ডাইরি গেম। আমার বাংলা ব্লগ। 22/9/2021.10 %@shy-fox এর জন্য বরাদ্দ।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল ও সুস্থ আছেন। আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। আমি আজকে আমার সারাদিনের কাটানো মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
চলুন শুরু করা যাক।
সকালে ঘুম থেকে উঠে হাতমুখ ধুলাম। হাত মুখ ধোও একটু ফ্রেশ হলাম। মেসে সকালে ডাল আলু বত্তা দেখে ভালো লাগলো না বাইরে গিয়ে মুড়ি খেলাম।
বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল আমার আরো তিনটা ফ্রেন্ড আসলো তিনজন মিলে আমার ফ্রেন্ড এর ম্যাচের ছাদে গিয়ে আড্ডা দিই। তারপর কিছু সময় কাটানোর পর আবার দুপুর হতে না হতেই মেসেজ চলে আসলাম। সকালে বন্ধুদের সাথে আড্ডা টা অনেক ভাল ছিল নতুন জায়গা নতুন বন্ধু সময় গুলো বেশ ভালো কাটতেছে।
দুপুরবেলা গোসল করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া-দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে আবার কলেজের সময় হয়ে গেল আমি ডিপ্লোমা তে পড়ি আমার ক্লাস দুপুর 3 টা থেকে। তো একটু রেস্ট নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে ক্লাস করলাম মনোযোগ দিয়ে আর কিছুদিন পরেই আমার পরীক্ষা এর মধ্যে প্রচুর ব্যস্ত কারণ এতদিন তো কোন পড়াশোনা ঠিকভাবে করতে পারেনি হুট করে কলেজ খুলে কিছুদিনের মধ্যে পরীক্ষা শুরু। ক্লাস শেষে মেসে ফিরতে সাড়ে পাঁচটা বেজে গেল।
একটু বিশ্রাম নিয়ে আমার রুমমেট ও বড় ভাই গুলো একসাথে বসে মুড়ি চানাচুর মাখলাম ও অনেক আড্ডা দিতে দিতে মুড়ি চানাচুর খেলাম।
সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা করতে করতে সাতটা বেজে গেল। সবাই যে যার রুমে চলে আসলাম পড়ার জন্য।
পড়া শেষ করে আবার চারজন একসাথে হয়ে একটু গল্প করতে লাগলাম। তারপর গল্প করতে করতে রাতে খাবার টাইম হয়ে গেল সবাই খেলাম একসাথে মজা করে। তারপরে একটু কথা বলে সবার সাথে কারেন্ট চলে গেল। কারেন্ট যাওয়ার পর গরম লাগায় আমরা সবাই ছাদে গেলাম ছাদে গিয়ে সবাই একসাথে বসে গল্প করছিলাম একটু পরেই আবার কারেন্ট চলে আসলো।
তারপর,আমার রুমে চলে আসলাম রুমে আসার পর একটু গান শুনি গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম।
আশা করি কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রইল সবার প্রতি,
ধন্যবাদ।
আপনার দিনটি অনেক সুন্দর ছিলো। একটি অনবদ্য দিন আমাদের সাথে আপনি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ।
অনেক সুন্দর ছিল আপনার দিনটি,🤗
ধন্যবাদ ভাই।