$PUSS নিয়ে কিছু কথা 🐾🚀

in আমার বাংলা ব্লগ6 days ago

নমস্কার বন্ধুরা,

$PUSS কয়েন দেখতে দেখতে সাড়ে সাত মাসে পেরিয়ে গেলো। মজার উদ্দেশ্য নিয়ে বানানো হলেও, বর্তমানে যে পথ ধরে $PUSS এগিয়ে চলেছে সেটা ব্লকচেইন নির্ভর সোশ্যাল মিডিয়াতে আমূল পরিবর্তন নিয়ে আসবে। দাম এখনই ০.০১৪ সেন্ট ছুঁই ছুঁই। যদিও আমার মনে $PUSS এখনো অনেক সস্তা, ভবিষ্যৎ ভাবনা গুলোর যেভাবে করা হয়েছে অনুযায়ী দাম কম বললেই চলে। যেহেতু বর্তমানে $PUSS এর বাজারে অনেকটা স্থিরতা এসেছে তাই বাড়া কমা একটা নিমমিত নিয়ম মেনেই চলে। যেমন গত ২৪ ঘন্টার বিচারে দাম একটু কমেছে কিন্তু সেটাই যদি গত একমাসের দাম দেখা হয় তাহলে দাম বেড়েছে প্রায় ৩৬%। আর এই ওঠানামা ক্রিপ্টো বাজার খুব স্বাভাবিক।

1000109423.jpg

$PUSS কয়েন বাজারদর বা মার্কেট ক্যাপ দিক থেকেও বেশ শক্ত অবস্থানে আছে। SunPump এর যতগুলো প্রজেক্ট মার্কেট ক্যাপ এর বিচারের সামনের সারিতে তার মধ্যে $PUSS বিদ্যমান। ১৪ মিলিয়ন ডলারের কাছাকাছি মার্কেট ক্যাপ নিয়ে $PUSS চতুর্থ স্থানে। সেখানেই যদি SunPump রোজকার ভলিউম বা কেনাবেচার পরিমাপ দেখা হয় তাহলে $PUSS প্রথম স্থানে। আর একদিনে লেনদেন ১১ লাখ TRX-এর বেশি!

1000114282.jpg

যেহেতু $PUSS শুধুমাত্র মিমকয়েনের মধ্যে সীমাবদ্ধ নেই। তাই ব্যাবহার যোগ্যতা বাড়ার সাথে $PUSS-এর দাম বাড়ছে। আমাদের যে দিকটায় এখন খামতি আছে তা হল মার্কেটিং যেকোনো জিনিসের প্রয়োজনীয়তা যেমন থাকা দরকার তেমনি দরকার ভালো মার্কেটিং। এখানেই আমরা সবাই কাজে লাগতে শুরু করে দিই। যেহেতু $PUSS আমাদেরই কয়েন সেজন্য এর মার্কেটিং এবং এর গুরুত্ব আমাদেরকেই চারিদিকে ছড়িয়ে দিতে হবে। একটা ভালো উপায় অবশ্যই টুইটার। যারা রোজ টাস্ক গুলো করছেন তাদেরকে অবশ্য ধন্যবাদ তবে যেহেতু সবাই এই বিষয় গুলো নতুন ভাবে শিখছি তাই চেষ্টা করব যতটা সুচারুরূপে এগুলো করা সম্ভব।

1000114310.jpg

$PUSS এর এখনো এক বছরও হয়নি, বয়স মাত্র ২২৬ দিন। এটাই আমাদের কাছে সুযোগ $PUSS কে সারা ক্রিপ্টো জগতে ছড়িয়ে দেওয়ার। চলুন আমরা সবাই অল্প অল্প করে মার্কেটিং এ হাত লাগিয়ে দিয়ে এবং উচ্চ শিখরে পৌছে দিই $PUSS কে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

চেষ্টা করছি নিয়মিত প্রোমশনের কাজগুলো করার। সত্যি বলতে কি ক্রিপ্টো জগতের সেভাবে কোন আইডিয়াই নেই৷ তাও সবাইকে দেখে এবং আপনাদের কথা শুনে শুনে একটু চেষ্টা করি। তবে বর্তমানে পুসের বেশ হেলদি মার্কেট তা বোঝাই যায়৷ আশা করি ভবিষ্যতে আরও ভালো দিন অপেক্ষা করছে আমাদের সবার জন্য।

 4 days ago 

পুশ প্রমোশনে আমরা মোটামুটি সবাই চেষ্টা করছি। আশা করছি এর থেকে ভালো কিছু পাওয়া যাবে। এবং একবছর এখনও হয়নি। আশাকরি এরমধ্যে পুশ অনেক ভালো জায়গাই পৌছে যাবে। দারুণ লাগল আপনার পোস্ট টা দাদা। ধন্যবাদ আপনাকে।।

 4 days ago 

খুব অল্প সময়ের মধ্যেই আমাদের পুশ সারা ফেলে দিয়েছে।তাছাড়া ক্রিপ্টো বাজারে ওঠানামা থাকবেই।পুশের দাম ও ভবিষ্যতে বেশ বৃদ্ধি পাবে আশা করি।সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন,ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.030
BTC 85374.14
ETH 1646.92
USDT 1.00
SBD 0.76