"আশীর্বাদের" বিরিয়ানি ও মাটন চাপ

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,

বিরিয়ানি খেতে কার না ভালো লাগে? আর সাথে যদি হয় চাপ তাহলে তো জমেই যায়। বর্তমান সময়ে বাইরে আমার বিরিয়ানি খাওয়াটা কমে গেলেও যখনই সুযোগ পাই তখন বিরিয়ানি এবং চাপ খাই, সেটা চিকেন চাপ কিংবা বা মাটন চাপ। তো বিশেষ এক কাজে গেছিলাম হাওড়া জেলার রামরাজাতলা। জায়গাটা সাঁতরাগাছির একদম পাশে। সাঁতরাগাছি নামকরা জায়গা হলেও রামরাজাতলার নাম খুব কমই মানুষ জানেন। কাজের সূত্রে যাওয়ার আগে আমিও বিশেষ চিনতাম না।

PXL_20230428_221020228_copy_1209x907.jpg

রামরাজাতলা যাওয়ার আগে আমি তাই দেখে নিয়েছিলাম যে সেখানে খাবার দাবার কি ভালো পাওয়া যায়। আর ইউটিউবে যে জায়গাটার নাম সবচেয়ে বেশিবার পেয়েছিলাম সেটা হলো, আশীর্বাদ। কাজ সেরে তাই রাতের দিকে চলে গেলাম। বসে খাওয়ার সময় ছিলো না তাই খাবার নিয়ে পার্সেল করিয়ে নিয়ে আসবো বলে লাইনে দাঁড়িয়ে বললাম। এরকম শহরতলী জায়গায় একটা বিরিয়ানির দোকানে যে লাইন দিয়ে মানুষ বিরিয়ানি কিনতে পারে সেটা না দেখলে বিশ্বাস হবে না। রাত্রি তখন নটা বাজে আমার সামনে তখন জনা ১৫ মানুষজন এবং আমার পিছনেও চার-পাঁচজন।

PXL_20230428_220708394_copy_1209x907.jpg

PXL_20230428_220701572_copy_1209x907.jpg

মেনুটা খুব ছোটো। বিরিয়ানি সাথে চাপ। চাপ দেখে আমি আলু বিরিয়ানি সাথে একখানা মাটন চাপ অর্ডার করে দিলাম। চিকেনের সাথে মাটনের চাপের খুব একটা দামান ফারাক না হওয়ার জন্য মাটন বাছতে সময় লাগলো না। দুই মিলিয়ে দাম হলো ১৫০ টাকা।

PXL_20230430_141612934_copy_1209x907.jpg

PXL_20230430_141145132_copy_1209x907.jpg

ঘরে ঢুকে প্যাকেট খুলে ফেললাম। গরমা গরম বিরিয়ানি প্লেটে নিয়ে মাটন চাপের প্যাকেটটা খুলে ফেললাম। ওমা মাটন দেখি পুরোটাই তেলে ডুবে রয়েছে। কি আর করার! তেল ফেলে মাটনটা আর গ্রেভিটা বিরিয়ানির উপরে নিয়ে নিলাম। তারপর আর কোন কিছু না ভেবে এক গ্রাস বিরিয়ানি সাথে অল্প টুকরো মাংস মুখ পুরে দিলাম। আহা।

PXL_20230430_141848024_copy_1209x907.jpg

যতটা নাম দেখেছিলাম স্বাদ ঠিক তেমনই। বিরিয়ানির সাথে মাংসের মিশেলে এক অসাধারণ অনুভূতি পেলাম। চটপট করে আরো এক গ্রাস তুলে নিলাম। বিরিয়ানি যেমন ঝুরঝুরে শুকনো মাটন তেমনি নরম। ১০/১০।




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 2 years ago 

বাহ বলতে গেলে মেনু টা এত বড় না হলেও বেশ ভালভাবে খাওয়া যাবে। খাবারের দামটা কিন্তু খুব সুলভ মূল্যে বলতে হয়। কারণ এখানে একটা মাটনের দাম আরো অনেক দাম বাড়ায় নিবে দাদা। আপনি চমৎকার খাওয়া-দাওয়া করলেন আশীর্বাদে যেয়ে। এত গুলো আইটেম দিয়ে না খেয়ে একটা দিয়ে খুব আরামে মজার করে খাওয়া যায় দাদা অনেক ভালো লাগলো পড়ে।

 2 years ago 

ভালোই তো খাওয়া দাওয়া করলেন আর্শীবাদ হোটেলে। তবে দামতো মনে হচেছ বেশ কম। আর স্বাদও অনেক লোভনীয়। তবে আমার মনে হয় দাদা এত এত পদ না খেতে দু একটি নিলে হয়তো খাবারের স্বাদটা অন্য রকমের পেতেন ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96428.85
ETH 2753.27
SBD 0.65