টিভি সিরিজ : রিচার - নো এপলজিস // ১০% লাজুক 🦊-কে
নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ। আজ আপনাদের সাথে রিচার টিভি সিরিজের পঞ্চম এপিসোড টির রিভিউ নিয়ে হাজির হয়েছি। মোট আটটি এপিসোড নিয়ে রিচার টিভি সিরিজটি তৈরী। আগে আমি রিচারের চারটি এপিসোড রিভিউ করেছি আজ পঞ্চম এপিসোড নিয়ে হাজির হলাম। আগের পর্ব গুলোতে আমরা জানতে পেরেছি, সেনাবাহিনীর জীবন শেষ করে জ্যাক রিচার মারগ্রেভে ব্লুজ সঙ্গীতশিল্পী ব্লাইন্ড ব্লেকের খোঁজে আসবার পর দুটো খুনের সম্মুখীন হয় তারপর রিচার স্থানীয় পুলিশ রস্কো আর ফিনলের সাথে খুনের তদন্তের সাথে জড়িয়ে যায়।
মলি বেথের হত্যার পেছনে রিচার ক্লাইনারের ছেলে কেজেকে দোষী মনে করে। তারপর রিচার আটলান্টা থেকে মারগ্রেভে ফিরে আসার পর রাগ বশত কেজেকে স্থানীয় এক রেস্টুরেন্টে আক্রমণ করে বসে কিন্তু ক্লাইনার রিচারের বিরুদ্ধে আইনি পথে যায় না।
ওদিকে রস্কো পুলিশ স্টেশনে ফিরে জানতে পারে যে পুলিশ প্রধান টিলে তাকে কাজের গাফিলতির অজুহাত দেখিয়ে বরখাস্ত করে দিয়েছে। রিচার আর রস্কো তখন নতুন তথ্যের জন্য মরিয়া হয়ে ওঠে। রিচার রস্কোকে তার পুরোনো বসের কথা জিজ্ঞেস করে। রস্কো তখন তাঁর প্রাক্তন বস গ্রে-এর রেখে যাওয়া কিছু মালপত্রের মধ্যে একটি চাবি খুঁজে পায়। সেই চাবি নিয়ে রিচার একটা ট্রাঙ্কের সন্ধান পেয়ে ট্রাঙ্কটা খুলে ফেলে। ট্রাঙ্ক থেকে অনেক নতুন তথ্য উন্মোচন হয় যা রিচারের সন্দেহ নিশ্চিত করে যে, মারগ্রেভই হলো ক্লাইনারের সমস্ত অবৈধ কার্যক্রমের কেন্দ্রবিন্দু।
রিচার তদন্তের নতুন উপায় না পেয়ে তার সেনাবাহিনী জীবনের অধঃস্তন ফ্রান্সেস নেগলির সাথে যোগাযোগ করে। রিচার নেগলির কাছে রিচারের দাদা জো'র খুনের তদন্তে সাহায্য চায়।
রস্কো তদন্ত করে জানতে পারে যে সম্ভবত মেয়র টিলেই তার পুরানো বস গ্রে-কে খুন করেছিলো। রস্কো তখন টিলেকে জেরা করে, টিলে সঠিক উত্তর না দিতে পারায় রস্কো রাগের মাথায় টিলের মুখে ঘুষি মেরে দেয়। তারপর ফিনলে তাকে সেখান থেকে টেনে নিয়ে পিকার্ডের কাছে হাবল পরিবারের দেহরক্ষী হিসাবে পাঠিয়ে দেয়।
অন্যদিকে রিচার ও নেগলি জো'র খুনের তদন্তে নেমে মেমফিস পুলিশের কাছে যায়। সেখানে তাঁরা দু জন পুলিশকর্মীর সাথে পরিচিত হয় যারা রিচারের তদন্তে সাহায্য করতে চায়। তখন রিচার ও নেগলি বিশ্বাস করে পুলিশের গাড়িতে উঠে যায়। যেখানে গাড়িতেই এক পুলিশ কর্মী অন্য পুলিশকর্মীর উপর গুলি চালিয়ে হত্যা করে শেষে গাড়িটা ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। কোনোমতে রিচার আর নেগলি বেঁচে যায়।
মারগ্রেভে ফিনলে তদন্তে নেমে ক্লাইনারের অফিসে হানা দেয় কিন্তু অফিসে প্রবেশ করে দেখে কেউ ক্লাইনারকে আগে থেকেই হত্যা করে রেখে গেছে।
শেষ পর্বে মলি বেথের মৃত্যুর পরে স্বাভাবিক ভাবে সন্দেহের তীর কেজের দিকে যায় কিন্তু বুদ্ধিমানের মতো কাজ না করে রাগের মাথায় রিচার কেজেকে আক্রমণ করে বসে। অন্যদিকে রস্কোকে অজুহাত দিয়ে কাজ থেকে বরখাস্ত করে দেয়া হয়। তদন্তে এগোতে না পেরে রিচার তার পুরোনো সহকর্মী নেগলির শরণাপন্ন হয়। দুজনে তদন্তে অল্প এগোতেই প্রাণঘাতী হামলার সম্মুখীন হয় যেটা থেকে তৎপরতা দেখিয়ে দুজনে বেঁচে গেলেও বুঝতে অসুবিধা হয় না মারগ্রেভের খুনের পেছনে অনেক বড়ো ষড়যন্ত্র আছে।
পরিচালনা | ৮.৫ |
কাহিনী | ৮ |
অভিনয় | ৮ |

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা আপনি দেখছি এই সিরিজ অনেক পছন্দ করেন। আমার আবার তেমন ভালো লাগে না। তবে আজকের সিরিজ রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। সিরিজটি অনেক মজার, রহস্যময়। ধন্যবাদ দাদা।
ছাড়তে পারছি না দিদি। দারুন লাগছে তাই শেষ করেই ছাড়বো।