাঝে শেয়ার করি।

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি । আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো।এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

এখনকার আবহাওয়া এই ভালো এই খারাপ। হঠাৎ করেই ঝড় শুরু হয়ে যায়, বর্তমানে আমার এখানেও ঝড় শুরু হলো। আপনার ভিডিওটি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই বৈশাখী ঝড় নিয়ে চমৎকার পোস্টটি উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আজকের মেঘলাচ্ছন্ন আকাশ সত্যিই চমৎকার ছিলো ৷ নিমিষেই চারদিক কালো মেঘে ঢেকে গেলো ৷ চারদিকের দৃশ্যে গুলো দেখে মনে হলো ভালো কিছুই হবে ৷ তবে তেমন কিছুই হলো না ৷ যাই হোক মেঘলা আকাশের দৃশ্যে গুলো দারুণ ভাবে ক্যামেরা বন্দি করেছিস ৷ অনেক ভালো লাগলো পোস্ট টি , ধন্যবাদ শেয়ার করার জন্য

 2 years ago 

ভাই, বর্তমানে বৈরী আবহাওয়া কখন যে কিরূপ হবে তা বোঝা বড় মুশকিল। আর হঠাৎ বৈশাখী ঝড়ের বিরূপ আবহাওয়া দেখেতো ভীষণই ভয় লাগে। কেননা এই বৈশাখী ঝড়ের কবলে পড়ে, আমিও একবার খুবই নাজেহাল হয়েছিলাম। ভাবছি সেই বিষয়ে একটি পোস্ট উপস্থাপন করব। যাইহোক ভাই হঠাৎ বৈশাখী ঝড় নিয়ে দারুন কিছু ফটোগ্রাফি এবং সেইসাথে ভিডিওটি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

টেলিভিশনে দেখলাম ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে একটা। বলা যায় মোটামুটি সব জায়গাতেই কম বেশি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সেজন্য। আপনার শেষের ভিডিওটা দেখে রীতিমত ভয় পেয়ে যাচ্ছিলাম আমি। কালো মেঘ চারদিক থেকে ঘিরে ধরেছে। কি এক ভয়ানক অবস্থা! ঈশ্বর সব সময় আমাদের সকল বিপদের হাত থেকে রক্ষা করুন এটাই প্রার্থনা করি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95665.65
ETH 2816.40
SBD 0.67