Street photography 12-02-2022
জীবনের অর্ধেক সময় টি কাটিয়ে দিয়েছে বস্তিতে থেকে হয়তো বাকী জীবন টিও সেখানেই কাটিয়ে দেবে।জীবিকার তাগিদে স্বামীর পানের দোকানের সুপারি গুলো মনোযোগ দিয়ে ছিলে যাচ্ছিল। পরিবেশ টা চারদিকে অগোছালো থাকলেও তার বিন্দু মাএ খারাপ লাগছিল না।তাই কোন একদিন সৃতি করে রেখেছিলাম।