কম স্কোরিং থ্রিলার ম্যাচ!

in আমার বাংলা ব্লগ9 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

ChatGPT Image Apr 16, 2025, 03_04_40 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল পাঞ্জাব আর কলকাতার মধ্যে একটি আইপিএল ম্যাচ ছিল। এই ম্যাচটা আবার কলকাতার জন্য দরকার ছিল জেতার। কারণ লাস্ট এর দিক থেকে কয়েকটা টিম জিতে গিয়ে কলকাতাকে নিচে নামিয়ে এনেছে। ৩/৪ নম্বরের থেকে ৬ নম্বরে নেমে এসেছে। তবে গতকাল যে ম্যাচটা খেলা হলো তার কোনও তাল খুঁজে পাইনি খেলার মধ্যে। একদম ফুল বোলিং পিচ ছিল এটা বলতে গেলে। তবে পাঞ্জাব সম্ভবত এই পিচ সম্পর্কে জানতো বা কলকাতাও জানতো। কারণ আসলে ভারতের যতো প্লেয়ার আছে তাদের অধিনায়কের দিক থেকে নরমাল কোনও পিচ-এ টস এ জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় না।

আর নিলেও অনেক কম দেখা যায়। আর চন্ডিগড় পিচ এমনিতেই অনেক সময় স্লো পিচ-এ খেলা হয়। কালকের পিচটা সাধারণত স্পিন এর জন্য পারফেক্ট ছিল, তাদের বোলিং দেখে সেটাই মনে হলো। তবে যাইহোক, পাঞ্জাব টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে ব্যাটিং করতে। প্রথমে ওপেনার দুইজন মোটামুটি বেশ ভালো একটা পার্টনারশীপ তৈরী করছিলো। তবে বেশিক্ষণ টিকতে পারেনি। দুইজনই হর্ষিত রানা এর বলে ক্যাচ আউট হয় এবং তাও আবার দুইজনই রমনদীপ এর হাতে গিয়ে পড়ে। তারপরে উঠে উঠে পরপর সব আউট হতে থাকে একের পর এক। সব প্রায় স্পিন এর কাছে ধরা পড়ে গেছে।

আর রান রেট এর অবস্থা তো একপ্রকার করুন ছিল। কোনো রান হচ্ছিলো না এক কথায় বলতে গেলে। এতে মনে করেছিলাম যে, কলকাতা মনে হয় আজকে একটা বড়ো ব্যবধানে জিততে পারে। তবে হিসেব অনুযায়ী রান যা করেছিলো শেষ অব্দি, তাতে তাই হওয়ার কথা ছিল। কারণ মাত্র ১১২ রানের টার্গেট দিয়েছিলো। এতে একটা ধারণা ছিল যে, পাওয়ার প্লে ওভারে নারিন যদি মেরে ৬০-৭০ রান করে ফেলে, তাহলে বাকি রান সিঙ্গেল এর উপরে বেরিয়ে আসবে। প্রথমে যদিও তেমন জুত মতো রান হচ্ছিলো না, কারণ যার উপরে ভরসা ছিল, সেই ওপেনার দুইজনই রান না করেই আউট হয়ে যায়। তবে আউট হলেও পরে আবার দুইজনই মিড ওভারে এসে রিকভার করে বসে অনেকটা। ৬ ওভারে ৫৫ রানের মতো করে, কিন্তু এই রান কিন্তু চেজ হিসেবে ৭৫% রিকভার করে দিয়েছিলো।

সেখানে মাত্র ৩ টা উইকেট পড়েছিলো। তাহলে এই ম্যাচ জেতার কথা কাদের ছিল! কিন্তু কি হলো, সেটাই বোঝা গেলো না। ঝপাঝপ পড়ে গেলো ৪ উইকেট। যদিও সেখানে রাসেল এসে আবার একটু মেরে ১৬ রান তুলে রান অনেকটা জিতিয়ে দেওয়ার পর্যায়ে এনে দিয়েছিলো। কিন্তু পরের ওভারে আরেকটা কি করলো বুঝলাম না, ৫ বল কোনোমতে টিকে লাস্ট বলে ব্যাট লাগিয়ে ম্যাচ এর ১২ টা বাজিয়ে দিলো। ম্যাচ একপ্রকার ওখানেই শেষ হয়ে গেছিল। তারপরেও রাসেল এর উপর শেষ ভরসা ছিল, যদি ওইরকম ১ ওভার মেরে দিতো, তাহলে ম্যাচ বেরিয়ে আসতো। তাছাড়া বল অনেকটা বাকি ছিল, সেক্ষেত্রে যদি সিঙ্গেল এর উপরেও খেলত, তাহলে ম্যাচ বেরিয়ে আসতো। কিন্তু একদম হ্যাবাচ্যাকা ম্যাচ খেলা হয়ে গিয়েছে। একদম ইজি জেতা ম্যাচ শেষ করে ফেললো। যাইহোক, পরের কয়েকটা কি করে দেখা যাক।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.031
BTC 92631.17
ETH 1750.87
USDT 1.00
SBD 0.86