শুভ জন্মদিন টিনটিন বাবু ♥️
নমস্কার বন্ধুরা,
আজ থেকে ঠিক দু বছর আগে দিনটা আমার বাংলা ব্লগের সকলেই খুব ধুমধাম করে পালন করেছিল। দারুন মজা করেছিলাম সবাই। আসলে হবেই বা না কেন, আমাদের প্রিয় টিনটিনের জন্মদিন যে। সেদিনই আমরা বাংলা ব্লগে প্রথম টিনটিনের জন্মদিন পালন। দেখতে দেখতে মাঝখান দিয়ে দুটি বছর কেটে গেলো। সময় কত তাড়াতাড়ি কেটে চলেছে, এইতো কদিন আগেই আমরা টিনটিনের তিন বছর পালন করলাম আজ সেই ছোট্ট টিনটিন বাবু পাঁচ বৎসরে পা দিলো।
আমাদের ছোট্ট সুপ্রতীম বাবুকে জানাবো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুপ্রতীম ভালো থাকুক, বাবা-মায়ের আদর্শে বড়ো হয় আর খুব খুব দুষ্টুমি করুক। জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে টিনটিন সুখে শান্তিতে থাকুক সেটাই কাম্য।
সম্পর্ক গুলো কেমন অদ্ভুত তাইনা? কয়েক বছর আগেও যেখানে আমরা কেউ কাউকেই চিনতাম না, দাদা আমাদের মধ্যে তাই একটা সেতুর তৈরী করে দিলেন। আমার বাংলা ব্লগ হয়ে উঠলো প্রত্যেক সদস্যদের কাছেই একটা পরিবার। আর যখন পরিবারের সবচেয়ে স্নেহের ও আদরের সদস্যটির জন্মদিনে আসে সেটা তো ধুমধাম করে পালন হবেই।
আর যখন টিনটিনের জন্মদিন পালন করার অনুভূতি গুলো লিখতে বসেছি তখন বুঝলাম যে আমার মধ্যের অনুভূতি গুলো ভাষায় প্রকাশ করতে আমি অসমর্থ। কি রকম ভালোলাগার অনুভূতি কাজ করছে সেটা বুঝিয়ে উঠতে পারবো না। আর উপহার কি দেবো ভেবে কুল পাই না, তাই ছোট্ট একটি অণুকবিতা টিনটিনের জন্য উপহার রইলো।

সুখ স্বাচ্ছন্দ্যে কাটুক সময়,
হাসি খুশি ময় হোক সর্বদা,
শুভকামনা রইলো আজি,
শুভ জন্মদিন সুপ্রতীম বাবু।।
স্বপ্ন গুলো সব সত্যি হোক,
ইচ্ছে গুলো সব পূর্তি হোক,
শুভকামনা রইলো আজি,
শুভ জন্মদিন সুপ্রতীম বাবু।।

কাউকে এখন পর্যন্ত সামনাসামনি দেখা নেই, সামনাসামনি কথা নেই, শুধু ভার্চুয়াল ভাবে কথাবাত্রা। আমরা মানুষ বড়ই বিচিত্র। সবাই একত্রিত বসে যদি আমরা কথাবাত্রা বলি বা আলোচনা করি এর মধ্যে থেকে মনের যেন একটা আলাদা টান চলে আসে। আমার চলার সাথে বন্ধুদের থেকেও এখন বর্তমানে আমার বাংলা ব্লগে যেসব মেম্বার রয়েছে এরা আমার কাছে বেশি আপন লাগে। দাদা সর্বশেষে টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা রইলো।
টিনটিন বাবুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সত্যি সেদিন যেনো আমরা টিনটিন বাবুর ৩য় জন্মদিন উৎযাপন করলাম। এখনো চোখে ভাসে। কত মজা করেছিলাম সবাই মিলে সেদিন।
প্রথমেই টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে এক বুক পরিমাণ ভালোবাসা।শুভ দিনের সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা যে সৃষ্টিকর্তা যেন টিনটিন বাবুকে সুদীর্ঘ হায়াত দান করে এবং টিনটিন বাবুর সুস্থতা কামনা করছি।
শুভ জন্মদিন টিনটিন বাবু।
দোয়া করি যাতে দাদার মত একজন মানবিক মানুষ হতে পারো।আরো বলবো তুমি যাতে সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান হয়ে বেড়ে ওঠো এবং নিজের ফ্যামিলি ও নিজেকে আলোকিত করতে পারো এই কামনা করি।টিনটিন বাবুকে কেন্দ্র করে আপনার কবিতাটা খুব সুন্দর ছিল দাদা।
একদম ঠিক বলেছেন ভাইয়া,কয়েক বছর আগে আমরা কেউ কাউকে চিনতাম না।আপনাদের পরিচয় দুই বছর আগে সবার সাথে। সময় আসলেই দ্রুত চলে যায়।টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষ্যে দারুন একটি অণু কবিতা আপনি লিখেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
জন্মদিনে টিনটিন বাবুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। একজন ভালো মনের মানুষ হও এই দোয়া করি। ঠিক বলেছেন দাদা আমরা কেউ কাউকে চিনি না কিন্তু তবুও আমরা একজন অন্যজনের কত কাছের। আর তা সম্ভব হয়েছে কেবল দাদার জন্য। আমাদের এ সম্পর্ক যেন আজীবন অক্ষুন্ন থাকে সেই কামনা করি।
আসলেই দাদা ভার্চুয়াল জগতের সম্পর্ক গুলো অদ্ভুত টাইপের। কাউকে না দেখেও সবার সাথে কতো সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। যাইহোক আমাদের সবার আদরের টিনটিন বাবু সুস্থভাবে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে সেই কামনা করছি। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।