টিভি সিরিজ : দ্য উইচার - বটলড এপেটাইটস // ১০% লাজুক 🦊-কে
নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ। আজ আপনাদের মধ্যে নেটফ্লিক্স টিভি সিরিজ দ্য উইচারের প্রথম সিজনের পঞ্চম পর্বের রিভিউ নিয়ে হাজির হলাম। আগেই দ্য উইচারের প্রথম চারটি পর্ব রিভিউ করেছি।
দ্য উইচার সিরিজটি পোল্যান্ডের লেখক আন্দ্রেজ সাপকোস্কির দ্য উইচার নামক উপন্যাস সিরিজের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। দ্য উইচারের গল্পটি মধ্যযুগীয় প্রেক্ষাপটে দ্য কন্টিনেন্ট নামক জায়গার উপর গড়ে উঠেছে। যেখানে দ্য উইচার অফ রিভিয়া ও প্রিন্সেস সিরিলা হলো মূল চরিত্র।
জেরাল্টের সঙ্গ থেকে আলাদা হওয়ার বেশ কয়েক বছর পর জেসকিয়ের আবার জেরাল্টের মুখোমুখি হয় যখন জেরাল্ট রিড নামক শহরের কাছে একটি নদীতে জাল দিয়ে কিছু ধরতে ব্যস্ত। জেরাল্টকে দেখতে পেয়ে জেসকিয়ের তার জীবনে নানা গল্প বলতে থাকে এবং জেরাল্টকে কিছু মাছ দেওয়ার অনুরোধ করে। কিন্তু জেরাল্ট আদপে কোনো মাছ ধরছে না। জেরাল্ট নদীতে একখানা জিন খুঁজছে যার কাছে সে তার অনিদ্রার জন্য বর চাইবে।
জেরাল্ট নদীতে কয়েকবার জাল ফেলতে ছোটো একটা মাটির কলস উঠে আসে। জেসকিয়ের যেটার মুখ খুলে ফেলে আর কলস খুলেতেই একটি জিন বের হয়ে যায়। কিন্তু খালি চোখে কিছু দেখতে না পাওয়ায় জ্যাসকিয়ের কলসটি মাটিতে আছড়ে ফেলে। কলসটি ভেঙে ফেলতেই জেসকিয়ের গুরুতর অসুস্থ হয়ে পড়ে। জেরাল্ট জেসকিয়েরকে ঘোড়ায় চড়িয়ে কাছের এক এলফের কাছ থেকে চিকিৎসার জন সাহায্য চায়। কিন্তু এলফ জেকসিয়েরকে দেখে জানিয়ে দেয় তার পক্ষে জ্যাস্কিয়ারকে সুস্থ করা সম্ভব নয় তাকে সুস্থ করতে কোনো জাদুকরের পক্ষেই সম্ভব।
অপরদিকে সিরিলাতে কাহির মাউসাকের অনুকরণ করার জন্য এক ডপলারকে নিয়োগ করে। সেই ডপলার মাউসাকের দেহ স্পর্শ করে মাউসাকের শারীরিক গঠন ও সকল স্মৃতি নিজের মধ্যে নকল করে ফেলে। মাউসাকের সব কিছু নকল হয়ে গেলে ডপলার মাউসাককে মেরে ফেলে।
জেসকিয়েরের চিকিৎসা করার জন্য এলফ রিড শহরের জাদুকরী ইয়েনেফারের কাছে যাওয়ার পরামর্শ দেয়। জেরাল্ট জেসকিয়েরকে ইয়েনেফারের কাছে নিয়ে গেলে সে জ্যাস্কিয়ারকে সুস্থ করে দেওয়ার কথা বলে।
যদিও ইয়েনেফারের পরিকল্পনা ছিলো অন্য। সে চাইছিলো ডিজিনকে ধরে তাকে ব্যবহার করার জন্য। জেসকিয়ের গলা কিছুটা সুস্থ হলে ইয়েনেফার তাকে শেষ ইচ্ছা চাওয়ার জন্য নির্দেশ দেয়, কিন্তু শেষ ইচ্ছা চাইলেও কিছুই ঘটে না। জেরাল্ট তখন নিজের হাতে দুটো কাটা দাগ দেখতে পায় তখনই জেরাল্ট বুঝতে পারে জেসকিয়ের নয় জেরাল্টই হলো আসলে জিনের মালিক। জেরাল্ট বুঝতে পারে যে শেষ ইচ্ছে না চাইলে জিন ইয়েনেফারকে খুন করে ফেলবে, তাই জেরাল্ট শেষ ইচ্ছা চেয়ে বসে।
শেষ ইচ্ছে চাইতেই জিন ইয়েনেফারকে ছেড়ে চলে যায়। জিনের হাত থেকে মুক্তি পেয়ে ইয়েনেফার জেরাল্টের শেষ ইচ্ছার কথা জানতে চায়। কিন্তু কিছু বলার আগেই জেরাল্ট ঘুমিয়ে পড়ে।
মাউসাকের ছদ্মবেশ নিয়ে ডপলারটি ব্রকিলনের জঙ্গলে উপস্থিত হয়। ছদ্মবেশী সিরিকে নিয়ে যাওয়ার কথা বলে ব্রোকিলনের জঙ্গলে প্রবেশ করে।
ব্রকিলনের জেনারেল ডপলারকে ব্রোকিলনে যাওয়ার অনুমতি দেয়, যেখানে ছদ্মবেশী দেখতে পায় সিরি তীর বানাতে শিখছে। মাউসাক বেশে ডপলার সিরিকে ফেরত নিয়ে যাওয়ার কথা বললে রাণী ইথনে আপত্তি জানায়।
ডপলার জানায় সে সিরিকে জেরাল্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য সিরিকে নিতে এসেছে। তাছাড়া সিরি নিজেও ব্রোকিলন থেকে চলে যেতে চায়। রাণী ইথনে জোরাজুরি না করে সিরির সাথে এলফ দারাকে মাউসাকের সাথে পাঠিয়ে দেয়।
রোমাঞ্চ আমার সবসময়ই খুবই পছন্দের আর উইচার সিরিজটির শুরু থেকে রোমাঞ্চ ভরপুর। চরিত্র নির্বাচন, সিনেমাটোগ্রাফি, গল্প প্রতিটি দিক থেকেই খুব ভালো।
জেরাল্ট চরিত্রে হেনরি ক্যাভিল দারুন অভিনয় করছেন। প্রেক্ষাপট অনুযায়ী সিনেমাটোগ্রাফি অসাধারণ। পঞ্চম পর্বে জেরাল্টের সাথে পরিচয় হয় ইয়েনেফারের সাথে। অন্যদিকে সিরি মাউসাকের ডপলারের সাথে ব্রকিলন জঙ্গল থেকে বেরিয়ে যায়।
পরিচালনা | ৮ |
কাহিনী | ৮ |
অভিনয় | ৮ |

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আজকে টিভি সিরিজ : দ্য উইচার নিয়ে লেখাটি পড়লাম। মূলত পূর্বের গুলো বাদ পড়েছে। তবে লেখা গুলোন পড়ে যে টুকু বুঝেছি জীন কে আয়ত্ত্ব করতে গিয়ে যত সমস্যায় পড়া । আমার কাছে যা মনে হয়েছে। নদীতে জাল মেরে জীন খোজার বিষয় টি সত্যি অদ্ভুত লেগেছে। কিছুটা ভয় কিছুটা জাদুকরি বিষয় । নাম গুলো পড়তে গিয়ে দাদা বেশ জটিলতার সম্মুখীন হয়েছি। হা হা। ভাল থাকবেন দাদা।
দা উইচার জনপ্রিয় একটি নেটফ্লিক্স সিরিজ। ট্রেইলার দেখেই বুঝা যাচ্ছে। আমি দেখিনি তবে আপনার রিভিউ পড়ে মনে হলে চরিত্রের নামগুলো বেশ কঠিন। জিন ফাইনালি ইয়েনাফারকে ছেড়ে চলে যায়। পরের এপিসোডে আবার আসবে হয় তো! সুন্দর ছিল দাদা