ফটোগ্রাফি-গ্রামীন প্রকৃতির ফটোগ্রাফি||

in Steemit City7 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। গ্রামীণ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। গ্রামীণ প্রকৃতির চিত্র দেখতেও ভালো লাগে। আর গ্রামীন প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো।


গ্রামীন প্রকৃতির ফটোগ্রাফি:

IMG_20240809_181346.jpg
Device-OPPO-A15
Location


গ্রাম মানে অপরূপ সৌন্দর্য। গ্রামীণ প্রকৃতি যত দেখি ততই ভালো লাগে। আর গ্রামীন প্রকৃতির সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায়। প্রকৃতির সৌন্দর্য যেমন ভালো লাগে তেমনি গ্রামের আবহাওয়া, মুক্ত বাতাস ও প্রকৃতি অনেক ভালো লাগে। প্রকৃতির এই অপরূপ সৃষ্টি হয়তো লাখ টাকা দিয়েও কখনো তৈরি করা যাবে না। তবে গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মনে হয় এই গ্রামীন প্রকৃতির সৌন্দর্য লাখ টাকার চেয়েও অনেক বেশি দামি। যেই সৌন্দর্যের কোন শেষ নেই।


IMG20240809180642.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু গ্রামে খুব একটা থাকা হয় না তাই যখনই গ্রামের বাসায় আসি তখনই ঘুরে ঘুরে ফটোগ্রাফি করি। গ্রামের সবকিছুই ভালো লাগে। গাছপালা, প্রকৃতি আর মুক্ত বাতাস আমার খুবই প্রিয়। মাঝে মাঝে যখন গ্রামের বাসায় বেড়াতে আসার সুযোগ হয় তখনই গ্রামের দিকে চলে আসি। আর কিছু সময় কাটাই। আর সেই সময় গুলোর মাঝেই সুন্দর কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি।


IMG20240809180618.jpg
Device-OPPO-A15
Location


গ্রামের ধান ক্ষেতের মাঝে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে। আমার খুবই ভালো লাগে। প্রকৃতির এই সৌন্দর্য দেখলে হৃদয় জুড়িয়ে যায়। ধান ক্ষেতের রূপ ধীরে ধীরে বদলে যায়। ধান গাছগুলো যখন খুবই ছোট থাকে তখন দেখতে একরকম লাগে আর বড় হওয়ার সাথে সাথে সবুজে ভরে ওঠে ফসলের মাঠ। সবুজ মাঠ দেখতে ভালোই লাগে। সবুজ ফসলের মাঠ যখন বাতাসে দোল খায় তখন দেখতে বেশি ভালো লাগে।


IMG20240809180634.jpg
Device-OPPO-A15
Location


গ্রামের মুক্ত আকাশ আর সুন্দর প্রকৃতি দেখে অন্য রকমের অনুভূতি তৈরি হয়। আর সেই অনুভূতির নামই হয়তো ভালোলাগা। গ্রামের প্রকৃতি ভালো লাগে বলেই হয়তো অন্য রকমের অনুভূতি কিংবা ভালোলাগা খুঁজে পাই। প্রকৃতির শীতলতা হৃদয় শীতল করে। আর সুন্দরভাবে সময়টা উপভোগ করা যায়। আমিও ঠিক তেমনটাই করেছি। সময় গুলো ভালোভাবে উপভোগ করেছি আর ফটোগ্রাফি করেছি।


প্রকৃতির সৌন্দর্য দেখে খুবই ভালো লেগেছিল। তাই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছি। গ্রামীন প্রকৃতি দেখতে বেশি ভালো লাগে। তাই সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করলাম। এই ফটোগ্রাফি গুলো সবার মাঝে শেয়ার করতেও ভালো লেগেছে।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64