অক্সিজেন আমাদের জীবন বাঁচায়

in Steemit BD - বিডি2 years ago

আসসালামু ওয়ালাইকুম। আশাকরি আপনারা সবাই ভালো আছেন।আজকে আমি আমার বাড়ির ছবি তুলে নিয়ে এসেছি।আমি এর আগের পোস্টে বলেছিলাম।এই ছবিটি তোলা হয়েছে Itel ফোন দিয়ে।ছবি তোলা হয়েছে তারিখ -২৩/১০/২০২২। আমাদের বাড়ির সামনে অনেক গুলো গাছ রয়েছে। যেমন আমাদের বাড়ির দুই পাশে রয়েছে অনেক গুলো সুপারি গাছ। আরো রয়েছে আম গাছ, কাঠাল গাছ, লিচু গাছ, পেঁপে গাছ,নারকেল গাছ কিন্তু ছোট বেশি বড় হয়নি। তার পরে রয়েছে জলপাই গাছ।আরও রয়েছে জাম গাছ ওটাও ছোট।বাড়ির আশেপাশে গাছপালা লাগানো ভালো কারন গাছ থেকে আমরা অক্সিজেন পাই।তাই আপনারাও বাড়ির সামনে গাছপালা লাগাবেন। যাতে আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে বেচেঁ থাকতে পারি।
IMG_20221028_100726.jpg

আজকের মত এই টুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হপেজ।

Sort:  
 2 years ago 

image.png

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 81821.15
ETH 1632.28
USDT 1.00
SBD 0.69