টায়ার দৌড়

in আমার বাংলা ব্লগ5 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

DALL·E 2024-10-31 02.32.06 - A nostalgic scene from the 1990s of children playing the traditional game of tire racing in a rural village setting. The children are running barefoot.webp

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে শৈশবের একটি খেলা বিষয়ে পোস্ট শেয়ার করে নেবো। এই খেলাটা যদিও ৯০ দশকের একটি খেলা, যেটা আজকের সময়ে শুধুই অতীত। অনেকেই টায়ার দৌড় এর কথা নিশ্চই শুনেছেন, এটা শৈশবের একটি অন্যতম খেলার মধ্যে খেলা ছিল। খেলার বিষয় হলেও, এটি নিজস্বতা হিসেবে খেলতে অনেক মজা লাগতো। আমিও এই টায়ার দৌড়ের খেলা শৈশবে বন্ধুদের সাথে অনেক খেলেছিলাম। এই খেলাটা বিশেষ করে গ্রাম অঞ্চলেই বেশি খেলা হতো, এটা গ্রামীণ সমাজের একটি অন্যতম জনপ্রিয় খেলা ছিল ৯০ দশকের থেকে। তবে এই খেলাটি অত্যন্ত সহজ ছিল, এর জন্য আলাদা করে না কোনো কিছুর আর্থিক বিষয় জড়িত আছে আর না অন্য কোনো ব্যয়বহুল এর বিষয় আছে।

আসলে এটি খেলার জন্য শুধু মাত্র একটি যেকোনো লাঠি আর টায়ারের প্রয়োজন পড়তো। আর গ্রামের প্রায় প্রত্যেকের বাড়িতেও কম-বেশি সাইকেল ছিল, তো এই সাইকেলের টায়ার দিয়েই এটি খেলা যেত, অবশ্য পুরোনো টায়ার, নতুন টায়ার খুলে না হা হা । তবে এটি যে শুধু সাইকেলের টায়ার দিয়ে খেলা হতো তা নয়, বাইকের টায়ার দিয়েও খেলা যেত। তবে মোটা টায়ারগুলো লাঠির থেকে হাত দিয়ে ঠেলে চালানো বেশি স্মুথ ছিল। আর সাইকেলের টায়ার যেহেতু চিকন, তাই এটি লাঠি দিয়েই সব থেকে ভালো চালানো যেত। এই খেলাটার সাথে আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের সময়কালের প্রত্যেকের, কারণ এই খেলাটি সবাই কম-বেশি খেলেছেই। তবে শুধু টায়ার না, সাইকেলের ওই রিং দিয়েও কিন্তু একইভাবে খেলা যেত ঘুরিয়ে ঘুরিয়ে লাঠির মাধ্যমে। তবে এটি টায়ারের থেকে সহজ ছিল ঘুরানোটা। কারণ টায়ার ওইভাবে লাঠির মাধ্যমে চালিয়ে নিয়ে যাওয়া একটু কঠিন ছিল।

তবে রিং এর মাধ্যমে সহজ ছিল, কারণ রিং এর খাঁজে লাঠি দিয়ে একবার ঠেলা দিলে ওইভাবেই একটা নির্দিষ্ট চাপ সৃষ্টিত গতিতে চলতো। তবে টায়ার আঁকাবাঁকা ভাবেই চলতো। তবে এই টায়ার দৌড়ের বিষয়টা হলো যে, আসলে অনেক বন্ধুরা মিলে একটা প্রতিযোগিতা মূলক বিষয় আয়োজন করা হতো এই নিয়ে, যেমন কোনো মাঠে বা ফাঁকা রাস্তায় একটি নির্দিষ্ট দুরুত্ব পর্যন্ত কে কত দ্রুত চালিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই নিয়েই মূলত খেলাটা আরো আকর্ষণীয় হয়ে উঠতো। তবে সেই সময়ের এইসব খেলার মাধ্যমে যেমন একটা আলাদা আকর্ষণ, মজা এইসব কিছুই থাকতো, তেমনি এই খেলার মাধ্যমে কিন্তু ভালো একটা শরীর চর্চার মতো কাজ হতো। কিন্তু ওই সময়ে এইসবের গুরুত্ব কিন্তু আমরা বুঝতে পারতাম না। এই টায়ার খেলায় যত বেশিজন খেলা যেত তত আরো বেশি আনন্দটা হতো।

তবে সবথেকে একটি মজার বিষয় ছিল যে, এই টায়ার নিয়ে যখন সবাই দৌড়াতো, তখন কিন্তু অনেকেই এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, তখন আসলে এইটা একটা অন্যরকম আনন্দের ছিল, সবাই একটা হাসি ঠাট্টার মাধ্যমে খেলাটার মূল আকর্ষণ জেগে উঠতো। আসলে টায়ার একবার জোরে চালানোর পরে ওই ছোট লাঠির মাধ্যমে নিয়ন্ত্রণ রাখাটাও একটা কৌশলের ব্যাপার ছিল, যেটা সঠিকভাবে না পারলে এঁকেবেঁকে অন্যদিকে চলে যেত। তবে এই যে খেলাটা এইটা কিন্তু বর্ষার সময়ে আরো মজার ছিল, কারণ এই খেলাটা খেলার সময় যেমন অনেকে পিচ্ছিল হয়ে পড়ে যেত, তেমন অনেকের আবার টায়ারও দ্রুত ঠেলে নিয়ে যেতে পারতো না।

এটা প্রতিযোগিতার ক্ষেত্রে আরো উত্তেজনাময় বিষয় ছিল। তখন খেলাটার মাধ্যমে সবার মাঝে যেন একটা চ্যালেঞ্জিং বিষয় তৈরি হয়ে যেত। তবে আমার কাছে এই টায়ারের থেকে রিংটাই দারুন লাগতো চালাতে, এই খেলাগুলোর মধ্যে একটা আলাদা ভালো লাগার কাজ করতো, যেন একদিন না খেলতে পারলে ভালো লাগতো না তখন। যাইহোক, একটা অতীত বিলুপ্ত খেলার স্মৃতি মনে পড়লো অনেক দিন বাদে। আর এটি আমাদের কাছে একটি ঐতিহাসিক স্মৃতিময় একটি খেলা হিসেবে চিরকাল থেকে যাবে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

ছেলেবেলা মনে করিয়ে দিলেন দাদা। টায়ার দৌড়ের সাথে আরও একটা খেলা ছিল বিয়ারিং গাড়ি। একজন বসত। আরেকজন ঠেলত৷ এখন এই জিনিসগুলো সত্যিই নেই৷ সাথে নির্মল আনন্দটাও নেই৷

 5 months ago 

টায়ার দৌড়ের সাথে আরও একটা খেলা ছিল বিয়ারিং গাড়ি

একদম ঠিক বলেছেন। এই বিয়ারিং গাড়ির বিষয়টা আরো মজার ছিল। এইগুলো বেশ মজার ছিল একসময়।

 5 months ago 

ভাই আপনার লেখাটা পড়ে শৈশব স্মৃতিতে হারিয়ে গেলাম। আমি খেলেছি ভাই, একটা ছোট বাঁশের কঞ্চি নিয়ে টায়ারটা রার্নিং রাখতে হতো, বেশ মজার ছিলো এটা। অনেক ধন্যবাদ

 5 months ago 

ঠিক ভাই, সমান তালে রানিং রাখাটা একটা মুশকিল ছিল, তবে চালাতে বেশ মজা লাগতো। তখন ওটাই আমাদের গাড়ি ছিল হা হা।

 5 months ago 

৯০ দশকের একটি অন্যতম খেলা এই টায়ার দৌড়।আপনার পোস্টটি পড়ে ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় এই খেলাটি আমরাও খেলেছি। এখনো আমাদের গ্রামের ছোট বাচ্চারা দেখি এই খেলাটি খেলে থাকে। তবে আগের মত খেলাটির আর চল নেই। ধন্যবাদ দাদা।

 5 months ago 

এখনো আমাদের গ্রামের ছোট বাচ্চারা দেখি এই খেলাটি খেলে থাকে

গ্রামের দিকে এই খেলাটা আগে প্রচুর চল ছিল। এখন গ্রাম অঞ্চলেও তেমন দেখা যায় না, অনেকটা অতীতে ডুবে গিয়েছে বিষয়টা। বেশ মজার গেম ছিল ওই সময়ে, এখন যান্ত্রিক জীবনে প্রবেশ করে এইগুলোর মজা হারিয়ে গিয়েছে আসলেই।

 5 months ago 

নতুন টায়ার দিয়ে খেলতে গেলে তো উত্তম মাধ্যম পড়বে তাইনা দাদা,হাহা।এই টায়ার খেলা অনেক দেখেছি ছোট ছোট ছেলে বাচ্চা যারা গ্রামের দিকে থাকে তারা খুব খেলে।অনেকটা পরিচিত একটি খেলা আপনাদের এলাকায় ও তাহলে আছে এটি।ভালো লাগলো পোস্টটি,ধন্যবাদ ।

 5 months ago 

নতুন টায়ার দিয়ে খেলতে গেলে তো উত্তম মাধ্যম পড়বে তাইনা দাদা,হাহা

এটা একদম ঠিক, যেকোনো টায়ার চালাতে গেলে একভাবে পড়বেই নিয়ন্ত্রণ রেখে না চালাতে পারলে। তবে এইসবের মাঝেও একটা আলাদা মজা ছিল।

 5 months ago 

টায়ার নিয়ন্ত্রণ রেখে চালাতে পারাও একটা ব্যাপার আসলেই,বেশ ভালো একটি খেলা এটি দাদা।

 5 months ago 

পুরো শৈশবটা যেন একদম চোখের সামনে তুলে ধরলেন দাদা , আমি নিজেও খেলেছি আমার শৈশব জীবনে এই খেলা। আহারে শৈশব, তা আজ শুধুই স্মৃতি।

 5 months ago 

টায়ার খেলা মাঝে মাঝে এখনও দেখা যায়,ভালোই লাগে দেখতে।যদিও আমি কখনও খেলি নি।আসলেই সবাই এই খেলা পারে না তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

 5 months ago 

টায়ার দৌড় খেলাটা আসলেই বেশ মজার ছিলো দাদা। এই খেলাটা আমার এক ধরনের নেশার মতো ছিলো। মানে প্রতিদিনই খেলতে ইচ্ছে করতো। এটা নিয়ে আমার অনেক স্মৃতিও রয়েছে। আপনার পোস্টটি পড়ে সেই স্মৃতি গুলো চোখের সামনে ভেসে উঠেছে। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 79790.33
ETH 1526.58
USDT 1.00
SBD 0.82