প্রকৃতি তার নতুন রূপে!!
নমস্কার
হ্যালো, আমার বাংলা ব্লকবাসী৷ আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন আমিও অনেক আনন্দে সুখে এমনকি সর্বশেষ বেশ ভালো আছি৷ যদিও আজকে প্রথমই শুরু করেছি গানের মাধ্যমেই৷ তাই বলাই যায় যে আসলেই অনেক অনেক ভালো আছি৷ যাহোক বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ তো চলুন আর দেরি না করে শুরু করে দেয় আজকের মেইন আকর্ষণ৷
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ঁ৷
আমি ফিরে যেতে চাই সেই ছোট্ট সোনার গায়ঁ৷ যেখানে প্রকৃতি তার রূপ সৌন্দর্য প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতিফলন ঘটায়৷ আমি ফিরে যেতে চাই সেই ছোট্ট সোনার গায়েঁ৷ যেখানে রাখাল তার মনের সুর দিয়ে
বাশিঁর সুর তোলে ৷ আমি ফিরে যেতে চাই সেই কুয়াশা ভরা মাঠ - মাঠ প্রান্তরে আমি ফিরে যেতে চাই সেই ছোট্ট সোনার গায়ঁ৷ মূলত বর্তমান সময়টা চলছে প্রকোপ শীতের মুহূর্ত ৷ আর এই শীতের দিনে গ্রামের মাঠ প্রান্তর ঘাট সবকিছুই যেন এক অনন্য সৌন্দর্যের লীলাভূমি ৷ যেখানে প্রতি রন্দ্রে রন্ধ্রে মিশিয়াছে শুধু প্রকৃতির যৌবনা ৷ শুধু তাই নয় প্রকৃতি যেন তার সমস্ত রূপ সৌন্দর্য নিংড়ে দিয়েছে ৷
বর্তমানে শীতের সময়টাতে গ্রামের প্রধান আকর্ষণ৷ সৌন্দর্যের লীলাভূমি হলো সরিষার ফুল ৷ যেখানে গ্রাম বাংলার কৃষকরা তাদের জমিতে চাষাবাদ করে ৷ এরপর সরিষার বীজ বুনে থাকেন৷ আর তারপর একটা সময় সেই হলুদ রঙের ফুল যেন এক নতুন সৌন্দর্য রূপে আমাদের কাছে আবির্ভাব করে৷ হালকা প্রদেশ স্নিগ্ধ আর আর হলুদ রঙের সমারহ গ্রাম বাংলায় যেন এক নতুন মেলা ৷
আর সেই রোদের স্নিগ্ধ ফোটায় মৌমাছি এসে বসে সেই হলুদ রঙের ফুলের ডগায় আর মধু আহরণে ব্যস্ত৷ এছাড়াও কিছু ছোট্ট পাখি এসেও এদিক থেকে সেদিকে যেন ঘোরাঘুরি কোন শেষ নেই৷ আর এজন্যই হয়তো বাংলার কবি গান বাংলাকে নিয়ে লিখেছেন নানা কবিতা ৷ বলেছেন যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি৷
তো যাই হোক আজকের দুপুরের পর অর্থাৎ বিকেলের আগ মুহূর্তে৷ হঠাৎ করেই অনেক ইচ্ছে করলো হালকা একটু ঘোরাঘুরি করতে৷ যদিও যাব যাব করে আর যাওয়া হলো না৷ শীতের সময়টা যে বেশ অলসতা বোধ করছি ৷ যে কোন কাজকে খুব একটা আগ্রহের সাথে করার ইচ্ছেটা যেন করছে না ৷
এরপরেই ঘরের বাইরে এসেই উত্তর দিকে লক্ষ্য করলেই দেখতে পেলাম৷ আমাদের নিজস্ব জমিগুলোতেই বাবা সরিষার বীজ বুনেছিল ৷ কিন্তু আজকে দেখতে পেলাম তার ভিন্ন কিছু ৲ যেন হলুদ আর হলুদে ভরে গেছে ৷ যদিও সেদিকে আমি যাওয়ার সময় পাই না ৷ তবে দূর থেকে এই হলুদ রঙের সমারহ দেখে যেন আর নিজেকে আটকাতে পারলাম না৷
চলে গেলাম সরিষা ক্ষেতের জমিতে গিয়েই হাতের হালকা স্পর্শতে যেন মাছি গেল ভন ভন করে উড়েছে ৷ সত্যি এমন মুহূর্ত যেন আর পৃথিবীর কোথাও নেই এমনটাই অনুভূতি হচ্ছে৷ আর ছবি তুলতে গিয়েই যেন মাছি গুলো আবার বেশি করে উড়ছে৷ ছবিটি তুলব তার কোন সময়ে পাচ্ছিনা ৷ অনেক কষ্টের মাঝেও একটি ছবি তুলতে পেরেছিঐ যেখানে মৌমাছি আপন মনের মত ফুলের ডগায় বসে মধু সংগ্রহ করছে ৷
সত্যি বাংলাদেশ যে ছয় ঋতুর দেশ ৷ আর এ ছয় ঋতুতে ভিন্ন ভিন্ন কিছু রূপ সৌন্দর্য আমরা উপভোগ করি৷ যা আসলে মনকে অনেকটাই আনন্দিত করে তোলে৷ ঠিক যেমন এই শীতকালীন সময়টাতে উপভোগ করছি৷
তো বন্ধুরা এই ছিল আমার বিকেল বেলা সরিষার জমিতে কাটানো প্রতিটি মুহূর্ত৷ এবং কি তার সাথে ফটোগ্রাফি এবং কি নিজের মনের মনিকোঠায় কিছু অনুভূতি যা আপনাদের মাঝে উপস্থাপন করলাম ৷ জানি না আপনাদের কতটা ভালো লেগেছে ৷ তবে আশা রাখছি সবার অনেক ভালো লাগবে ৷
আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷
ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @gopiray |
ডিভাইস | realme 12 |
লোকেশন |
https://twitter.com/gopiray36436827/status/1608143016371556352?t=ICCkJMY14TTr4GfLbxI7aw&s=19
এখন যে সরিষার ফুলের সময় এটা সবার ছবির মাধ্যমে দেখতে পারছি। আপনার ছবিগুলো দেখে খুব ইচ্ছা করছে সরিষা ফুল গুলো হাত দিয়ে ছোঁয়ার। আর সরিষা ফুলের রেসিপিও করা যায়। আমি এটা শেয়ার করেছিলাম আমার বাংলা ব্লগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি আমাদের সামনে তুলে ধরার জন্য।
ঠিক বলেছেন আপু সরিষা ফুলের রেসেপি তো অনেক ভালো লাগে ৷ বিভিন্ন রেসেপি করা যায় ৷
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় সরিষা ফুলের দৃশ্য আমার খুবই ভালো লেগেছে। সত্যি ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।
ধন্যবাদ মন্তব্য করার জন্য ৷
আপনি ঠিকই বলেছেন সৌন্দর্যের লীলাভূমি হলো সরিষা ফুল। আমি সরিষা ফুল একটু বেশিই পছন্দ করি এটি আমার কাছে ভীষণ ভালো লাগে। সরিষা ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি কিন্তু খুবই সুন্দর হয়েছে মনে হচ্ছে একটু ভালো সময় অতিবাহিত করেছেন সেখানে গিয়ে। এরকম একটি পোস্ট সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার কাছেও সরিষার ফুল অনেক ভালো লাগে ৷
এ সময়টাতে সরিষা ফুলের সমারোহ চারিদিকে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভাল লাগলো। সরিষা খুলের মাঠে আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন দেখে অনেক ভাল লেগেছে।এ রকম একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
হুম এই সময় টাতে সরিষা ফুলের সমাহার চারদিকে ৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য