গল্প || বুদ্ধিমান নাপিত ও তার জীবনী।(দ্বিতীয় পর্ব)
শুভ বিকাল,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম বুদ্ধিমান নাপিত ও তার জীবনী পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
বাবুরাম কুঁড়ে ঘরে বিনা পয়সায় মানুষের চুল দাঁড়ি কাটতে শুরু করে। পয়সা না নেওয়ার কারণে তার কাস্টমারের সংখ্যা অনেক গুণে বেড়ে যায়। আর অপরদিকে বাবুরাম অবশিষ্ট স্বর্ণ চুলগুলো একটি বড় থলেতে জমা করতে থাকেন। এইভাবে চলে যায় অনেক গুলো দিন। বাবুরামের আর্থিক অবস্থা খুব খারাপ, তার কাছে কোনো টাকা পয়সা নেই। অন্যদিকে তার মা খুব অসুস্থ হয়ে পড়েন। বাবুরামের প্রচুর পরিমাণে টাকা দরকার। কিন্তু মনে মনে বাবুরাম অনেক খুশি। বাবুরামের এতো দিনের জমা করা থলে ভরা স্বর্ণ চুল নিয়ে বাজারের দিকে রওনা করল বিক্রি করার জন্য।
নাপিত বাবুরাম বাজারে গিয়ে স্বর্ণকারের হাতে তার থলে দিয়ে বলেন এই স্বর্ণের দাম কত হবে? কিন্তু স্বর্ণকার তার থলে দেখে উচ্চস্বরে হেসে উঠলো। স্বর্ণকার বলেন এই গুলো দিয়ে আমি কি করবো। তখন বাবুরাম অবাক হয়ে গেল। যে স্বর্ণ চুল গুলো বাবুরাম জমা করেছিল এই গুলো শুধুমাত্র চুল ছাড়া আর কিছুই নয়। বাবুরাম মাথায় দিয়ে বসলো। অদ্ভুত কাঁচি তার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বুদ্ধিমান বাবুরাম চিন্তায় পড়ে গেলেন। কী আর করার বাবুরাম তার আগের পেশায় ফিরে গেলেন। খুব সকাল সকাল চুল দাঁড়ি কাটতে আবারও বেরিয়ে পড়লেন।
সারাদিন মানুষের চুল দাঁড়ি কেটে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বাবুরাম আবারও চলে গেলেন সেই বটগাছের কাছে, যেখানে সে অদ্ভুত নকশা করা কাঁচি পেয়েছিল। এবং সেখানে বাবুরাম কিছু সময় বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করে একটি ভয়ংকর সাপ বট গাছের গর্ত হতে বেরিয়ে আসলো। এবং কাল্পনিক ভাবে বাবুরামকে জিজ্ঞাসা করল আপনি কি চান? সাপ দেখে বাবুরাম খুব ভয় পেয়ে গেল, এবং প্রশ্নের উত্তর দিল আমি একজন নাপিত, আমার নাম বাবুরাম। সারাদিন মানুষের চুল কেটে গাছের নিচে একটু বিশ্রাম নিতে এসেছি। ভয়ংকর সাপ বলে উঠলো তুমি বড় ভুল করেছো। এই গাছের নিচে কোন সাধারণ মানুষের আসা নিষেধ। এখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বাবুরামের ভয়ে হাঁটু কাঁপছিল।
জীবন বাঁচানোর জন্য বুদ্ধিমান বাবুরামের মাথায় দারুন আইডিয়া আসলো। তার চুল কাটার ব্যাগ থেকে আয়না বের করে সাপের সামনে ধরে বসলো এবং বলে উঠলো তোর মত বড় বড় সাপ আমি বন্দি করে রেখেছি। বোকা সাপ তার নিজের চেহেরা দেখে ভয় পেয়ে গেল। এবং বাবুরামকে বলতে লাগলো আমি অনেক বড় ভুল করেছি হুজুর, আমি আপনাকে চিনতে পারিনি, আমি অনেকদিন ধরে না খেয়ে আছি। তাই আপনাকে মুখের সামনে পেয়ে লোভ সামলাতে পারিনি। আপনি কি চান? আপনি যা চাইবেন, আমি আপনাকে তাই দিব। কিন্তু আমাকে আপনার খাঁচায় বন্দি করবেন না। বাবুরাম মনে মনে বলে উঠলো যাক আমার বুদ্ধি ভালোই কাজে লেগেছে। এই বারের মতো প্রাণে বাঁচতে পারবো। বাবুরাম সাপকে বলে উঠলো তোর কাছে কি আছে? আমাকে দেওয়ার মতো। সাপ বাবুরামকে তখন তার মাথা থেকে একটি উজ্জল জলমলে মনি দিয়ে দিল, এবং বললো এই মনির কাছে আপনি যা চাইবেন তাই পাবেন।
বুদ্ধিমান নাপিত ও তার জীবনী গল্পটি কাল্পনিক। আশাকরি গল্পটি পড়ে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | বুদ্ধিমান নাপিত ও তার জীবনী। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1797596216362238023?t=NRdF5u7oefuRCjAPWZjGUQ&s=19
বুদ্ধিমান নাপিতের দ্বিতীয় পর্বটা তো অনেক বেশি ভালোই লেগেছে। নাপিতের অদ্ভুত কাঁচি তার শক্তি হারিয়ে ফেললেও পরবর্তীতে বটগাছের ওখানে গিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে সাপের মনি নিতে পেরেছে। ওই মনি তো দেখছি অনেক শক্তিশালী মনে হয় কারণ সাপ তো বলেছে ওই মনির কাছে যেটাই চাইবে সেটাই মনি দিতে পারবে। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। নাপিতের মাও আশা করছি সুস্থ হয়ে যাবে চিকিৎসা করলে।
পরবর্তী পর্ব আরও ভালো কিছু আসতে চলছে। এই গল্পে নাপিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আপনার মন্তব্য পেয়ে কাজের উৎসাহ বেড়ে গেল, অসংখ্য ধন্যবাদ আপু।
গল্পটি পড়ে যা বুঝলাম তা হলো অতি লোভে তাঁতি নষ্ট। বাবুরাম যদি তার চুল কাটা পেশায় শুধু মনোযোগ দিয়ে করতেন তাহলে ভালো থাকতে পারতেন। চুলে সোনার লোভে ফ্রিতে চুল কেটে দিয়ে সে এমনিতেই গরিব আরো সর্বস্বান্ত হয়ে গেছে এজন্যই বলে অতি লোভে তাঁতি নষ্ট। ভালোই লাগলো গল্পটি ধন্যবাদ আপনাকে গল্পটি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।
আমার গল্পটি সম্পূর্ণ পড়ে, সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বুদ্ধিমান নাপিত ও তার জীবনী প্রথম পর্ব আমার কাছে ভালো লেগেছিলো। তবে দ্বিতীয় পর্ব পরে আরো বেশী ভালো লাগলো। বুদ্ধিমান নাপিত সাপকে বোকা বানালো বাহ্ দারুন। এর পরে সাপটি বুদ্ধিমান নাপিত কে মাথার মনি দিয়ে দেয় জেনে ভালো লাগলো। দেখা যাক পরের পর্বের কি হয়। অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপনাকে।
আমার পোস্ট ভিজিট করে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।