SuperWalk -এর NFT জুতো কিনে, জোরকদমে হাঁটা শুরু করুন

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,

আপনারা সকলে SuperWalk সর্ম্পকে অল্প বিস্তর জানেন এবং অনেকে সেটার চুটিয়ে ব্যবহারও করছেন। SuperWalk আসলে কি? SuperWalk হলো #Web3 এর উপরে বেস করে M2E স্টেপ কাউন্টার অ্যাপ্লিকেশন। যেটার মাধ্যমে আপনি বা যেকেউ যার মুঠোফোনে অ্যাপ্লিকেশনটি ইন্সটলড আছে তারা হাঁটা বা দৌড়ানোর মাধ্যমে ক্রিপ্টো উপার্জন করতে পারবেন। আমরা অনেকেই রয়েছি যারা Google Fit বা Strava এর মতো অ্যাপ্লিকেশন ব্যাবহার করে নিজেদের হাঁটা কাউন্ট করতে থাকি, কিছুটা সুস্থ থাকার জন্য। SuperWalk সেখানে সেই সবকটির সুবিধার সাথে আরো বাড়তি কিছু। সহজভাবে বলা যায়, হাঁটুন আর ক্রিপ্টো উপার্জন করুন।

1000087586.jpg

SuperWalk- এর দুটি মোড, বেসিক এবং প্রো। স্বভাবতই নামের সাথে সমন্বয় রেখে দুটির মোডের ভিন্ন রকম সুবিধা রয়েছে। যারা SuperWalk সর্ম্পকে নতুন জানতে পারলেন তাদের বলবো, শুরুতেই Google Store কিংবা App Store থেকে অ্যাপসটি ইনস্টল করে ফেলুন। তারপর Sign Up করে নিজের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন। একবার ভেরিফাই হয়ে গেলে প্রো মোডে ট্রানজিশন করুন। এখানে বিস্তর সুযোগ সুবিধা পাবেন। যেমন NFT ক্রয় করার সুবিধে। NFT ক্রয় করে কি লাভ? সহজ কথায় মজা পাবেন। তাছাড়া যেহেতু আমার বাংলা ব্লগের সাথে SuperWalk টিমের কোলাবোরেশন আছে সেজন্য একটা করে হলেও NFT কিনে ফেলুন।

SuperWalk NFT কিভাবে কিনবেন? যারা SuperWalk ইউজ করছেন তারা নিশ্চই $GRND টোকেন সম্পর্কে জেনে গেছেন। মূলত NFT কেনার জন্য দরকার $GRND টোকেন। $GRND টোকেন বেশ কয়েকটি ডিসেন্ট্রালাইজড ও সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্টেড, সেখান থেকে কিনতে হবে। সেই $GRND টোকেন দিয়েই SuperWalk অ্যাপে NFT কিনে ফেলুন। SuperWalk এ NFT বাই করতে $GRND কিভাবে কিনবেন?

প্রথমে $GRND টোকেনটি আপনার SuperWalk ওয়ালেটে এক্সচেঞ্জ থেকে ট্রান্সফার করে আনুন। তারপর $GRND টোকেন গুলোকে আপনার ওয়ালেট থেকে Spending এ ট্রান্সফার করুন।

1000087180.jpg

1000087181.jpg

$GRND টোকেন Spending এ চলে এলে, পছন্দের একটি NFT কিনে নিন। আর কি করবেন? সেই জুতো পায়ে দিয়ে হাটবেন চাইলে দৌড়রাতেও পারবেন।

1000087182.jpg

1000087183.jpg

1000087184.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

সুপার ওয়াক আমাদের প্রত্যেকের জন্যই উপকারী একটি অ্যাপস। যেখানে হাঁটাহাঁটি করে নিজের শরীর ভালো রাখার পাশাপাশি আর্ন করারও সুযোগ আছে। আমিও এনএফটি কিনেছি। চমৎকার একটি অ্যাপস। সেই সাথে যারা নতুন তারা এই অ্যাপস সম্পর্কে ভালো কিছু জানতে পারবে আপনার পোস্ট থেকে। আর এন এফ টি কিভাবে কিনতে হবে সেটিও আপনার পোস্ট থেকে ভালোভাবে জেনে নিতে পারবে। সুপার ওয়াক সম্পর্কে উপকারী একটি পোষ্ট শেয়ার করেছেন দাদা।

 2 months ago 

এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে হাঁটাহাঁটি পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। আমিও এন এফ টি জুতা কিনেছিলাম যার মাধ্যমে প্রতিদিন একটি নির্দিষ্ট পয়েন্ট অর্জন করা সম্ভব। যেটা প্রতিনিয়ত হাঁটাহাঁটির মাধ্যমে অর্জন করে থাকে। দাদা আপনিও দেখছি এনএফটি জুতা কিনলেন।

 2 months ago 

আমি প্রায় ২ মাস আগে ওয়াকার এনএফটি সু কিনে প্রতিদিন হাঁটাহাঁটি করছি। এতে করে ওয়াক টোকেন ইনকাম করতে পারছি। তাছাড়া হাঁটাহাঁটির করার স্টেপ গুলোও কাউন্ট করতে পারছি। এই অ্যাপটি সত্যিই দারুণ। আমি সবসময়ই এই অ্যাপটি ইউজ করে যাবো। যাইহোক আপনি তো দেখছি জগার সু কিনেছেন দাদা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমি একটি NFT জুতো কিনে হাঁটতেছি। ভালোই লাগছে। তবে এনার্জি কমে যায়। আবার Walk কয়েন দিয়ে এনার্জি চার্য করা লাগে। তারপরেও ভালো হাঁটাহাঁটির সাথে ইনকাম। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 79790.33
ETH 1526.58
USDT 1.00
SBD 0.82