কালী পুজো ২০২৪ ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ4 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কালী পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। গত পর্বে আপনাদের সাথে মধ্যমগ্রামের দিকের একটি পুজোর আলোকচিত্র শেয়ার করে নিয়েছিলাম। এই পুজোটাও মধ্যমগ্রামের দিকের, এই তারিখ উল্টো দিক থেকে দেখা শুরু করেছিলাম। আমরা বাইক নিয়ে একদম মধ্যমগ্রামের শেষ প্রান্তের দিকে চলে গিয়েছিলাম। ওখানে একটি মাঠে প্রতিবারই বেশ বড়ো করে পুজোটা করে থাকে আর প্যান্ডেলও বিশাল বড়ো করে। মেইনলি এই মধ্যমগ্রাম আর বারাসাত এর দিকেই এই পুজোগুলো ভালো হয়ে থাকে অর্থাৎ এক কোথায় বিখ্যাত। তো আমরা বাইক পার্কিং করে আবার উল্টো দিকে গিয়েছিলাম হেঁটে লাইন দিতে, কারণ বেরিকেড করেছিল অন্যদিকে। তো অতো রাতে আর বেশি ভিড় হয়নি বলে দ্রুত হেঁটে চলে এসেছিলাম মেইন গেটের দিকে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

গেট করেছিলো অসাধারণ , দেখতে অনেক সুন্দর লাগছিলো। গেটটা একদম বৃত্তাকারের মতো দেখতে আর তার উপরে ছিল ঐরাবত এর শুঁড়ের মতো দেখতে। ওটা ঐরাবত এর শুঁড়ই ছিল। সম্ভবত থিম এইরকম একটা কিছু নিয়ে করেছিল, মনে নেই সঠিক কোনটা ছিল। তো গেটের সৌন্দর্যটা দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। ভিতরে এই গেটের মতোই অনেকগুলো সারিবদ্ধভাবে করা ছিল। এতে সৌন্দর্য্যটা আরো আকর্ষণীয় লাগছিলো। এরপরেই ছিল প্যান্ডেলের আসল আকর্ষণ। বিশাল উচ্চতা সম্পন্ন আর অনেক বড়ো প্যান্ডেল ছিল, একটা মন্দিরের ন্যায় তৈরি করা ছিল। এই প্যান্ডেলের মেইন আকর্ষণের কারণ হলো, এতে অনেক ধরণের কারুকার্য করেছে, বিশেষ করে এতে বিভিন্ন দেব দেবীর মূর্তি আর নর্তকী অর্থাৎ অপ্সরার দের মতোই সৌন্দর্য ফুটিয়ে তুলেছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এছাড়া এখানে প্যান্ডেলের উচ্চতাই ছিল মন কাড়া আকর্ষণীয়। এছাড়া এই প্যান্ডেলের ব্যাকগ্রান্ড বা আশেপাশের সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলেছিল বিভিন্ন ডিজাইনের মাধ্যমে। বিশেষ করে বাঁশের মাধ্যমেই করেছে, কিন্তু তাতে যে নকশা করেছে, তা ছিল অনেক আকর্ষণীয়। এই একই কাজটা বিপরীত পাশেও করেছিল। এরপর মেইন প্যান্ডেলের সামনেই ছিল শিবের একটা বড়ো মূর্তি। তারপর ওখানে প্যান্ডেলের ভিতরে যাওয়ার মুখের দুই সাইডেই ছিল ঘোড়ার অসাধারণ ডিজাইন। আর এই বড়ো প্যান্ডেলের পাশেই অর্থাৎ উভয় পাশেই বিভিন্ন ছোট ছোট প্যান্ডেলের মতো করা ছিল, যেখানে কোথাও মূর্তি রাখা আছে, আবার শিবলিঙ্গ রাখা আছে। সবমিলিয়ে অসাধারণ ডিজাইন ছিল।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

একদম যেন চোখ ফেরানোর মতো পর্যায়ে ছিল না। এরপর আস্তে আস্তে প্রায় বলতে গেলে অনেক্ষন বাইরের এই মন কাড়া সৌন্দর্য দেখার পরে ভিতরের দিকে প্রবেশ করেছিলাম। ভিতরে ডিজাইন করেছিল ওইরকম এক পর্যায়ে দারুন। এরপর সেখানে সব বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন দেখতে থাকলাম আর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। সত্যি বলতে এই প্যান্ডেলের বাইরে প্লাস ভিতরে সব ডিজাইনের কারুকার্য দেখে যেন মনে হচ্ছিলো, কোনো বড়ো রাজপ্রাসাদের থেকে কম কিছু না, কিন্তু সেটা মন্দিরের আদলে তৈরি করেছে। সব শেষে মায়ের মূর্তি দর্শন করে আমরা বেরিয়ে এসেছিলাম। তারপর আমরা আবার একটু বাইরে মকটেইল এইসব খেয়ে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর খেলা খেলছিলাম। তারপর চলে এসেছিলাম। সব মিলিয়ে এই পুজো প্যান্ডেলটি দারুন উপভোগ করেছিলাম।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

বারাসাতের কালী পূজা মানেই বিখ্যাত।যেটা আসলে খুবই মিস করছি আমি।যাইহোক মা কালী চাইলে আবারো হয়তো দেখতে পারবো।আপনার তোলা প্রত্যেকটি ছবি খুবই সুন্দর ও অপূর্ব।ভালো লাগলো দেখে, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.031
BTC 83793.86
ETH 1586.31
USDT 1.00
SBD 0.76