নতুন পকেট পাওয়ার ব্যাংক অনবক্সিং ও ফার্স্ট লুকsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

GridArt_20231016_005744769_copy_1228x818.jpg

নমস্কার বন্ধুরা,

বেশ কদিন যাবত একমাত্র ফোনটা নিয়ে সমস্যায় পড়েছি। আদপে ফোনের চার্জ কিছুতেই ছয় ঘণ্টার বেশি থাকছেই না। মাঝেমধ্যে তো আরো কম সময়েই ব্যাটারি ফুরুত। এমত অবস্থায় সবসময়ই ব্যাগে চার্জার নিয়ে ঘুরছি কখন যে প্রয়োজন পড়ে। টুক করে চার্জ করে নেওয়া যায় আরকি, আরেক সমস্যা হলো ফোনটা চার্জ হতে বেশ কিছুটা সময় নেয়। সেজন্য ক'দিন ধরে পাওয়ার ব্যাংক কিনব কিনব করছিলাম। কিনবো বললেই তো নিয়ে নেওয়া যায় না, পাওয়ার ব্যাংকের বেশি গুলোই সাইজ যথেষ্ট বড় এবং ভারী। যেটা পকেটে নিয়ে ঘোরা প্রায় অসম্ভব বললেই চলে। সামনে পুজো আসছে পাওয়ার ব্যাংক না থাকলেও সমস্যা। খুঁজতে খুঁজতে এমআই এর পকেট পাওয়ার ব্যাঙ্কটা পেয়ে গেলাম, দাম মাত্র ১৭০০ টাকা। ঝটপট বেশ কয়েকটা রিভিউ দেখে অর্ডার করে দিলাম।

মধ্য রাতে অর্ডার করেছি, ঠিক পরদিন ডেলিভারি এসে হাজির। এত তড়িৎ গতিতে চলে আসবে সেটা কল্পনাও করেনি। ডেলিভারি হাতে পেতেই অবাক হলাম! প্যাকেট খুবই ছোটো। বক্স দেখে মনে মনে ভাবছি আমার সাথে কোনো স্ক্যাম হয়ে গেল না তো, হাতের তালুতে বক্স এঁটে যাচ্ছে। ঝটফট বক্স কাটতেই সেই বস্তুটি বেরিয়ে এলো।

PXL_20231015_135822385_copy_1209x907.jpg

প্যাকেজের ভেতরে ছোট্ট একটা প্যাকেট। সেটার দুটো সিল কেটে ফেলতেই সাদা প্যাকেজ বেরিয়ে এলো তার মধ্যেই আমার কাঙ্খিত সেই পাওয়ার ব্যাংক টা। আর ছিল একটা ম্যানুয়াল আরেকটা টাইপ সি কেবল।

PXL_20231015_135952071_copy_1209x907.jpg

নামটা যেমন সাইজেও ঠিক সেরকমই। সত্যিই পকেট পাওয়ার ব্যাংকই বটে। অনায়াসেই হাতের তালুর মধ্যে চলে আসছে। সাথে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য সমৃদ্ধ। যা হেল্প ফাস্ট চার্জ সাপোর্ট করা, যেটা বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয়।

PXL_20231015_140056516_copy_1209x907.jpg

ঝটপট প্যাকেট থেকে বের করে চার্জে বসিয়ে দিলাম। আর কদিন গেলেই পুরোদমে পুজো শুরু হয়ে যাবে, অনেক ঘোরা আর ছবি তুলতে হবে। তখন ফোনের ভরসা হবে আমার এই নতুন সংযোজন। যেটার পূর্ণাঙ্গ রিভিউ কদিন ব্যবহার করার পরেই দিতে পারবো।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 last year 

দাদা আমারও একটা পাওয়ার ব্যাংক কেনার দরকার। অনেক সময় ফোনে চার্জ থাকে না। কাজ করতে অনেকে অসুবিধা হয়। দেখা যাক কিনে ফেলবো খুব শীঘ্রই। জি দাদা রিভিউ দেখে অর্ডার করা ভালো। আমি তো অবাক হলাম যে এত তাড়াতাড়ি অর্ডার পেয়ে গেলেন। আমাদের তো এখানে তিন থেকে চার দিন সময় নেই আবার ভেজালটা দিয়ে দেয় । পকেটের জন্য একদম পারফেক্ট দাদা। জি দাদা কদিন পরে রিভিউ দিয়েন। কেমন এটা কাজ করতেছে।

 last year 

পাওয়ার ব্যাংক বর্তমানে খুবই জরুরী একটি জিনিস। অনেক সময় বিদ্যুৎ না থাকলে কাজে লাগে, আবার দূরে কোথাও ঘুরতে গেলে নিয়ে যাওয়া যায়। তবে বাহিরে নিয়ে যাওয়ার জন্য পকেট পাওয়ার ব্যাংক সবচেয়ে ভালো। পকেটে নিয়ে ঘুরাঘুরি করা যায়। আমি ৫/৬ বছর ধরে পাওয়ার ব্যাংক ব্যবহার করছি। তবে পকেট পাওয়ার ব্যাংক নেই আমার। বড় সাইজের পাওয়ার ব্যাংক আছে। আপনার পকেট পাওয়ার ব্যাংক দেখে তো আমারও একটা কিনতে ইচ্ছে করছে দাদা। পূজার আগে পকেট পাওয়ার ব্যাংক কিনে নিলেন, বেশ কাজে দিবে পূজার সময়। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

জিনিসটা দারুন তো😍
সাইজের যা বর্ণনা দিলেন তাতে প্রথমেই ভেবেছিলাম কি যে হয়। যাক পরে আপনার কথাগুলো শুনে বুঝতে পারলাম জিনিসটা ভালোই, আর আকার ছোট হবার ফলে খুব সহজেই পরিবহন করা যাবে। চার্জ ক্যাপাসিটি ভালোই দেখলাম। যাইহোক ব্যাবহার করে পুরো রিভিউ দেবেন আশাকরি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95730.82
ETH 2731.31
SBD 0.68