টিভি সিরিজ : দ্য উইচার - মাচ মোর
নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ। আজ আপনাদের মধ্যে নেটফ্লিক্স টিভি সিরিজ দ্য উইচারের প্রথম সিজনের অষ্টম ও অন্তিম পর্বের রিভিউ নিয়ে হাজির হলাম। আগে আমি দ্য উইচারের প্রথম সাতটি পর্ব রিভিউ করে ফেলেছি।
দ্য উইচার সিরিজ পোল্যান্ডের উপন্যাসিক আন্দ্রেজ সাপকোস্কির দ্য উইচার নামক উপন্যাসেরর উপর ভিত্তি করে তৈরী হয়েছে। দ্য উইচারের গল্প মধ্যযুগীয় প্রেক্ষাপটে দ্য কন্টিনেন্ট নামক জায়গার উপর। যেখানে জেরাল্ট দ্য উইচার অফ রিভিয়া, প্রিন্সেস সিরিলা ও ইয়েনেফার অফ ভেঙ্গাবার্গ হলো মূল চরিত্রে।
নিলফগার্ডিয়ান সেনা সিনট্রার দূর্গ আক্রমণ করার সময় জেরাল্ট বন্দি দশা থেকে মুক্তি পায়। মুক্তি পেয়ে সোজা সিরির ঘরে উপস্থিত হয় কিন্তু সিরিকে সেখানে দেখতে পায় না, জেরাল্ট তখন সিরিকে খোঁজার জন্য সংকল্প নেয়। জেরাল্ট সিনট্রা ছেড়ে বনের পথ ধরে কের মেরহেনের এগোতে থাকে। কিছু পথ পাড়ি দিয়ে জেরাল্ট বনের মধ্যে সিনট্রার পরিত্যক্ত উদ্বাস্তু শিবিরে এসে পৌঁছায়। জেরাল্ট পৌঁছে দেখে শিবিরের সবাই নিফগার্ডিয়ান সেনার হাতে খুব হয়েছে আর ইয়ুর্গ নামের একজন ব্যক্তি সমস্ত মৃতদের সমাধি দিচ্ছে।
জেরাল্ট ইয়ুর্গকে সেই স্থান ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয় কারণ পচন ধরা দেহের গন্ধ পেয়ে নেক্রোফেজরা তাড়াতাড়িও সেখানে উপস্থিত হবে। ইয়ুর্গ জেরাল্টের সাবধানবাণী উপেক্ষা করে ও পারতপক্ষে জেরাল্টের কাছে সাহায্য চায় কিন্তু জেরাল্ট ইউর্গার কথায় ভ্রুক্ষেপ না করে কের মোরহেনের দিকে ফিরে যাওয়ার জন্য যাত্রা করে। ইয়ুর্গ আবার মৃতদেহগুলোকে সমাধি দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায় ঠিক তখনই এক দল নেক্রোফেজ মাটি থেকে বেরিয়ে ইয়ুর্গকে ধরে টেনে নিয়ে যেতে শুরু করে। জেরাল্ট সেই মুহূর্তে হস্তক্ষেপ করে সব নেক্রোফেজদের মেরে ফেলে কিন্তু তার মধ্যেও এক নেক্রোফেজ তার উরুতে কামড় বসিয়ে দেয়। জেরাল্ট সেখানেই অজ্ঞান হয়ে যায়।
অপরদিকে ইয়েনেফার ও অন্য জাদুকররা যায় সোডেন হিলের দূর্গ রক্ষা করে নিলফগার্ডিয়ান সেনাকে রাজ্যের বাকি অংশ আক্রমণ থেকে প্রতিহত করতে। ফ্রিঞ্জিলার নেতৃত্বে রাতের অন্ধকারে নিলফগার্ডিয়ানরা জাদুর সাহায্য নিয়ে আক্রমণ শুরু করে, যা ইয়েনেফার আটকে দেয়।
ফ্রিঞ্জিলার বারবার প্রতিহত হতে থাকলে সোডেন হিলের চারপাশে ধোঁয়ার সৃষ্টি করে যার সুযোগ নিয়ে নিলফগার্ডিয়ান সেনা সোডেন হিল দুর্গটি দখল করতে এগিয়ে যায়। কিন্তু ইয়েনেফার আগুনের এক বিশাল স্রোত প্রবাহিত করে সোডেন হিলের আশপাশ পুড়িয়ে দেয়।
অন্যদিকে সিরি বাজারে যে মহিলার ঘোড়া চুরি করেছিল তার ছোঁয়ায় জেগে ওঠে। সিরি উঠে তার চারপাশে অনেক মৃতদেহ দেখতে পায়। মহিলাটি তখন তাকে তার খামারে নিয়ে চলে আসে।
পরদিন সকালে জেরাল্ট চেতনা ফিরে পেলে বুঝতে পারে জেরাল্ট ইয়ুর্গর ঘোড়ার গাড়ির পিছনে শুয়ে আছে। জেরাল্ট পুরো রাস্তাতেই হ্যালুসিনেশনের ভোগে ও শেষে ইয়ুর্গের খামারে পৌঁছায়। খামারে পৌঁছে ইয়ুর্গর সাথে তার স্ত্রীর কথোপকথনে সিরি কথা উঠে আসে, যে সিরি পালিয়ে বনের দিকে গেছে।
জেরাল্ট সেই কথা শুনে বনের দিকে চলতে শুরু করে যেখানে সিরি ও জেরাল্টের অবশেষে দেখা হয়।
রোমাঞ্চ আমার সবসময়ই খুবই পছন্দের। আর উইচার সিরিজটির পুরোটাই রোমাঞ্চে ভরপুর। চরিত্র নির্বাচন, সিনেমাটোগ্রাফি, গল্প প্রতিটি দিক থেকেই খুব ভালো।
জেরাল্ট চরিত্রে হেনরি ক্যাভিল দারুন মানিয়েছে। প্রেক্ষাপট অনুযায়ী সিনেমাটোগ্রাফি অসাধারণ। অষ্টম ও শেষ পর্বে জেরাল্ট আহত হয়ে গেলেও শেষে গিয়ে সিরির সাথে দেখা হয়। ইয়েনেফার সোডেন হিলের দূর্গ রক্ষা করতে গিয়ে নিজেই অদৃশ্য হয়ে যায়।
পরিচালনা | ১০ |
কাহিনী | ১০ |
অভিনয় | ৯ |

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমার ও খুব পছন্দের সিরিজ এটি। ৩য় সিজন এর অপেক্ষায় আছি। কবে আসবে কে জানে।