আজকে কিসের ফলাফল দিতে যাচ্ছি সেটাতো বুঝতেই পারছেন সবাই। তাছাড়া গতকাল হ্যাংআউট এর মাধ্যমে সেটি আপনাদের সামনে বিজয়ীদের নাম ধরে বলে দেওয়া হয়েছে। আজকে সেটির ফলস্বরুপ যারা যারা বিজয়ী হতে পেরেছেন তাদের পুরস্কার বিতরণ করা হবে। এইবারে যে কনটেস্ট আমরা দিয়েছিলাম সেটি আমার অনেক প্রিয় রেসিপির মধ্যে পড়ে, কারণ চিকেন আমি খুবই পছন্দ করি। চিকেন দিয়ে তো আসলে অনেক কিছু বিভিন্নভাবে তৈরি করে খাওয়া যায়। আমি চিকেন এর অনেক কিছু খেয়েছি মোটামুটি তবে এই কন্টেস্টে এমন কিছু কিছু চিকেন এর তৈরি রেসিপি ছিল যেগুলোর নামই আমার জানা ছিল না, আর আপনাদের ডেকোরেশন দেখে তো আমার নিজেরই লোভ লোভ হচ্ছিলো যখন চেক করছিলাম হা হা। কিছু কিছু রেসিপি আমার কাছে অনেক ইউনিক আর ভালো লেগেছে যেমন চিকেন ঝাল কদম এইরকম চিকেনের রেসিপি আগে কোথাও দেখিনি। তারপর চিকেন খেবসা রেসিপিটাও আমার কাছে নতুন, এইরকম আরো কিছু রেসিপি আছে যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনাদের এইসব রেসিপি দেখে দেখে বাড়িতে বানাতে বলতে হবে দেখছি, নাহলে আর তর সইছে না হা হা। আমার আসলে সত্যি কথা বলতে গেলে চিকেন দেখলেই চোখের খিদে লেগে যায় 😋। যাইহোক, সবাই মোটামুটি অনেক ভালো রেসিপি আমাদের উপহার দিয়েছেন। যেসব রেসিপি একটু কমন ছিল, সেগুলো আসলেই খেতে অনেক টেস্টি, আমি খেয়েছি তো এইসব হান্ডি বিরিয়ানি বা বেগমতী চিকেন এইগুলো অনেক মজার। তবে এখানে রেসিপির ক্ষেত্রে দেখলাম কিছুজন উপকরণ ঠিক দিয়েছেন কিন্তু সাথে পরিমানটা উল্লেখ করেননি, রেসিপির ক্ষেত্রে এইগুলো না দিলে মার্ক কাটা যায় কন্টেস্ট এর সময়। আর অনেকের বানানও ভুল দেখলাম, এইসব টুকিটাকি বিষয়ে ভুলের ক্ষেত্রে নম্বর কাটা যায়, ফলে রেসিপি ভালো হলেও এইসব ছোটোখাটো ভুলের কারণে পিছিয়ে পড়তে হয়। যাইহোক, যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য অভিনন্দন জানাচ্ছি, আর যারা বিজয়ী হতে পারেননি তারা নিরাশ হবেন না, পরবর্তী কন্টেস্টে অবশ্যই আরো ভালো কিছু করে বিজয়ীদের তালিকায় আসতে পারবেন। যাইহোক, এখন যারা যারা পুরস্কার পাবেন তাদের লিস্টটা নিচে উল্লেখ করা হলো সাথে স্টিম পাঠিয়েও দেওয়া হয়েছে। তবে দাদার পক্ষ থেকে কিছুজন আপভোট এর মাধ্যমে পুরষ্কিত হবেন আর সেটি দাদা সময় মতো আপনাদের পোস্টে দিয়ে দেবে।
এবারের প্রতিযোগিতায় সবাই বেশ ভালো করেছে এবং আমাদের সৌভাগ্য হয়েছে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখার। যারা অংশ গ্রহণ করেছে তাদের সবার জন্য শুভেচ্ছা রইল এবং অভিনন্দন জানাই বিজয়ীদের।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে এবং তৃতীয় পুরস্কারে বিজয়ী হয়ে আমি খুবই খুশি। সকল এডমিন মডারেটরদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর পুরস্কারের জন্য ।প্রতিযোগিতায় বিজয়ী সকল সদস্যদের অভিনন্দন জানাই।
এবার সত্যিই দারুণ দারুণ রেসিপি ছিলো, তবে সবচেয়ে কষ্ট হয়েছে winkles ভাইয়ের। এত সুন্দর সুন্দর চিকেন রেসিপি শুধু দেখেছে, খেতে পারেনি। হিহিহি 😝
ভাইয়া আপনি মনে হয় দারুণ দারুন রেসিপি খেতে পেরেছিলেন🤪🤪?
না,, তা তো পারিনাই। বেশি ইচ্ছে ও করেনি। কিন্তু winkles ভাই এর প্রিয় খাবার হলো চিকেন। এজন্য ভাইয়ের অবস্থা খারাপ 🤤
যা বলেছেন ভাই, আমার আর বেশি মশলাযুক্ত খাবার খাওয়া হচ্ছে না এইসব ডায়েট এর জন্য। দেখলে কি হবে, আর কিছুদিন পরে একটু খেতে হবে না হলে হবে না এইসব স্বাদের রেসিপি😜।
ভাই একবার খেলে কিন্তু আবার খেতে মন চাইবে। কষ্ট করে আগে জিম শেষ করেন। তারপর খেলা হবে 😅
মনে মনে খেয়ে নিলেই হতো। তাহলে আর আফসোস হতো না। 🤭🤭🤭
প্রতিযোগিতায় ফাস্ট সেকেন্ড হওয়া বা পুরষ্কার পাওয়া বড় কথা নয়। বড় কথা হলো নতুন নতুন জিনিষ শেখা,নতুন জিনিষ দেখা। আর রেসিপি হলে তো মজার মজার খাবারও খাওয়া যায়। আর দাদা সবসময় আমাদের কে সাপোর্ট দিয়ে থাকে। দাদার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ। দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের নেই। ধন্যবাদ দাদা।
আসলে এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক ইউনিক ইউনিক রেসিপি দেখতে পেয়েছি । বেশ ভালো লেগেছে । সেই সঙ্গে বিজয়ী হতে পেরে আরো অনেক বেশি ভালো লেগেছে । অসংখ্য ধন্যবাদ সবাই কে ।
সত্যি এবারের প্রতিযোগিতার আয়োজন আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছে প্রতিযোগিতায় প্রথম স্থান উইনার হতে পেরে। সবার এত এত বেশি ইউনিক রেসিপি ছিল যা আমার কাছে একদম দুর্দান্ত লেগেছে। আর প্রথম স্থান অধিকার করার কারণে পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
এবারের প্রতিযোগিতা সত্যিই ভীষণ দারুন ছিল। বিশেষ করে প্রতিযোগিতার কারণে খুব সুন্দর সুন্দর রেসিপি খেতেও পেরেছিলাম। আর দাদার কাছ থেকে স্পেশাল প্রাইজ পেয়ে আরো বেশি ভালো লাগলো। সবার রেসিপিগুলো যেমন ইউনিক ছিল তেমন ছিল সুন্দর। অনেক ধন্যবাদ এত সুন্দর প্রতিযোগিতা দেওয়ার জন্য।
এই প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন। দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে সবাই ইউনিক ভাবে চিকেন রেসিপি তৈরি করে উপস্থাপন করেছে অনেক ভালো লেগেছে আমার কাছে।
আসলেই দারুণ একটি প্রতিয়োগিতা ছিলো এটি ৷ চমৎকার চমৎকার সব চিকেন রেসিপি দেখতে পেয়েছি ৷ তো বিজয়ী সবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইলো ৷ এবং অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এতো সুন্দর একটি প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷