কাচা তেতুল এর গুন কি কি?
তেতুল এমন একটি ফল, যেটা দেখলেই জ্বীবে জল থই থই করে।
সকল ধরনের পুষ্টি উপাদান স্বাভাবিক পরিমাণে আছে এই তেঁতুলে।
যেসব রোগের জন্য উপকারী তা হলোঃ
স্কার্ভি রোগ, কোষ্ঠবদ্ধতা, শরীর জ্বালা করা প্রভৃতি রোগে তেঁতুলের শরবত খুব উপকারী।
তেঁতুল রক্তের কোলস্টেরল কমায়। মেদভুঁড়ি কমায়। পেটে গ্যাস হলে তেঁতুলের শরবত খেলে ভালো হয়।
Shake it, shake it! 💃💃🍡🍡Re-posted.