💖💖দশটি সুন্দর ছবি দ্বারা সাজানো এ্যালবাম 💖💖
❣️ASSALAMUALIKUM OA ROHMATULLA❣️
Hello.....!
My Dear Friend's,
This is @ashik333 from #Bangladesh.🇧🇩
১
ছবিটিতে কয়েকটি রাজ হাস খাবার খাচ্ছে।রাজ হাস দেখতে খুব সুন্দর এই হাস গুলোর পানির চেয়ে ডাঙায় বেশি থাকে।
2
এটি রৌদ্রময় বিকেল এর নদীর পাশের একটি চীত্র।এই ছবিতে দেখা যাচ্ছে মেঘের ভেলা নদির পানির উপরে উরে বেরাচ্ছে।
৩
এটি হলো মাধবি লতা ফুল।এই ফুল গুলো গোলাপি লাল হয়ে থাকে।এগুলো শীতের শুরুতে দেখা যায়।এর গাছ সবুজ লতার এর মতো দেখতে।
৪
গোলাপি গোলাপ।এটি দেখতে গোলাপি রঙ এর হয়ে থাকে। অন্যান্য গোলাপ গাছের মতোই এর গাছের রঙ ফুল গুলোও অন্যান্য গোলাপ এর মতোই শুধু রঙের ভিন্নতা থাকায় এর নাম গোলাপি গোলাপ।
৫
এটি হলো রবিন্দ্রনাথ ঠাকুর এর কুঠির বারি।রবিন্দ্রনাথ এর জমিদারি সুত্রে তিনি বাংলাদেশ এর কুষ্টিয়ার শিলাইদহ এ এই কুঠির স্থাপন করেন। যা আজো স্বরনীয় হয়ে আছে।
৬
এটি হলো জবা ফুল। এই ফুলটি একটি চশমার উপর রেখে আমি ছবি তুলে ছিলাম।
৭
এটি হলো সাদা শাপলা ফুল।এটি আমাদের দেশ বাংলাদেশ এর জাতিয় ফুল।
৮
এটি হলো ঢেরস ফুল।ঢেরস এর ফুল দেখতে হলুদ হলুদ দেখায়।এটি যখন ছাড়ায়ে থাকে তখন দেখতে বেশ সুন্দর লাগে।
৯
এটি একটি ছোট ফুলের তোরা।এখানে গাদা ফুল,রক্ত গাদা ইত্যাদি ফুলের সমন্নয়ে এই তোরাটি বানানো হয়েছে।
১০
এটি হলো লাল শাপলা ফুল।শাপলা ফুলের কয়েকটি জাত বা রঙ রয়েছে এটি তাদের মধ্যে অন্যতম। দেখতে লাল টকটকে এবং সুন্দর।
Thank you everyone

JOIN WITH US ON DISCORD SERVER: