টিভি সিরিজ : দ্য উইচার - রেয়ার স্পিসিস // ১০% লাজুক 🦊-কে
নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ। আজ আপনাদের মধ্যে নেটফ্লিক্স টিভি সিরিজ দ্য উইচারের প্রথম সিজনের ষষ্ঠ পর্বের রিভিউ নিয়ে হাজির হলাম। আগেই আমি দ্য উইচারের প্রথম পাঁচটি পর্ব রিভিউ করেছি।
দ্য উইচার সিরিজটি পোল্যান্ডের লেখক আন্দ্রেজ সাপকোস্কির দ্য উইচার নামক উপন্যাস সিরিজের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। দ্য উইচারের গল্পটি মধ্যযুগীয় প্রেক্ষাপটে দ্য কন্টিনেন্ট নামক জায়গার উপর গড়ে উঠেছে। যেখানে দ্য উইচার অফ রিভিয়া ও প্রিন্সেস সিরিলা হলো মূল চরিত্র।
শুরুতেই দেখি ব্যাসিলিস্ক দানব মারার জন্য জেরাল্টকে নাগরিকরা ঠিক করেছে। অনেক পরেও জেরাল্টকে ব্যাসিলিস্ক হত্যা করে বেরিয়ে আসতে না দেখতে পেয়ে ভাড়াটেরা সুযোগ বুঝে জেরাল্টের প্রাপ্য অর্থ আর ঘোড়া রোচকে চুরি করার প্রস্তুতি নিচ্ছে। সৌভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে বোর্চ নামের এক বয়স্ক ব্যক্তি তার দুই যোদ্ধা সঙ্গিনীকে নিয়ে উপস্থিত হয় আর সেই দুজনকে বাধা দেয়। কিছু পরেই ব্যাসিলিস্ক হত্যা করে জেরাল্ট গুহা থেকে বেরিয়ে আসে।
বোর্চ তারপর জেরাল্ট ও জাস্কিয়ারকে পাশের এক পানশালায় আমন্ত্রণ জানায়। পানশালায় বসে বোর্চ জেরাল্টকে বলে নিদামিরের পাহাড়ে এক ড্রাগন দেখা গেছে যেটাকে পাশের কেইনগর্ন রাজ্যের রাজা মারার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। পুরস্কারের লোভে স্থানীয়রা ড্রাগনটিকে আক্রমণ করলেও তারা কেবল ড্রাগনটিকে আহত করতেই সক্ষম হয়েছিল। বোর্চ জেরাল্টকে সেই ড্রাগন শিকারের জন্য তার দলে যোগ দিতে বলে। যদিও জেরাল্ট বোর্চকে ড্রাগন হত্যা না করার জন্য প্রাথমিকভাবে মানা করে দেয় কারণ হিসেবে জেরাল্ট বলে ড্রাগনের মতো বুদ্ধিমান প্রাণীকে সে হত্যা করতে অনিচ্ছুক। কিন্তু পানাশালায় ইয়েনেফারকে অন্য প্রতিদ্বন্দ্বী দলে দেখে জেরাল্ট মন পরিবর্তন করে।
জেরাল্ট, জাস্কিয়ার, বোর্চ ও তার দুই দেহরক্ষী ড্রাগন শিকারে রওনা দেয়। ইয়েনেফারও সেই দলে যোগ দেয়।আর সাথে যোগ দেয় বামনের দল ও কিছু পেশাদার দানব শিকারিদের একটি দল। দলটি রাতে ক্যাম্প করার পর ঘুম থেকে উঠলে দেখে তাদের সব সামগ্রী চুরি করে পেশাদার শিকারির দলটা উধাও হয়ে গেছে। বামন দলটি তখন বাকিদের সাথে নিয়ে পাহাড়ের একটি শর্টকাট পথে নিয়ে যায়। পথটি শর্টকাট হলেও পথের সেতুটি অনেক জায়গায় ভেঙে পড়েছে তবুও দলটি এগিয়ে যায়। কিছুদূর এগোতেই সেতুর একটা জায়গা ভেঙে গিয়ে বোর্চ ও তার দুই সঙ্গী পাহাড়ের নীচে পড়ে যায়।
পাহাড়ের ভঙ্গুর পথ পেরিয়ে জেরাল্ট ও ইয়েনেফার ড্রাগনের গুহায় পৌঁছায়। সেখানে দেখা যায় বোর্চের সেই দুই দেহরক্ষী যারা পাহাড়ের সেতু দিয়ে পড়ে গিয়েছিলো তারা ড্রাগনের ডিম পাহারা দিচ্ছে।
কিছু পরে বোর্চ নিজেও একটি সোনালী ড্রাগন হিসাবে আত্মপ্রকাশ করে। ইতিমধ্যে পেশাদার শিকারি দলটি গুহায় পৌঁছায় তারপর তাদের সাথে জেরাল্ট ও ইয়েনেফারের খণ্ড যুদ্ধ হয়। যাতে জেরাল্ট ও ইয়েনেফার বিজয় লাভ করে আর ড্রাগনের ডিমকে রক্ষা করতে সমর্থ হয়।
অন্যদিকে ব্রকিলনের জঙ্গল থেকে বেরিয়ে সিরি আর দারা অজান্তেই মাউসাকের রূপে ডপলারের সাথে সিরিলার দিকে এগোতে থাকে। পথে ডপলারের আচরণ দেখে দারা সন্দেহ করে। সন্দেহবশত সিরি মাউসাক রুপি ডপলার নানান প্রশ্ন করে ফলে ডপলার নিজের আসল রূপ প্রকাশ করে। দারা এবং সিরি দুজনে ডপলারের সাথে লড়াই করে পালাতে সক্ষম হয়।
অপর দিকে সিরির আসল পরিচয় জানার পর ডপলার সিরির রূপ নেয়। তারপর সিরি রূপী ডপলারের ইচ্ছাকৃতভাবে কাহিরের হাতে বন্দী হয়। কাহির জিজ্ঞাসাবাদ করতে থাকলে "সিরি" রূপ ছেড়ে ডপলার নিজের আসল রূপ প্রকাশ করে।
কাহির ডপলারের সাথে লড়াই করে কিন্তু কাহির ডপলারকে হারাতে ব্যর্থ হয়, সেই সুযোগ নিয়ে ডপলার পালিয়ে যায়।
রোমাঞ্চ আমার সবসময়ই খুবই পছন্দের আর উইচার সিরিজটির শুরু থেকে রোমাঞ্চ ভরপুর। চরিত্র নির্বাচন, সিনেমাটোগ্রাফি, গল্প প্রতিটি দিক থেকেই খুব ভালো।
জেরাল্ট চরিত্রে হেনরি ক্যাভিল দারুন অভিনয় করছেন। প্রেক্ষাপট অনুযায়ী সিনেমাটোগ্রাফি অসাধারণ। ষষ্ঠ পর্বে দেখি সিরি ডপলারের হাত থেকে পালিয়ে উদ্দেশ্যেহীন ভাবে জেরাল্টের খোঁজে এগোতে থাকে।
পরিচালনা | ৮ |
কাহিনী | ৮ |
অভিনয় | ৮ |

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা এটা সিজন ২ এর না? যতদুর মনে পরে। আবার দেখতে হবে। সব ভুলে খেয়ে ফেলেছি।