ফটোগ্রাফি-আমার বাগানের ফুলের ফটোগ্রাফি||

in Steemit City7 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। তাই সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করি। আর আজকে আমি আমার বাগানের ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি ভাল লাগবে।


আমার বাগানের ফুলের ফটোগ্রাফি:

IMG20240807095123.jpg
Device-OPPO-A15
Location


ঋতুর পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন ফুলের আগমন হয়। এই সিজনে রেইনলিলি ফুল অনেক দেখা যায়। প্রত্যেক বছর অপেক্ষায় থাকি কখন রেইনলিলি ফুলের আগমন ঘটবে। আমার খুবই পছন্দের ফুল রেইনলিলি। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি ফুলের সৌন্দর্যে চারপাশের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। ঘুম থেকে দেরিতে ওঠার কারণে দেখতে পেলাম অনেক রোদ উঠে গেছে। আর এই রোদের মাঝে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। ফুলের সৌন্দর্য দেখে সকালটা আরো বেশি ভালো লেগেছে।


IMG20240807095113.jpg
Device-OPPO-A15
Location


সকাল বেলার মিষ্টি রোদ আর সুন্দর প্রকৃতির মাঝে এই ফুলের সৌন্দর্য আরো বেশি ভালো লেগেছে। মিষ্টি রোদে ফুলগুলো যেন আরো ঝকমক করছিল। সবকিছু দেখে তো মন আনন্দে নেচে উঠেছিল। সুন্দর প্রকৃতি দেখেই ভালো লাগছিল। আর ফুলের সৌন্দর্য দেখে মনের মাঝে আনন্দ তৈরি হয়েছিল। সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ফটোগ্রাফি করেছি। ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লেগেছে। এতগুলো ফুল একসাথে দেখে আনন্দ হওয়ারই কথা।


IMG20240807094946.jpg
Device-OPPO-A15
Location


এই প্রথমবার আমি আমার বাগানের ফুলের এত সুন্দর দৃশ্য দেখলাম। এতগুলো ফুল একসাথে কখনো ফুটতে দেখিনি। সৌন্দর্য দেখছিলাম আর উপভোগ করছিলাম। এত সুন্দর অপরূপ সৌন্দর্য দেখে ফটোগ্রাফি করেছিলাম। রোদের কারণে হয়তো ফটোগ্রাফি গুলো একটু অন্য রকমের লাগছে। তবে বাস্তবে যখন ফুলগুলো দেখছিলাম তখন মনের মাঝে শান্তি তৈরি হয়েছিল। আর সেই শান্তি মনকে ঠান্ডা করে দিচ্ছিল।


IMG20240807094941.jpg
Device-OPPO-A15
Location


প্রকৃতির সৌন্দর্য আমাদের হৃদয়কে শীতল করে। এই হৃদয়ের মুগ্ধতা যখন ছড়িয়ে পড়ে তখন মন ভালো হয়ে যায়। ফুলের সৌন্দর্য দেখে আমার মন ভালো হয়ে গিয়েছিল। এত সুন্দর ফুল দেখে তো খুবই ভালো লেগেছে। আর নিজের বাগানের ফুল বলে কথা। এত সুন্দর ফুল দেখেও যেমন ভালো লাগছিল। তেমনি ছবি তুলতে ভালো লাগছিল। তাই ছবিগুলো তুলেছিলাম আর ভালো লাগার ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64